ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাট হাতে ভালো ফর্মে নেই অধিনায়ক রোহিত শর্মা। তাঁর ওপেনিং সঙ্গী যশস্বী জয়সওয়াল দু-ম্যাচেই ভালো পারফর্ম করেছেন। হায়দরাবাদ টেস্টে ৮০ রানের ইনিংস, বিশাখাপত্তনমে ডাবল সেঞ্চুরি। রোহিত ছন্দে থাকলে হায়দরাবাদ টেস্টের ফল ভারতের বিপক্ষে নাও যেতে পারত। স্বাভাবিক ভাবেই চাপ বাড়ছে রোহিতের উপর। রানে ফেরা খুবই জরুরি। রাজকোট টেস্টে এমনই প্রত্যাশা। যদিও প্র্যাক্টিস সেশন যেন আরও অস্বস্তিতে রাখল রোহিতকে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মঙ্গলবার থেকেই প্রস্তুতি শুরু করেছে ভারত-ইংল্যান্ড দু-দল। এ দিনও জোরকদমে অনুশীলন চলল। মূলত তরুণ ক্রিকেটারদের দিকেই নজর দেওয়া হয়েছিল শেষ মুহূর্তের প্রস্তুতিতে। রাজকোটে অভিষেক হতে পারে তরুণ কিপার ধ্রুব জুরেলের। দৌড়ে রয়েছেন সরফরাজ খানও। প্রথম দু-ম্যাচে খেলা আর এক কিপার শ্রীকার ভরতও প্রস্তুতি সারলেন। তরুণদের মাঝে নজর ছিল অধিনায়ক রোহিত শর্মার দিকেও। সেখানেই কিছুটা অস্বস্তি!
তরুণ ক্রিকেটারদের নেটে দেখার পর নিজের প্রস্তুতিতে মন দেন রোহিত। টানা লো-স্কোরে কোনও ভুল ভ্রান্তি হচ্ছে কীনা, সেটাই যেন পরখ করে নিতে চাইছিলেন রোহিত। তাঁর জন্য যেন সারপ্রাইজ অপেক্ষা করছিল। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, এক নেট বোলার অনবদ্য একটি ইনসুইং ডেলিভারি করেন। মিডল স্টাম্প ছিটকে পাক খায়। তেমনই একটি ডেলিভারিতে ব্যাটের কানায়ও লাগে। একই নেট বোলার তাঁকে দু-বার আউট করেন।
নেট বোলার অবশ্য রোহিতকে দু-বার আউট করেও ‘সন্তুষ্ট’ হয়ে পড়েননি। যতক্ষণ সুযোগ পেয়েছেন, রোহিতের মতো অন্যতম সেরা ব্যাটারের বিরুদ্ধে অনবদ্য বোলিং করে গেলেন।