চোট সারিয়ে টিমের সঙ্গে যোগ দিলেন রাহুল
দেশে ফিরে জাতীয় অ্যাকাডেমিতে রিহ্যাবে ব্যস্ত ছিলেন লোকেশ রাহুল। পুরো ফিট হয়ে টিমের সঙ্গে যোগ দিলেন তিনি।
চেন্নাই: মেলবোর্নের নেটে ব্যাট করার সময় আচমকা চোট পেয়েছিলেন বাঁ হাতের কবজিতে। সেই চোটই ছিটকে দিয়েছিল তাঁকে। অস্ট্রেলিয়া সফরে শেষ দুটো টেস্টে তাই আর টিমে থাকা হয়নি। দেশে ফিরে জাতীয় অ্যাকাডেমিতে রিহ্যাবে (rehab) ব্যস্ত ছিলেন লোকেশ রাহুল (KL Rahul)। পুরো ফিট হয়ে টিমের সঙ্গে যোগ দিলেন তিনি।
Glad to have completed my rehab strong. No better feeling than being back fit and healthy ? Always fun to get back with the boys, and an honour to represent ?? Looking forward to the home series ? pic.twitter.com/TsGc6HErPr
— K L Rahul (@klrahul11) February 2, 2021
রাহুল টুইটারে লিখেছেন, ‘চোট সারানোর প্রক্রিয়াটা খুব ভালো ভাবে হয়েছে। পুরো ফিট হতে পেরে ভালো লাগছে। জাতীয় টিমে খেলাটা সম্মানের। ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের দিকে তাকিয়ে আছি।’
আরও পড়ুন: ইংল্যান্ড সিরিজের আগে শাস্ত্রীর পরামর্শ
আইপিএলের সময় দারুণ ফর্মে ছিলেন রাহুল। টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজে খেললেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটো টেস্টে টিমে জায়গা হয়নি। সিডনি টেস্টে প্রথম একাদশে সুযোগ পেতে পারতেন। কিন্তু চোটের জন্য তা হয়নি। জো রুটের টিমের বিরুদ্ধে হোম সিরিজে কি টেস্ট টিমে জায়গা পাবেন রাহুল? সম্ভাবনা কম। শুভমন গিল, রোহিত শর্মাই ওপেন করবেন। তিনে চেতেশ্বর পূজারা। বিরাট কোহলি টিমে ফিরছেন। চারে ব্যাট করবেন তিনি। নিজের পুরোনো ব্যাটং স্লট পাঁচ নম্বরে ফিরবেন অজিঙ্ক রাহানে। ঋষভ পন্থ আসবেন ছয়ে। সাতে রবিচন্দ্রন অশ্বিন। এই লাইনআপে চোখ বোলালেই পরিষ্কার, টপ অর্ডারে কেউ ব্যর্থ না হলে রাহুলের টিমে জায়গা পাওয়া মুশকিল।
আরও পড়ুন: কোমরের চোটে এটিপি কাপ থেকে সরলেন নাদাল
এরই মধ্যে মঙ্গলবার থেকে পুরোমাত্রায় নেট সেশনে নেমে পড়েছেন বিরাটরা। ৫ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে সিরিজের প্রথম টেস্ট চেন্নাইয়ে। ব্যাটসম্যান জো রুটের মতো তাঁর টিম ইংল্যান্ডও ফর্মে আছে। শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতেছেন তাঁরা। সেই সঙ্গে টিমের গভীরতা বাড়ানোর জন্য বেন স্টোকস, জোফ্রা আর্চারদের টিমে ফেরানো হয়েছে। ভারতের বিরুদ্ধে উত্তেজক সিরিজের জন্য অপেক্ষা করে রয়েছেন ইংলিশ ক্রিকেটাররা। বিরাটরাও জানেন, ঘরের মাঠে টেস্ট সিরিজ হলেও হালকা নেওয়া যাবে না রুট-স্টোকসদের।
আরও পড়ুন: ভরা গ্যালারিতেই ২০২২ কাতার বিশ্বকাপ