এশিয়া কাপে আজ কলম্বোয় ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ।
Image Credit source: Twitter
কলম্বো: চলতি এশিয়া কাপে (Asia Cup 2023) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের উত্তেজনা যেন একটু ফিকে হয়েছে। কারণ বৃষ্টি। ম্যাচে বৃষ্টি বাধা দিলে ক্রিকেটারদের যেমন সমস্যা হয়, সমর্থকদেরও মন ভেঙে যায়। আজ কলম্বোতে এশিয়া কাপ সুপার ফোরে মুখোমুখি ভারত ও পাকিস্তান। এই টুর্নামেন্টে দুই দলের প্রথম সাক্ষাৎ ভালো কাটেনি। বৃষ্টি জল ঢেলে দিয়েছিল ম্যাচের উত্তেজনায়। এ বার এশিয়া কাপের ফিরতি লড়াইয়ে ফের মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। এই ম্যাচেও অবশ্য বরুণদেবের নজর রয়েছে। কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকায় রাখা হয়েছে রিজার্ভ ডে। অর্থাৎ আজ রবিবার ভারত-পাক ম্যাচ না হলে, তা হবে আগামিকাল। রবি-বিকেলে ম্যাচ হবে, নাকি তা গড়াবে রিজার্ভ ডেতে? যা-ই হোক না কেন, তার আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন ভারত-পাক দ্বৈরথে তৈরি হতে পারে যে রেকর্ডগুলি।
কোন কোন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা —
- বিরাট কোহলি – ওডিআইতে ১৩ হাজার রান পূর্ণ করা থেকে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ৯৮ রান দূরে রয়েছেন।
- রোহিত শর্মা – টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ওডিআইতে ১০ হাজার রান পূর্ণ করার সামনে দাঁড়িয়ে রয়েছেন। এই রেকর্ড স্পর্শ করার জন্য রোহিতের প্রয়োজন ৭৮ রান।
- রবীন্দ্র জাডেজা – ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ওডিআইতে উইকেটের ডবল সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে রয়েছেন। এই কীর্তি অর্জন করার জন্য জাড্ডুর চাই আর ৩টি উইকেট।
- মহম্মদ সিরাজ – ভারতের তারকা বোলার সিরাজের ওডিআইতে উইকেটের হাফসেঞ্চুরি পূর্ণ করার জন্য আর চাই ৪টি উইকেট।
- লোকেশ রাহুল – টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার লোকেশ রাহুল ওডিআইতে ২ হাজার রানের রেকর্ডের খুব কাছে রয়েছেন। এই মাইলস্টোন স্পর্শ করতে হলে রাহুলকে আর করতে হবে ১৪ রান।
- বাবর আজম – পাকিস্তানের অধিনায়ক বাবর আজম আর একটি ওডিআই সেঞ্চুরি করলে সৈয়দ আনওয়ারকে ছুঁয়ে ফেলবেন। ওডিআইতে ক্যাচের হাফসেঞ্চুরি পূর্ণ করা থেকে ৫টি ক্যাচ দূরে রয়েছেন।
- শাদাব খান – আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্য়াটে ২০০টি উইকেটের রেকর্ড স্পর্শ করার জন্য শাদাব খানের প্রয়োজন আর ১টি উইকেট।
- ফখর জমান – ৫ হাজার আন্তর্জাতিক রান থেকে ১৩৪ রান দূরে রয়েছেন পাকিস্তানের ফখর জমান।
- ইমাম উল হক – ওডিআই ক্রিকেটে ৩ হাজার রান পূর্ণ করার সামনে রয়েছেন পাকিস্তানের ইমাম উল হক। এই রেকর্ড গড়ার জন্য তাঁর প্রয়োজন ৩৩ রান।