এ বারও ‘০’, এগারো ‘০’

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: arunava roy

Feb 13, 2021 | 7:40 PM

ফের স্পিনারের বলেই আউট হলেন কোহলি। টেস্টে এই নিয়ে ১১ বার শূন্য রানে আউট হলেন বিরাট কোহলি।

এ বারও ০, এগারো ০
সৌজন্যে-ইংল্যান্ড ক্রিকেট টুইটার

Follow Us

চেন্নাই: ব্যর্থতার খরা যেন কিছুতেই কাটছে না। চিপকে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে রানে ফিরেছিলেন। ভক্তেরা ভেবেছিলেন, হয়তো ফর্মে ফিরছেন ক্যাপ্টেন কোহলি। দ্বিতীয় টেস্টে মঈন আলির বলে কোনও দিশাই খুঁজে পেলেন না বিরাট।

                                                      সৌজন্যে-টুইটার

চেতেশ্বর পূজারা আউট হওয়ার পর ক্রিজে নামেন কোহলি। ৫ বল খেলে কোনও রান না করে প্যাভিলিয়নে ফিরে যান ভারত অধিনায়ক। ফের স্পিনারের বলেই আউট হলেন কোহলি। টেস্টে এই নিয়ে ১১ বার শূন্য রানে আউট হলেন বিরাট কোহলি। তার মধ্যে সবচেয়ে বেশিবার (৪ বার) ইংল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে আউট হন কোহলি। মঈন আলির আগে তাঁকে শূন্য রানে ফেরান প্লাঙ্কেট, অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড। ১১টি ইনিংসের যে কটিতে শূন্য রানে আউট হয়েছেন কোহলি তার মধ্যে ৪টি টেস্ট জিতেছে ভারত, ৪টিতে হেরেছে। বাকি ২টি টেস্ট ড্র হয়েছে। ৪ বার প্রথম বলেই আউট হন কোহলি। ৪ বার দুই বল খেলে শূন্য রান করেন বিরাট।

এই প্রথমবার কোনও স্পিনারের বলে শূন্য রানে আউট হলেন কোহলি। এর আগে বিরাটকে যাঁরা শূন্য রানে প্যাভিলিয়নে ফিরিয়েছেন তাঁরা হলেন-

১. রবি রামপাল (ওঃ ইন্ডিজ)
২. বেন হিলফেনহাস (অস্ট্রেলিয়া)
৩. লিয়াম প্লাঙ্কেট (ইংল্যান্ড)
৪. জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)
৫. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
৬. সুরঙ্গা লাকমল (শ্রীলঙ্কা)
৭. স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)
৮. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)
৯. কেমার রোচ (ওঃ ইন্ডিজ)
১০. আবু জায়েদ চৌধুরী (বাংলাদেশ)
১১. মঈন আলি (ইংল্যান্ড)

Next Article