IND vs ENG Preview: রোহিত-বিরাটদের ওয়ান ডে চ্যালেঞ্জ, অভিষেকের অপেক্ষায় একাধিক
India vs England 1st ODI, Nagpur: দীর্ঘ ফরম্যাটে রানের খরা কাটানো এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই লক্ষ্য। ভারতীয় ক্রিকেট প্রেমীরা ভালো করেই জানেন, যতই তরুণ ব্রিগেড থাকুক, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দু-জনের ব্যাট চলাটা খুবই জরুরি। তার পরীক্ষা শুরু ওয়ান ডে সিরিজেই।

শেষের শুরু নাকি নতুন শুরু! বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে কোনটা বলা শ্রেয়, বোঝা কঠিন। টি-টোয়েন্টি ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন। বিশ্বকাপ জিতেই অবসর নিয়েছিলেন। ওয়ান ডে ফরম্যাটে কি চ্যাম্পিয়ন্স ট্রফি সেই মঞ্চটাই হতে চলেছে? এই প্রশ্ন অবশ্যই ঘুরপাক খাচ্ছে। টেস্টে রানের মধ্যে ছিলেন না। অস্ট্রেলিয়া থেকে ফিরে রঞ্জি ট্রফিতেও একটি করে ম্যাচ খেলেছেন। তাতেও পারফর্ম করতে পারেননি। অস্বস্তির এখানেই শেষ নয়। ভারতের গত ওয়ান ডে সিরিজ, অর্থাৎ শ্রীলঙ্কায় বছরখানেক আগে সেখানেও রান পাননি বিরাট-রোহিত। দীর্ঘ ফরম্যাটে রানের খরা কাটানো এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই লক্ষ্য। ভারতীয় ক্রিকেট প্রেমীরা ভালো করেই জানেন, যতই তরুণ ব্রিগেড থাকুক, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দু-জনের ব্যাট চলাটা খুবই জরুরি। তার পরীক্ষা শুরু ওয়ান ডে সিরিজেই।
একদিকে যেমন এভাবে দেখা যায়, আবার অন্য ভাবে, এই সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হলে বিরাট-রোহিতের মতো দুই সুপারস্টারের আন্তর্জাতিক কেরিয়ারে ইতিও হয়ে যেতে পারে। অনেক তরুণ ক্রিকেটারই মুখিয়ে রয়েছেন দলে নিয়মিত হতে। এর মধ্যে রয়েছেন যশস্বী জয়সওয়ালও। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময় ধরেই খেলছেন। ওয়ান ডে অভিষেক হয়নি যশস্বীর। ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই অভিষেক হতে পারে যশস্বীর। প্রশ্ন হচ্ছে, তিনি কোথায় ব্যাট করবেন।
রোহিতের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে যশস্বীকে। সেক্ষেত্রে শুভমনকে ওপেনিং ছাড়তে হবে। সেই সম্ভাবনা প্রবল। আরও একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিপার-ব্যাটার হিসেবে কে খেলবেন। ২০২৩ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে লোকেশ রাহুলকে খেলানো হয়েছিল। সে সময় অবশ্য ফিট ছিলেন না ঋষভ পন্থ। তিনি এ বার স্কোয়াডে রয়েছেন। ঋষভকে খেলানো হলে, রাহুল কিংবা শ্রেয়সের মধ্যে কোনও একজনকে বসতে হতে পারে।
ব্যাটিংয়ে যেমন যশস্বীর অভিষেকের সম্ভাবনা তেমনই বোলিংয়ে অর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরাকে পাওয়া নিয়ে ধোঁয়াশা পুরোপুরি কাটেনি। মহম্মদ সামি এবং অর্শদীপকে ধরেই এগনো হচ্ছে। বুমরাকে পাওয়া গেলে সেটা ভারতের জন্য দুর্দান্ত বিষয় হবে। ইংল্য়ান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে ফিটনেস পরীক্ষা দিতে নামতে পারেন বুমরা। প্রথম দু-ম্য়াচে অর্শদীপের কাছে নিজেকে প্রমাণের সুযোগ।
টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের জার্সিতে প্রত্য়াবর্তনের পর থেকে ধারাবাহিক ভালো পারফর্ম করেছেন বরুণ চক্রবর্তী। ইংল্য়ান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৪ উইকেট নিয়ে সেরার পুরস্কারও জিতে নিয়েছেন। যে কারণে তাঁকে ওয়ান ডে স্কোয়াডে প্রথম বার নেওয়া হয়েছে। ভালো পারফর্ম করতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও জায়গা মিলতে পারে। সেক্ষেত্রে হয়তো অক্ষর প্য়াটেল কিংবা ওয়াশিংটন সুন্দরকে বাতিলের খাতায় পড়তে পারেন। জাডেজা, কুলদীপদের সঙ্গে বরুণের অন্তর্ভূক্তি হতে পারে।
ইংল্য়ান্ড শিবিরে নজর থাকবে জো রুটের দিকে। ওয়ান ডে বিশ্বকাপের পর এই ফরম্যাটে তাঁকে দেখা যায়নি। স্পিনের বিরুদ্ধে দক্ষ রুট। টি-টোয়েন্টিতে ইংল্য়ান্ড ব্য়াটাররা স্পিনের বিরুদ্ধে খাবি খেয়েছেন। ওয়ান ডে-তে ভরসা হয়ে উঠতে পারেন রুট।
