IND vs ENG, Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন টি২০ বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 09, 2022 | 6:30 PM

India vs England, T20 World Cup 2022: বৃহস্পতিবার দুপুরে এ বারের টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।

IND vs ENG, Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন টি২০ বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ
জেনে নিন কখন কীভাবে দেখবেন টি২০ বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ

Follow Us

অ্যাডিলেড: চলতি টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) সুপার টুয়েলভ পর্বটা গ্রুপের শীর্ষে থেকে শেষ করেছে রোহিত শর্মার ভারত (India)। আগামীকাল, বৃহস্পতিবার অ্যাডিলেডে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া এবং জস বাটলারের ইংল্যান্ড (England)। এ বারের বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট পাকিস্তান। আগামীকাল ভারত জিতলে রবিবার (১৩ নভেম্বর) দেখা যাবে ভারত-পাকিস্তানের ফাইনাল। গত বারের কুড়ি-বিশের বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরে কাপযাত্রা শুরু করেছিল মেন ইন ব্লু। এ বার তা হয়নি। ১৫ বছরের ট্রফির খরা কাটাতে মরিয়া মেন ইন ব্লু। অন্যদিকে ২০১০ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এ বার তারাও চাইবে ট্রফি নিয়ে দেশে ফিরতে। ২০১৬ সালে শেষ বার ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। সে বার ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গিয়েছিল ইংলিশব্রিগেড। হেড টু হেডে নজর দিলে দেখা যায় দুই দল মুখোমুখি হয়েছে ৩২ বার। যার মধ্যে ১২ বার জিতেছে ভারত এবং ১০ বার জিতেছে ইংল্যান্ড।

ভারত বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি কবে হবে?

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচটি আগামীকাল, বৃহস্পতিবার (১০ নভেম্বর) হবে।

ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি কোথায় হবে?

ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি অ্যাডিলেড ওভালে হবে।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচটি শুরু হবে দুপুর ১.৩০ মিনিটে। ম্যাচের আগে ১টা নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচের লাইভ স্ট্রিমিং?

টি-২০ বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি ভারত বনাম ইংল্যান্ড ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

ভারতের স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্য়াটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং, মহম্মদ সামি। স্ট্যান্ড বাই : মহম্মদ সিরাজ, শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই, শার্দূল ঠাকুর।

ইংল্যান্ড : জস বাটলার (অধিনায়ক), মইন আলি, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড, অ্যালেক্স হেলস, লিয়াম ডসন, রিচার্ড গ্লেসন, টিমাল মিলস।

Next Article