হেডিংলে স্টেডিয়ামে (Headingley Stadium) আজ তৃতীয় টেস্টের (3rd Test) তৃতীয় দিনের খেলা ছিল। জো রুটের ইংল্যান্ডের (England) মুখোমুখি বিরাট কোহলির ভারত (India)। তৃতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যে পিচ দেখে বোলিং বাছার কথা, সেখানে কোহলির ব্যাটিংয়ের সিদ্ধান্ত চমকে দেয় সকলকে। তারপর তো টিম ইন্ডিয়ার ব্যাটিং পারফরম্যান্সে ছিল আরও বড়সড় চমক। তৃতীয় টেস্টের (3rd Test) প্রথম দিনই হয় ভারতের ব্যাটিং ভরাডুবি। সকলকে চমকে দিয়ে ৭৮ রানে থেমে যায় ভারতের প্রথম ইনিংস। অন্যদিকে ৪৩২ রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস। তৃতীয় দিন শুরু হয় ভারতের দ্বিতীয় ইনিংস। ধীরে ধীরে ম্যাচে ফিরছে কোহলির ভারত।
এক নজরে তৃতীয় দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংস: দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই সতর্ক হয়ে খেলা শুরু করেন ভারতের ওপেনিং জুটি। কিন্তু লাঞ্চ বিরতির ঠিক আগে, শেষ বলেই প্রথম সাফল্য পায় রুটব্রিগেড। ৮ রান করে সাজঘরে ফেরেন ভারত ওপেনার কেএল রাহুল। ৭টি চার ও ১টি ছয় দিয়ে ৫৯ রানে সাজানো ছিল ভারতের আর এক ওপেনার রোহিত শর্মার ইনিংস। খারাপ আলোর কারণে নির্ধারিত সময়ের আগে তৃতীয় দিনের খেলা শেষ হয়ে গেল। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেট ২১৫। এখনও পর্যন্ত ১৩৯ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা (৯১*) ও বিরাট কোহলি (৪৫*)।
ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট পেয়েছেন ওলি রবিনসন ও ক্রেইগ ওভার্টন।
খারাপ আলোর কারণে নির্ধারিত সময়ের আগে তৃতীয় দিনের খেলা শেষ হয়ে গেল। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেট ২১৫। এখনও পর্যন্ত ১৩৯ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা (৯১*) ও বিরাট কোহলি (৪৫*)।
৭৬.১ ওভারে ভারত দলগত দুশো রান পূর্ণ করল
লিডসে তৃতীয় টেস্টের তৃতীয় দিন চেতেশ্বর পূজারা হাফসেঞ্চুরি পূর্ণ করলেন।
A steady fifty from Cheteshwar Pujara ?#WTC23 | #ENGvIND | https://t.co/GMfWIFf79e pic.twitter.com/M7dfUb3zBv
— ICC (@ICC) August 27, 2021
২ উইকেট হারিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া। ক্রিজে বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা।
৫৯ রান করে মাঠ ছাড়লেন ভারত ওপেনার রোহিত শর্মা।
A big breakthrough for England ?
Ollie Robinson dismisses Rohit Sharma for 59.
?? are 116/2. #WTC23 | #ENGvIND | https://t.co/AZCdNvbRbc pic.twitter.com/qgkD0ZbBFg
— ICC (@ICC) August 27, 2021
ক্রিজে রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা।
চা বিরতিতে ভারতের স্কোর ১ উইকেটে ১১২। ইংল্যান্ড এখনও ভারতের থেকে ২৪২ রানে এগিয়ে রয়েছে
That will be Tea on Day 3 of the 3rd Test.
A wicket-less session for #TeamIndia @ImRo45 (59*) and @cheteshwar1 (40*) have stitched a fine 78-run partnership.
