India vs New Zealand Highlights, WTC Final 2021 Day1: সাউদাম্পটনে বৃষ্টিতে ভেসে গেল বিরাটদের প্রথম দিনের খেলা
India vs New Zealand Live Score in Bengali: সাউদাম্পটনে আজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (Today WTC Final Match) মুখোমুখি বিরাট কোহলির ভারত (India) ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand)।
এজেস বোলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final) আজ মুখোমুখি হওয়ার কথা ছিল টেস্ট ক্রিকেটের সেরা দুই দলের। বিরাট কোহলির (Virat Kohli) ভারত (India) ও কেন উইলিয়ামসনের (Kane Williamson) নিউজিল্যান্ড (New Zealand)। শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে মাঠে নামবে দুই দলের ক্রিকেটাররা। দুই দলই সমৃদ্ধ সেরা ক্রিকেটারে। এই ফাইনালের পর ক্রিকেট বিশ্ব পেতে চলেছে সেরার সেরা দলকে। তবে, যে মেগা ইভেন্টের দিকে তাকিয়ে রয়েছে সারা বিশ্ব, তা আপাতত বৃষ্টির ঘেরাটোপে। বৃহস্পতিবার রাত থেকেই সাউদাম্পটনে পড়ছে এলোমেলো বৃষ্টি। শুক্রবার সকালেও যা ধরেনি। তাই তৃতীয় দফার পর্যবেক্ষণের পর দুই আম্পায়ার প্রথম দিনের খেলা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল, শনিবার শুরু হবে প্রথম দিনের খেলা। যদিও আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে আগামী সাতদিনই দিনের বেশির ভাগ সময় ভারী এবং অতিভারী বৃষ্টি হওয়ার কথা। ভারত-নিউজিল্যান্ডের ফাইনাল যে বারবার ব্যহত হবে, তা নিয়ে কিন্তু আশঙ্কা থাকছেই। আবহাওয়ার কথা মাথায় রেখেই আইসিসি রিজার্ভ ডে রেখেছে ফাইনালে। যদি পাঁচটা দিনে নির্ধারিত সময়ের খেলা না হয়, তা হলে রিজার্ভ ডে-তে খেলা গড়াবে।
LIVE NEWS & UPDATES
-
বৃষ্টির কোপ টেস্ট ফাইনালের প্রথম দিনে
বিসিসিআইয়ের টুইটারে জানানো হল আজকের মত প্রথম দিনের খেলা বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। আগামীকাল খেলা শুরু হবে।
UPDATE – Unfortunately, play on Day 1 has been called off due to rains. 10.30 AM local time start tomorrow.#WTC21
— BCCI (@BCCI) June 18, 2021
-
৭.৩০ টায় মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা
সাউদাম্পটনে আপাতত বৃষ্টি বন্ধ হয়েছে। ৭.৩০ টায় মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা।
UPDATE – It has stopped raining and there will be an inspection at 3 PM local and 7.30 PM IST. #WTC21 pic.twitter.com/VzzuXxGPrF
— BCCI (@BCCI) June 18, 2021
-
-
ম্যাচ শুরুর অপেক্ষায় বিরাট-উইলিয়ামসনরা
বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনের খেলা শুরু হওয়া নিয়েও চিন্তা বাড়ছে। এই পরিস্থিতিতে ম্যাচ শুরু হওয়ার অপেক্ষা করা ছাড়া কোনও রাস্তাও নেই।
The wait continues ?️ #WTC21 Final pic.twitter.com/kNJofd2RfK
— BCCI (@BCCI) June 18, 2021
-
সাউদাম্পটনে বৃষ্টি থামার নাম নেই
বৃষ্টির কারণে শুরু হয়নি WTC ফাইনাল ম্যাচের খেলা। বৃষ্টি থামার অপেক্ষায় দুই দল, আইসিসি থেকে শুরু করে সকল ক্রিকেটপ্রেমীরা।
It's still raining at the Hampshire Bowl in Southampton as we await the start of play ⛈️#WTC21 Final | #INDvNZ pic.twitter.com/CTSezyi4VZ
— ICC (@ICC) June 18, 2021
-
WTC ফাইনালে কোন দলকে এগিয়ে রাখলেন ধারাভাষ্যকাররা জানুন…
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final) আগে বিরাট কোহলির ভারতকে এগিয়ে রাখলেন সুনীল গাভাসকর থেকে কুমার সঙ্গকারা। দেখুন WTC ফাইনালের অন্যন্য ধারাভাষ্যকাররা কী বললেন…
"I hate that question, but …"
The commentators predict the winner of the upcoming #WTC21 Final ?♂️
Who do you think will come out on top? pic.twitter.com/LR4ETVpmLz
— ICC (@ICC) June 18, 2021
-
-
সাউদাম্পটনে কিউয়িদের রণকৌশল জারি
বৃষ্টির জন্য প্রথম সেশনের খেলা ভেস্তে গেলেও কিউয়িদের রণকৌশল আটকে নেই। বৃষ্টিতে কফি খেতে খেতে WTC ফাইনালের জন্য আলোচনা চলছে নিউজিল্য়ান্ড দলের।
Rain to start in Southampton means coffee and a chat watching the covers to start the day. #WTC21 pic.twitter.com/dLhbAd5C4l
— BLACKCAPS (@BLACKCAPS) June 18, 2021
-
WTC ফাইনালে ভারতের প্রথম একাদশ
গতকাল রাতে বিসিসিআইয়ের তরফে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ ঘোষণা করা হয়েছে। কিউয়িরা ওখনও তাঁদের প্রথম একাদশ ঘোষণা করেনি। দেখে নেওয়া যাক টিম ইন্ডিয়ার প্রথম একাদশ…
ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, জশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা এবং মহম্মদ সামি।
? NEWS ?
Here's #TeamIndia's Playing XI for the #WTC21 Final ? ? pic.twitter.com/DiOBAzf88h
— BCCI (@BCCI) June 17, 2021
-
WTC ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগেই বাদ সাধল বৃষ্টি
নির্ধারিত সময়ে শুরু হবে না বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সাউদাম্পটনে বৃষ্টির কারণে পিছিয়ে গেল প্রথম সেশন। আম্পায়ার ও ম্যাচ অফিশিয়ালসরা মাঠ পর্যবেক্ষণ করে জানিয়েছেন, পরিস্থিতি বুঝে ম্যাচ শুরু হবে।
Update: Unfortunately there will be no play in the first session on Day 1 of the ICC World Test Championship final. #WTC21
— BCCI (@BCCI) June 18, 2021
Published On - Jun 18,2021 2:17 PM