হায়দরাবাদে ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ। দিনের শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৭ উইকেটে ৪২১। ৮১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন রবীন্দ্র জাডেজা এবং ৩৫ রানে অপরাজিত রয়েছেন অক্ষর প্যাটেল। এক ঝলকে ছবিতে দেখে নিন প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার ৭ ক্রিকেটার যে ভাবে আউট হয়েছিলেন...
রোহিত শর্মা - টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা হায়দরাবাদ টেস্টের প্রথম দিনই আউট হয়ে গিয়েছিলেন। ২৭ বলে ২৪ রান করেন রোহিত। জ্যাক লিচ তুলে নিয়েছিলেন তাঁর উইকেট। ছক্কা হাঁকাতে গিয়ে ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
যশস্বী জয়সওয়াল - টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল দ্বিতীয় দিন ২০ রানের জন্য শতরান মিস করেছেন। তাঁকে হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিন সকালে ফেরান জো রুট। চার মারতে গিয়ে কট অ্যান্ড বোল্ড হন যশস্বী। ফেরেন ৮০ রানে। (ছবি-পিটিআই)
শুভমন গিল - টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি শুভমন গিল ওপেনার যশস্বী জয়সওয়ালের মতো চার মারতে গিয়ে আউট হন। ৬৬ বলে ২৩ রান করে মাঠ ছাড়েন শুভমন। তাঁর উইকেট তুলে নেন ইংল্যান্ডের হয়ে অভিষেক টেস্ট খেলতে নামা টম হার্টলি। (ছবি-পিটিআই)
শ্রেয়স আইয়ার - পাঁচ নম্বরে নামা শ্রেয়স আইয়ার টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মার মতো ছয় মারতে গিয়ে উইকেট দিয়ে বসেন। ৬৩ বলে ৩৫ রান করেন শ্রেয়স। হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিন তাঁর উইকেট তুলে নেন রেহান আহমেদ। (ছবি-পিটিআই)
লোকেশ রাহুল - যশস্বী জয়সওয়ালের মতো ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসে শতরান মিস করেছেন লোকেশ রাহুল। ছয় মারতে গিয়ে টম হার্টলিকে উইকেট দিয়ে ফেরেন রাহুল (৮৬)। (ছবি-পিটিআই)
শ্রীকার ভরত - সুইপ শট খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন এই টেস্টে ভারতের হয়ে উইকেটকিপার ও ব্যাটারের ভূমিকায় খেলা কোনা শ্রীকার ভরত। অর্ধশতরান হাতছাড়া করেছেন তিনি। ৪১ রানে তাঁকে ফেরান জো রুট। (ছবি-এপি)
রবিচন্দ্রন অশ্বিন - টিম ইন্ডিয়ার অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের প্রথম ইনিংসে রান আউট হয়েছিলেন। রবীন্দ্র জাডেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন অশ্বিন (১)। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)