India vs Pakistan: ৭-১ নাকি ৬-২, কুড়ি-বিশের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের স্কোরলাইন কী হবে?
T20 World Cup 2024: এসে গিয়েছে ৯ জুন। যে দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ভারত ও পাকিস্তানের ক্রিকেট প্রেমীরা। আজ, রবিবার রাতে নিউ ইয়র্কে হতে চলেছে এ বারের টি-২০ বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। তার আগে ফিরে যাওয়া যাক ভারত ও পাকিস্তানের অতীতের সাক্ষাতে।

কলকাতা: বিশ্বকাপ এলেই নজরে পড়ে পাকিস্তানের ওপর পাল্লা ভারি ভারতের। শুরুটা সেই ২০০৭ সাল থেকে হয়েছে। দুই দল এখনও অবধি মোট ৭ বার টি-২০ বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়েছে। তাতে প্রাপ্তির ঝুলি ভরেছে টিম ইন্ডিয়ারই। পাকিস্তান পাত্তা পায়নি বললেই চলে। কারণ এখনও অবধি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারত-পাক (India vs Pakistan) ম্যাচের স্কোরলাইন ৬-১। এ বার কি মার্কিন মুলুকে রোহিত শর্মার টিম ইন্ডিয়া ৭-১ করবে? নাকি বাবর আজমের গ্রিন আর্মি ৬-২ করবে? জানতে হলে নজর রাখতে হবে আজকের ম্যাচে। তার আগে ফিরে যাওয়া যাক অতীতে।
কুড়ি-বিশের বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান সাক্ষাতের ফলাফল, রইল নিম্নে—
- ২০০৭ সালে ডারবানে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বোল আউটে জিতেছিল টিম ইন্ডিয়া।
- ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনালে জোহানেসবার্গে পাকিস্তানকে ৫ রানে হারিয়েছিল ভারত।
- ২০১২ সালের টি-২০ বিশ্বকাপে কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে জিতেছিল টিম ইন্ডিয়া।
- পাকিস্তানের বিরুদ্ধে ২০১৪ সালে ঢাকাতে কুড়ি-বিশের বিশ্বকাপে ৭ উইকেটে জিতেছিল টিম ইন্ডিয়া।
- ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে ৬ উইকেটে জিতেছিল ভারত।
- ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে দুবাইতে ভারতীয় টিমকে ১০ উইকেটে হারিয়েছিল বাবর আজমের পাকিস্তান। টি-২০ বিশ্বকাপের মঞ্চে এই একবারই মেন ইন ব্লুকে হারিয়েছিল গ্রিন আর্মি।
- ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে মেলবোর্নে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছিল ভারত।
ভারত ও পাকিস্তান এই দুই টিম রবিবার রাত ৮টায় (ভারতীয় সময় অনুসারে) নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে। দুই টিমের ক্রিকেটাররা বিশ্বকাপের লড়াইয়ের জন্য ভালোই প্রস্তুতি নিয়েছেন। এ বার দেখার ম্যাচ জেতে মেন ইন ব্লু নাকি গ্রিন আর্মি।
