IND vs ENG: ‘আরও একটা সেঞ্চুরি ভালো লাগতো, তবে…’, বিধ্বংসী ইনিংস নিয়ে যশস্বী যা বললেন

Jan 26, 2024 | 10:22 PM

India vs England 1st Test: প্রথম দিন যেখানে শেষ করেছিলেন, দ্বিতীয় দিন যেন সেখান থেকেই শুরু করলেন যশস্বী। ইংল্যান্ড স্পিনারদের সেট হতে দেননি। যশস্বী বলছেন, 'শুরু থেকেই স্পিনারদের আক্রমণ করব, এমন কোনও পরিকল্পনা ছিল না। ভালো বলকে সম্মান দিয়ে যতটা সম্ভব দ্রুত রান তোলায় নজর ছিল। ইতিবাচক শট খেলতে চেয়েছিলাম।' যশস্বীর ব্যাটিং হয়তো ইংল্যান্ড শিবিরকে ভারতের এক প্রাক্তন ক্রিকেটারের কথা মনে করিয়ে দিয়েছে।

IND vs ENG: আরও একটা সেঞ্চুরি ভালো লাগতো, তবে..., বিধ্বংসী ইনিংস নিয়ে যশস্বী যা বললেন
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: ভারত-ইংল্যান্ড টেস্টে বাজবল নয়, বরং প্রশংসা হচ্ছে ভারতের জ্যাজবল নিয়ে। যশস্বী জয়সওয়াল ইনিংসের শুরুতেই যে টোন সেট করে দিয়েছিলেন, বাকিরাও যেন সেটাই অনুসরণ করেন। ভারতীয় শিবিরে একটা আক্ষেপও রয়েছে। যশস্বী দুর্দান্ত একটা ইনিংস খেললেও অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন। যে কোনও তরুণ ক্রিকেটারের মাইলফলক মিস হলে সেটা খারাপ লাগারই কথা। ৭৪ বলে ৮০ রানে ফেরেন যশস্বী। একশোর বেশি স্ট্রাইকরেটে ব্যাটিং! দ্বিতীয় দিনের খেলা শেষে যশস্বী যা বললেন, বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

প্রথম দিন যেখানে শেষ করেছিলেন, দ্বিতীয় দিন যেন সেখান থেকেই শুরু করলেন যশস্বী। ইংল্যান্ড স্পিনারদের সেট হতে দেননি। যশস্বী বলছেন, ‘শুরু থেকেই স্পিনারদের আক্রমণ করব, এমন কোনও পরিকল্পনা ছিল না। ভালো বলকে সম্মান দিয়ে যতটা সম্ভব দ্রুত রান তোলায় নজর ছিল। ইতিবাচক শট খেলতে চেয়েছিলাম।’ যশস্বীর ব্যাটিং হয়তো ইংল্যান্ড শিবিরকে ভারতের এক প্রাক্তন ক্রিকেটারের কথা মনে করিয়ে দিয়েছে। বীরেন্দ্র সেওয়াগ। তিনিও তো টেস্টে এমনই ব্যাটিং করতেন। যশস্বীর স্ট্রাইকরেট ১০৮। স্পিনারদের বিরুদ্ধে যেমন অনবদ্য ব্যাটিং করেছেন, যশস্বীর উইকেট নিয়েছেন স্পিনার জো রুট।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট অভিষেকে ১৭১ রানের ইনিংস খেলেছিলেন যশস্বী। দুটো ইনিংসের পরিস্থিতি, প্রেক্ষিত আলাদা। হায়দরাবাদে ভয়ডরহীন ইনিংস যশস্বীর। একটু ধৈর্য ধরে খেললে হয়তো সেঞ্চুরি হতেই পারতো! তবে ছন্দ নষ্ট করতে চাননি যশস্বী। ভারতীয় দলের এই তরুণ ওপেনার আরও বলছেন, ‘আরও একটা টেস্ট সেঞ্চুরি হলে নিঃসন্দেহে ভালো লাগতো। তবে আমি একটা প্রক্রিয়ার মধ্যে এসেছি। কিছু ক্ষেত্রে আক্রমণাত্মক ক্রিকেটে সাফল্য পাব, কখনও পাব না।’

কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার দেওয়া ভূমিকা পালন করাই যে মূল লক্ষ্য, সেটাই যেন বোঝাতে চাইলেন যশস্বী। আফগানিস্তান সিরিজের আগেই দ্রাবিড় জানিয়েছিলেন, এখনও অবধি যা ঠিক রয়েছে, রোহিত-যশস্বীই সব ফরম্যাটে ওপেন করবেন। দ্রাবিড়ের এমন সিদ্ধান্ত খুব কম ক্ষেত্রেই ভুল প্রমাণ হয়। যশস্বীর ক্ষেত্রে এখনও অবধি ঠিকই প্রমাণ হচ্ছে।

Next Article