T20 World Cup 2022: মনে পড়ে কেমন ছিল প্রথম টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সেই বোল আউট জয়?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 22, 2022 | 8:15 AM

India vs Pakistan Retro Story: ২০০৭ সালে প্রথম বার ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটের বিশ্বকাপ হয়েছিল। তাতে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

T20 World Cup 2022: মনে পড়ে কেমন ছিল প্রথম টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সেই বোল আউট জয়?
T20 World Cup 2022: মনে পড়ে কেমন ছিল প্রথম টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সেই বোল আউট জয়?
Image Credit source: Twitter

Follow Us

মেলবোর্ন: দেখতে দেখতে আরও একটা ভারত-পাক মহারণ চলে এল। ২২ গজে ভারত-পাকিস্তান (India vs Pakistan) লড়াই মানেই একটা আলাদাই আবহ থাকে ওয়াঘার এ পার, ও পারে। চলতি বছরের এশিয়া কাপে এই দুই দলের সাক্ষাৎ হয়েছিল। এক বার নয়, দু’বার মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার ভারত এবং বাবর আজমের পাকিস্তান। গত বছরের মতো এই দুই চির প্রতিদ্বন্দ্বী দল, এ বারের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2022) যাত্রাও শুরু করবে একে অপরের বিরুদ্ধে খেলে। রবিবার (২৩ অক্টোবর) দুপুরে এমসিজিতে ভারত ও পাকিস্তানের এ বারের মতো কাপযাত্রা শুরু হবে। তার আগে ফিরে দেখা প্রথম বার টি২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে কেমন ছিল ভারতের সেই বোল আউট জয়? তুলে ধরল TV9 Bangla

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত এবং পাকিস্তান মোট দু’বার মুখোমুখি হয়েছিল। ২০০৭ সালের কুড়ি-বিশের বিশ্বকাপে (১৪ সেপ্টেম্বর) ভারত-পাক প্রথম ম্যাচে টসে জিতে শুরুতে মহেন্দ্র সিং ধোনিদের ব্যাট করতে পাঠিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক শোয়েব মালিক। প্রথমে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান তুলেছিলেন ধোনিরা। পাকিস্তানের টার্গেট ছিল ১৪২। শেষ অবধি সেই ম্যাচ টাই হয়েছিল। এর পরই বোল আউট হয়। আর তাতে ৩-০ ব্যবধানে দেতে মেন ইন ব্লু।

এক নজরে ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের সেই বোল আউট…

প্রথম রাউন্ড:

টিম ইন্ডিয়ার হয়ে প্রথম প্রয়াস নিতে এগিয়ে আসেন বীরেন্দ্র সেওয়াগ। ধোনি সেই সময় স্টাম্পের পিছনে অপেক্ষা করছিলেন। হাসি মুখে সেওয়াগ এত দ্রুত গতিতে বল করেন, যা গিয়ে লাগে স্টাম্পে।

অন্যদিকে, পাকিস্তানের হয়ে প্রথম প্রয়াস নিতে এগিয়ে এসেছিলেন ইয়াসির আরাফাত। তিনি ফুল টস বল দেন। যা স্টাম্পে লাগেনি।

দ্বিতীয় রাউন্ড:

১-০ এগিয়ে থাকা অবস্থায় টিম ইন্ডিয়ার হয়ে বল হাতে আসেন হরভজন সিং। বীরুর মতো তিনিও দ্রুত গতিতে নিখুঁত নিশানায় বল করেন। যা গিয়ে সোজা লাগে স্টাম্পে।

২-০ পিছিয়ে থেকে পাকিস্তানের হয়ে চেষ্টা করেন উমর গুল। তিনিও স্টাম্পে বল ছোঁয়াতে পারেননি।

তৃতীয় রাউন্ড:

পরপর দুটো রাউন্ডে বীরু ও ভাজ্জি মেন ইন ব্লু-র হয়ে স্টাম্প নাড়িয়ে দিয়েছিলেন। তৃতীয় প্রয়াস নেওয়ার জন্য বল হাতে এগিয়ে আসেন রবীন উথাপ্পা। তিনিও সফল ভাবে স্টাম্প উড়িয়ে দেন।

উল্টোদিকে থাকা পাকিস্তান প্রবল চাপে ছিল। তৃতীয় প্রয়াসের জন্য সেই সময় এগিয়ে আসেন শাহিদ আফ্রিদি। তিনিও পারেননি বল স্টাম্পে ছোঁয়াতে। যার ফলে বোল আউটে ৩-০ জিতে যায় ভারত।

এখন আর সেই অর্থে বোল আউট নেই। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে বর্তমানে যখন কোনও ম্যাচ টাই হয়, তখন ফলাফল পাওয়ার জন্য সুপার ওভার করা হয়। তবে অতীতে এই প্রথা চালু ছিল না। আগে ছিল বোল আউট প্রথা। সেই নিয়মটি হল, একজন বোলার স্টাম্পকে লক্ষ্য করে বল করবেন, আর একজন উইককেটকিপার স্টাম্পের পিছনে থাকবেন। এখানে কোনও ব্যাটার ক্রিজে থাকবেন না। ৫ বার করে দুই দল সুযোগ পাবে। যে দল যত বেশি বার স্টাম্পে বল ছোয়াতে পারবে, সেই দল বোল আউটে জয়ী হবে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০৭ সালের ভারত-পাক বোল আউটের আগে যে ম্যাচ মারফত বোল আউট সম্পর্কে জেনেছিল ক্রিকেট প্রেমীরা, সেটি হল ২০০৬ সালের ১৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের এক টি২০ ম্যাচ। সেই ম্যাচে অকল্যান্ডে ক্যারিবিয়ানদের ৩-০ হারিয়েছিল কিউয়িরা।

Next Article