মাউন্ট মঙ্গানুই: টি২০ বিশ্বকাপ শেষ হওয়ার পর টিম ইন্ডিয়া গিয়েছে নিউজিল্যান্ড সফরে। কুড়ি-বিশের বিশ্বকাপের সেমিফাইনাল অবধি পৌঁছেছিল রোহিত শর্মার ভারত (India) এবং কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand)। মেন ইন ব্লু এবং কিউয়িদের ফাইনালে ওঠা হয়নি। বিশ্বকাপ পর্ব শেষ করে এ বার দুই দলের ফোকাসে সীমিত ওভারের সিরিজ। কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজে ভারতীয় দলের নেতৃত্বের দায়ভার রয়েছে হার্দিক পান্ডিয়ার কাঁধে। এই সিরিজ শেষ হওয়ার পর, এক দিনের সিরিজে টিম ইন্ডিয়ার হয়ে ক্যাপ্টেন্সি সামলাবেন শিখর ধাওয়ান। এই সিরিজের প্রথম টি২০ ম্যাচ হওয়ার কথা ছিল ওয়েলিংটনে। সেখানে মাত্রাতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। এ বার দেখার আগামীকালের ম্যাচটিতে কী হয়। ২০২০ সালে শেষ বার যখন নিউজিল্যান্ড সফরে গিয়েছিল ভারত সে বার ৫-০ ব্যবধানে জিতেছিল টিম ইন্ডিয়া। উল্লেখ্য, চলতি বছরে একটিও টি২০ ম্যাচে সাক্ষাৎ হয়নি ভারত এবং নিউজিল্যান্ডের। ২০২১ সালের নভেম্বরে শেষ সাক্ষাৎ হয়েছিল দুই দলের। ভারত সফরে এসে তিনটি টি২০ ম্যাচেই হেরেছিল কিউয়িরা।
হেড টু হেডে নজর দিলে দেখা যায় এর আগে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ২১ বার মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। যার মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৯ বার, ভারত জিতেছে ১১ বার এবং ম্যাচ অমীমাংসিত ১টি। এ ছাড়া, চলতি সিরিজের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটি কবে হবে?
ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি আগামীকাল রবিবার (২০ নভেম্বর) হবে।
ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয়টি-২০ ম্যাচটি মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে হবে।
ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত দ্বিতীয় নিউজিল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। ম্যাচের আগে ১১.৩০ মিনিটে টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে ডিডি স্পোর্টস চ্যানেলে। মোবাইলে দেখা যাবে অ্যামাজন প্রাইম অ্যাপ্লিকেশনে। এ ছাড়া ভারত বনাম নিউজিল্যান্ড টি২০ সিরিজের ম্যাচগুলির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজের দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঋষভ পন্থ, শুভমন গিল, ঈশান কিষাণ, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।