India vs Pakistan, Asia Cup 2022 Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 27, 2022 | 11:38 PM

রবিবার দুবাইতে কোন দল করবে বাজিমাত? তা দেখার অপেক্ষায় রয়েছে কোটি কোটি ক্রিকেটপ্রেমী।

India vs Pakistan, Asia Cup 2022 Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ
জেনে নিন কখন কীভাবে দেখবেন এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ

Follow Us

দুবই: এশিয়া কাপের (Asia Cup 2022) মঞ্চে রবিরাতে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ভারত-পাকিস্তান (India vs Pakistan) রবিবাসরীয় মেগা ম্যাচের অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব। ২০২১ সালে টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে শেষ বার দুই দলের সাক্ষাত হয়েছিল। তাতে ১০ উইকেটে জিতেছিল বাবর আজমের পাকিস্তান। যদিও সেই হারকে পিছনে ফেলে রেখে এগিয়ে গিয়েছে রোহিত শর্মার ভারত। মেন ইন ব্লু-তে পরিস্থিতি আগের থেকে আলাদা। এশিয়া কাপের মঞ্চে এ বার, কুড়ি-বিশের বিশ্বকাপের ম্যাচে হারের বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ পাবেন হিটম্যানরা। সাত বার এশিয়া কাপ জয়ের রেকর্ড রয়েছে ভারতের ঝুলিতে। এই টুর্নামেন্টের সব চেয়ে সফল দল ভারত। অন্যদিকে পাকিস্তান মাত্র ২ বার এই টুর্নামেন্টে জিতেছে। তা সত্ত্বেও কোনওভাবেই বাবরদের হালকাভাবে নিচ্ছেন না রোহিতরা। রবিবার দুবাইতে কোন দল করবে বাজিমাত? তা দেখার অপেক্ষায় রয়েছে কোটি কোটি ক্রিকেটপ্রেমী।

হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে এর আগে এশিয়া কাপে ভারত ও পাকিস্তান মোট ১৪ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৮ বার জিতেছে ভারত। এবং পাকিস্তান জিতেছে ৫ বার। ১টি ম্যাচ অমীমাংসিত।

এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি কবে হবে?

এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি আগামীকাল রবিবার (২৮ অগস্ট) হবে।

এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি কোথায় হবে?

এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি হবে দুবই আন্তর্জাতিক স্টেডিয়ামে।

এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টে নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ৩ ও স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি)। মোবাইলে দেখা যাবে হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটির লাইভ আপডেট পাবেন TV9Bangla ওয়েবসাইটে।

ভারতীয় স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং ও আবেশ খান। স্ট্যান্ডবাই – শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, দীপক চাহার।

পাকিস্তান স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফকর জামান, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, নাসিম শাহ, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির, মহম্মদ হাসনাইন ও হাসান আলি।

 

Next Article