Scorecard – https://t.co/FChN8SV3VR #ENGvIND pic.twitter.com/nPlT3VJjj4
— BCCI (@BCCI) August 27, 2021
ক্রিজে রোহিত-পূজারা
৪১.৫ ওভারে ভারত দলগত শতরান পূর্ণ করল।
দলগত শতরানের দোরগোড়ায় ভারত
লিডসে তৃতীয় টেস্টের তৃতীয় দিন রোহিত শর্মা হাফসেঞ্চুরি পূর্ণ করলেন।
5️⃣0️⃣
A solid half-century from @ImRo45, his 14th in Test cricket. ?? ??https://t.co/FChN8SV3VR #TeamIndia #ENGvIND pic.twitter.com/h6MyvQ5s4i
— BCCI (@BCCI) August 27, 2021
লোকেশ রাহুলের উইকেট হারিয়ে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া
ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা।
হিটম্যান-পূজারা জুটি এগিয়ে নিয়ে যাচ্ছে ভারতকে
২৩.৪ ওভারে দলগত ৫০ রান পূর্ণ করল টিম ইন্ডিয়া।
রুটদের বিরুদ্ধে বড় রানের টার্গেট তৈরি করতে হবে ভারতকে।
তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু। ক্রিজে রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা
লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ১ উইকেটে ৩৪। ইংল্যান্ডের থেকে ৩২০ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।
Lunch on Day 3 of the 3rd Test #TeamIndia 78 & 34/1, trail England (432) by 320 runs.
Scorecard – https://t.co/FChN8SV3VR #ENGvIND pic.twitter.com/PQ0TvsioO4
— BCCI (@BCCI) August 27, 2021
কেএল রাহুলের উইকেট হারাল ভারত। ৮ রান করে মাঠ ছাড়লেন তিনি। এক হাতে দুর্দান্ত ক্যাচ নিলেন জনি বেয়ারস্টো।
ক্রিজে রোহিত-রাহুল
প্রথম ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারত তুলেছে ১৬ রান
৯.৪ ওভারে ওলি রবিনসনের বলে ফিল্ড আম্পায়র কেএল রাহুলকে আউট দেন। ডিআরএস নিয়ে রক্ষা পান তিনি।
সতর্ক হয়ে এগোচ্ছেন রোহিত-রাহুল
ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও কেএল রাহুল।
৪৩২ রানে অল আউট জো রুটের ইংল্যান্ড। ভারতের থেকে ৩৫৪ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।
England are bowled out for 432 and secure a massive lead of 354 runs.
How will India respond?#WTC23 | #ENGvIND | https://t.co/qmnhRc14r1 pic.twitter.com/mxUTSmILB6
— ICC (@ICC) August 27, 2021
৩২ রান করে আউট হলেন ক্রেইগ ওভার্টন
আজ তাড়াতাড়ি উইকেট তুলে বড় রান করাই লক্ষ্য বিরাটদের
ক্রিজে ওলি রবিনসন ও ক্রেইগ ওভার্টন
England resume on 423/8 with Craig Overton and Ollie Robinson at the crease.
They lead by 345 runs. How many more can they add?#WTC23 | #ENGvIND | https://t.co/qmnhRc14r1 pic.twitter.com/kPyi6R8UUB
— ICC (@ICC) August 27, 2021
বৃষ্টির কারণে হেডিংলে স্টেডিয়ামের পিচ ঢেকে দেওয়া হয়েছে কভারে
Day 3 of the 3rd Test here at Headingley.
There is a slight drizzle at the moment and the pitch remains under cover.#ENGvIND pic.twitter.com/eHLJSZffYg
— BCCI (@BCCI) August 27, 2021
৮ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৪২৩। রুটের ব্যাটে ভর করে দ্বিতীয় দিনের শেষে বড় রানের লিড ইংল্যান্ডের।
Another excellent day ?
What does Day 3 hold in store? ?
??????? #ENGvIND ?? pic.twitter.com/5rcRSzXmzx— England Cricket (@englandcricket) August 27, 2021