India vs Pakistan, Asia Cup 2022 Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন এশিয়া কাপ সুপার ফোর-এ ভারত বনাম পাকিস্তান ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Sep 03, 2022 | 7:43 PM

এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে যাওয়া দলগুলি হল- ভারত, আফগানিস্তান, পাকিস্তান এবং আয়োজক শ্রীলঙ্কা। গ্রুপ এ-র শীর্ষে থাকা টিম ভারত, গ্রুপ বি-র শীর্ষ দল আফগানিস্তান। সুপার ফোর স্টেজে মোট আটটি ম্যাচ খেলা হবে।

India vs Pakistan, Asia Cup 2022 Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন এশিয়া কাপ সুপার ফোর-এ ভারত বনাম পাকিস্তান ম্যাচ
গ্রাফিক্স: টিভি নাইন বাংলা

Follow Us

কলকাতা: সপ্তাহ না ঘুরতেই এশিয়া কাপে ফের একবার মুখোমুখি ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবীন্দ্র জাডেজাদের দৌলতে এশিয়া কাপের (Asia Cup 2022) অভিযান পাকিস্তানকে হারিয়ে অভিযান শুরু করেছিল ভারত। এরপর হংকংকে হারিয়ে সুপার ফোরে পা রাখে মেন ইন ব্লু। অন্যদিকে প্রথম ম্যাচে হারলেও হংকংকে ১৫৫ রানে দুরমুশ করে বাবর আজমরা সুপার ফোরে পৌঁছে যায়। এশিয়া কাপের শুরু থেকে চোট আঘাতের সমস্যায় ভুগছে টিম ইন্ডিয়া। হংকং ম্যাচের পর হাঁটুর চোট পেয়ে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাডেজা। এদিকে ছন্দে নেই ওপেনার লোকেশ রাহুল। ক্যাপ্টেন রোহিত শর্মাকেও খুব একটা ছন্দে দেখা যায়নি। হংকংয়ের বিরুদ্ধে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে সুপার সানডেতে তাঁর অগ্নিপরীক্ষা।

এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে যাওয়া দলগুলি হল- ভারত, আফগানিস্তান, পাকিস্তান এবং আয়োজক শ্রীলঙ্কা। গ্রুপ এ-র শীর্ষে থাকা টিম ভারত, গ্রুপ বি-র শীর্ষ দল আফগানিস্তান। সুপার ফোর স্টেজে মোট আটটি ম্যাচ খেলা হবে।

  1. ম্যাচ ১, ৩ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা, শারজা
  2. ম্যাচ ২, ৪ সেপ্টেম্বর : ভারত বনাম পাকিস্তান, দুবাই
  3. ম্যাচ ৩, ৬ সেপ্টেম্বর : শ্রীলঙ্কা বনাম ভারত, দুবাই
  4. ম্যাচ ৪, ৭ সেপ্টেম্বর : পাকিস্তান বনাম আফগানিস্তান, শারজা
  5. ম্যাচ ৫, ৮ সেপ্টেম্বর : ভারত বনাম আফগানিস্তান, দুবাই
  6. ম্যাচ ৬, ৯ সেপ্টেম্বর : শ্রীলঙ্কা বনাম পাকিস্তান, দুবাই
  7. ১১ সেপ্টেম্বর : ফাইনাল ম্যাচ, দুবাই

১. কখন রয়েছে ভারত বনাম পাকিস্তান সুপার ফোর ম্যাচ?

৪ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শুরু হবে ম্যাচ।

২. কোথায় খেলা হবে ম্যাচ?

সুপার ফোর স্টেজে ভারত-পাকিস্তান দ্বৈরথ হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।

৩. কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার?

ক্রিকেট অনুরাগীরা ভারত-পাক ম্যাচের সরাসরি সম্প্রচার (Live streaming) দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্ক। এছাড়া ডিজনি হটস্টার অ্যাপে দেখা যাবে ম্যাচ। এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটির লাইভ আপডেট পাবেন TV9Bangla ওয়েবসাইটে।

ভারতের স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং ও আবেশ খান।

পাকিস্তান স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, নাসিম শাহ, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির, মহম্মদ হাসনাইন ও হাসান আলি।

Next Article