হায়দরাবাদ: শ্রীলঙ্কা (Sri Lanka) সিরিজ শেষ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যেই মাঠে নেমে পড়ছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ এ বার আলাদা। বুধবার থেকে ঘরের মাঠে শুরু ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) একদিনের ম্যাচের সিরিজ। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের প্রথম একদিনের ম্যাচ। বাকি দুটো ম্যাচ শনিবার আর মঙ্গলবার। শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে চনমনে টিম ইন্ডিয়া। এ বছরই দেশের মাটিতে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ। বছরের শুরু থেকেই ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। কোচ রাহুল দ্রাবিড়ও দলকে পরখ করে নেওয়ার সুযোগ পাচ্ছেন। শ্রীলঙ্কাকে সিরিজের শেষ একদিনের ম্যাচে রেকর্ড মার্জিনে হারিয়েছে ভারত। আত্মবিশ্বাসে ভরপুর রোহিত শর্মারা। যদিও শ্রীলঙ্কার চেয়ে ধারে ভারে অনেকটাই এগিয়ে নিউজিল্যান্ড। তাই কিউয়িদের অনেকটাই সতর্ক ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ ভারতীয় শিবিরে। পিঠের চোটে একদিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। তাঁর জায়গায় দলে ডাক পেয়েছেন রজত পাতিদার। দুর্ঘটনার কারণে মাঠের বাইরে ঋষভ পন্থ। ব্যক্তিগত কারণে কিউয়ি সিরিজে নেই লোকেশ রাহুল। বাংলাদেশের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করে মাঠের বাইরে বসেছিলেন ঈশান কিষাণ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ফিরতে চলেছেন ঝাড়খণ্ডের কিপার ব্যাটার। মিডল অর্ডারেই নামবেন ঈশান, ম্যাচের আগের দিন জানান অধিনায়ক রোহিত শর্মা। ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গী হতে চলেছেন শুভমন গিলই। শেষ ম্যাচেও সেঞ্চুরি পেয়েছেন গিল।
লঙ্কানদের বিরুদ্ধে ২টো সেঞ্চুরি করেন বিরাট কোহলি। দুরন্ত ফর্মে রানমেশিন। কোহলি ছন্দে, এটাই ভারতীয় দলের ইউএসপি। মিডল অর্ডারে দলের ভরসা সূর্যকুমার যাদব আর হার্দিক পান্ডিয়া। অক্ষর প্যাটেলের জায়গায় খেলতে পারেন ওয়াশিংটন সুন্দর। তবে বাংলার শাহবাজ আহমেদের নামও ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
ভারতের বোলিং বিভাগ দুরন্ত ছন্দেই আছে। সিরাজ, সামি, উমরানকে দিয়েই পেস অ্যাটাক সাজানোর ভাবনায় থিঙ্ক ট্যাঙ্ক। ঘরের মাঠে প্রথম বার দেশের জার্সিতে মাঠে নামবেন মহম্মদ সিরাজ। স্পিন বিভাগে থাকছেন কুলদীপ যাদব আর যুজবেন্দ্র চাহাল। যে কোনও একজনকেই হয়তো দেখা যেতে পারে মাঠে। ম্যাচের দিনই চূড়ান্ত এগারো বেছে নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে টম লাথামের ক্যাপ্টেন্সিতে ভারতে খেলতে এসেছে কিউয়িরা। কনওয়ে, নিকোলস, ফিলিপসের মতো ব্যাটাররা এসেছেন ভারত সফরে। সাউদি, বোল্টরা না এলেও, বোলিং বিভাগে আছেন ফার্গুসন, ডাফিরা।চোট রয়েছে স্পিনার ঈশ সোধির। ব্রেসওয়েল, স্যান্টনার, মিচেলের মতো অলরাউন্ডাররাও এসেছেন নিউজিল্যান্ড দলের সঙ্গে। বিশ্বকাপের বছরে ভারতীয় আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াও একটা চ্যালেঞ্জ কিউয়িদের কাছে। সেটাকে মাথায় রেখেই বিশ্বকাপের প্রস্তুতিতে নিজামের শহরে মাঠে নামছে নিউজিল্যান্ড।