IND vs SA, 1st T20 Highlights: ৮ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

| Edited By: | Updated on: Sep 28, 2022 | 10:47 PM

India vs South Africa 2022, 1st T20 LIVE Score Updates in Bengali: ভারত (India) বনাম দক্ষিণ আফ্রিকার (South Africa) দ্বিতীয় টি-২০ (T20) রবিবার। সিরিজে ১-০ এগিয়ে রইল ভারত।

IND vs SA, 1st T20 Highlights: ৮ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল ভারত
গ্রিনফিল্ডে আজ ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্যাচ

তিরুবনন্তপুরম: টি-২০ বিশ্বকাপের আগে কার্যত শেষ মহড়া চলছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ডে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ভারতের (India) তিন ম্যাচের টি-২০ (T20) সিরিজের প্রথম ম্যাচ হল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজে সদ্য ২-১ জিতেছে ভারত। বেশ খানিকটা বাড়তি আত্ববিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল ভারত। হার্দিক পান্ডিয়াকে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। বুমরা পিঠের ব্যথায় প্রথম ম্যাচে খেলতে পারলেন না। পাঁচ বোলারের কম্বিনেশন নিয়ে নামে ভারত। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রোহিত শর্মার। দীপক চাহার-অর্শদীপ সিংয়ের সৌজন্যে শুরুতেই দক্ষিণ আফ্রিকার ৫ উইকেট নিয়ে সুবিধাজনক জায়গায় ভারত। কেশব মহারাজের সৌজন্যে ২০ ওভারে ৮ উইকেটে ১০৬ রান করে দক্ষিণ আফ্রিকা। ভারতের শুরুটা ভালো না হলেও সূর্যকুমার যাদব এবং লোকেশ রাহুল ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। ৮ উইকেটের জয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।

Key Events

স্লগ ওভার সমস্যা মিটল কি?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮ উইকেটের জয়েও এই প্রশ্ন থাকছেই। ৯ রানে ৫ উইকেট নেওয়ার পরও প্রতিপক্ষকে অলআউট করতে পারল না। তিনটি গুরুত্বপূর্ণ জুটি গড়ল দক্ষিণ আফ্রিকা। ২০ ওভারে ৮ উইকেটে করল ১০৬ রান।

রবিচন্দ্রন অশ্বিন

অর্শদীপ, দীপক চাহাররা উইকেট নিয়েছেন। ভারতীয় বোলিংয়ে এই ম্যাচে নজর কাড়লেন অশ্বিনও। উইকেট কলাম খালি থাকলেও ৪ ওভারে ১টি মেডেন সহ অশ্বিন দিয়েছেন মাত্র ৮ রান।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 28 Sep 2022 10:29 PM (IST)

    এক নজরে

    • টসে জিতে ফিল্ডিং নেয় ভারত। মাত্র ৯ রানে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
    • কেশব মহারাজের ইনিংসে ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ১০৬ রান তাদের।
    • ভারতের শুরুও ভালো হয়নি। সুইংয়ে হিমসিম অবস্থা। রোহিত ০, বিরাট ৩ রানে ফেরেন।
    • লোকেশ রাহুল-সূর্যকুমার যাদব ৬৩ বলে ৯৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।
    • রাহুল, সূর্য দু’জনেই অর্ধশতরান করেন।
    • সিরিজের দ্বিতীয় ম্যাচ রবিবার গুয়াহাটিতে।
  • 28 Sep 2022 09:22 PM (IST)

    বিরাটও আউট

    বিরাট কোহলির উইকেটে স্পেল শুরু করলেন অনরিখ নর্টজে। বাড়তি বাউন্সে চমক। বিরক্ত বিরাট।

  • 28 Sep 2022 09:20 PM (IST)

    পাওয়ার প্লে আপডেট

    পাওয়ার প্লে তে ১৭-১। সুইংয়ের সামনে চাপে ভারতও।

  • 28 Sep 2022 09:03 PM (IST)

    অনবদ্য ক্যাচ

    সুইংয়ে বেসামাল রোহিতও। কাগিসো রাবাডার বলে এক হাতে অনবদ্য ক্যাচ কুইন্টন ডি'ককের।

  • 28 Sep 2022 08:54 PM (IST)

    মেডেন

    মাত্র ১০৭ রানের লক্ষ্য। তাড়াহুড়োয় নারাজ ভারতীয় শিবির। প্রথম ওভারে মেডেন কাগিসো রাবাডার।

  • 28 Sep 2022 08:45 PM (IST)

    এক নজরে প্রোটিয়াদের ইনিংস

    • ভারতের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হল তেম্বা বাভুমাদের।
    • শুরু থেকেই হুড়মুড়িয়ে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা।
    • মাত্র ১৫ বলের মোকাবিলা করে ৫ উইকেট খুইয়ে বসে দক্ষিণ আফ্রিকা শিবির।
    • বাভুমাদের বিরুদ্ধে আজ উজ্জ্বল দীপক চাহার, হর্ষল প্যাটেল ও অক্ষর প্যাটেলরা।
    • দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা-সহ আরও তিন ক্রিকেটার শূন্যে ফেরেন সাজঘরে।
    • প্রোটিয়াদের হয়ে কিছুটা লড়াই করেন কেশব মহারাজ, এইডেন মার্করাম ও ওয়েন পার্নেল।
    • ৫ বোলারে আজ খেলল ভারত। অর্শদীপ ৩টি, দীপক ও হর্ষল ২টি এবং অক্ষর ১টি উইকেট পেয়েছেন।
    • আজ কোনও উইকেট পাননি অশ্বিন। তবে ৪ ওভার বল করে ১টি মেডেনসহ মাত্র ৮ রান খরচ করেছেন অ্যাশ।
  • 28 Sep 2022 08:39 PM (IST)

    দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ

    প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৬ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজে ১-০ এগিয়ে যেতে হলে ভারতকে ১২০ বলে তুলতে হবে ১০৭ রান।

  • 28 Sep 2022 08:34 PM (IST)

    মহারাজকে থামালেন হর্ষল

    শেষ ওভারে কেশব মহারাজকে ক্লিন বোল্ড করলেন হর্ষল প্যাটেল। ৩৫ বলে ৪১ রান করে ড্রেসিং রুমে ফিরে গেলেন মহারাজ। প্রোটিয়াদের হয়ে আজ সর্বাধিক রান করেছেন মহারাজই।

  • 28 Sep 2022 08:32 PM (IST)

    দুরন্ত গতিতে এগোচ্ছেন মহারাজ

    খেলা বাকি আর মাত্র ১ ওভারের। দুরন্ত গতিতে হাফসেঞ্চুরির দিকে এগোচ্ছেন কেশব মহারাজ। ৩৪ বলে ৪১ রানে রয়েছেন মহারাজ। শেষ ওভারে আর ৯ রান তুলতে পারলেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মহারাজের প্রথম হাফসেঞ্চুরি হবে।

  • 28 Sep 2022 08:18 PM (IST)

    খেলা বাকি আর ৪ ওভারের

    ১৬ ওভারের খেলা শেষ। এর মধ্যে ৭ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তুলেছে ৭২ রান। পার্নেল ফেরার পর নামলেন কাগিসো রাবাডা।

  • 28 Sep 2022 08:17 PM (IST)

    পার্নেলকে থামালেন অক্ষর

    ওয়েন পার্নেলের উইকেট তুলে নিলেন অক্ষর প্যাটেল। বাউন্ডারি লাইনের কাছে দারুণ ক্যাচ নিলেন সূর্যকুমার যাদব। এক বার বল তালুবন্দি করার পর, তাঁর হাত থেকে সেই বল পড়ে যাচ্ছিল। তবে দ্বিতীয় বার বল ধরতে কোনও ভুল করেননি অক্ষর।

  • 28 Sep 2022 07:58 PM (IST)

    ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৪৮/৬

    খেলা বাকি আর ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ৪৮ রান তুলেছে প্রোটিয়ারা। পাওয়ার প্লে-র মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর অষ্টম ওভারে হর্ষল প্যাটেলের শিকার হন প্রোটিয়াদের টেনে নিয়ে যাওয়া একমাত্র ক্রিকেটার এইডেন মার্করাম।

  • 28 Sep 2022 07:47 PM (IST)

    মার্করাম ফিরলেন সাজঘরে

    এইডেন মার্করামের উইকেট তুলে নিলেন হর্ষল প্যাটেল। অষ্টম ওভারের শেষ বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন মার্করাম। ২৪ বলে ২৫ রান করে সাজঘরে ফিরে গেলেন মার্করাম।

  • 28 Sep 2022 07:39 PM (IST)

    মাত্র ১৫ বলে ৫ উইকেট...

    ২০১৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক টি-২০ ম্যাচে ৩১ বলে পাঁচ উইকেট নিয়েছিলেন ভারতীয় বোলাররা। আর আজ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ১৫ বলেই ৫ উইকেট তুলে নিলেন ভারতীয় বোলাররা। গ্রিনফিল্ডে ভারতীয় পেসারদের দাপট বেশ ভালোই দেখা যাচ্ছে।

  • 28 Sep 2022 07:36 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেটে ৩০।
    • স্কোরবোর্ডে ৯ রান উঠতে না উঠতেই দক্ষিণ আফ্রিকার অর্ধেক ব্যাটিং লাইন আপ গুটিয়ে দিয়েছেন অর্শদীপ-দীপকরা।
    • ক্রিজে রয়েছেন ওয়েন পার্নেল ও এইডেন মার্করাম।
  • 28 Sep 2022 07:21 PM (IST)

    স্তাবসও ফিরলেন শূন্যে

    পর পর উইকেট হারাচ্ছে প্রোটিয়ারা। তৃতীয় ওভারে দীপক চাহার তুলে নিলেন ত্রিস্তান স্তাবসের উইকেট।

  • 28 Sep 2022 07:17 PM (IST)

    দ্বিতীয় ওভারে অর্শদীপের তৃতীয় শিকার মিলার

    এক ওভারে তিন উইকেট হারিয়ে ফেলল প্রোটিয়ারা। ডি'কক এবং রোসোর পর মিলারকে সাজঘরে ফেরালেন অর্শদীপ।

  • 28 Sep 2022 07:14 PM (IST)

    এক ওভারে জোড়া উইকেট হারাল প্রোটিয়ারা

    কুইন্টন ডি'ককের পর রিলি রোসের উইকেট তুলে নিলেন অর্শদীপ সিং। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমার মতো রোসোও ফিরলেন শূন্যে।

  • 28 Sep 2022 07:10 PM (IST)

    ডি'কককে ফেরালেন অর্শদীপ

    পরপর দুই উইকেট হারিয়ে ফেলল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি'ককের উইকেট তুলে নিলেন অর্শদীপ সিং। মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হল ডি'কককে।

  • 28 Sep 2022 07:07 PM (IST)

    বাভুমা আউট

    শুরুতেই ধাক্কা খেল প্রোটিয়ারা। প্রথম ওভারেই তেম্বা বাভুমার উইকেট তুলে নিলেন দীপক চাহার। কোনও রান না করেই মাঠ ছাড়লেন বাভুমা।

  • 28 Sep 2022 07:04 PM (IST)

    দক্ষিণ আফ্রিকার ইনিংস শুরু

    প্রোটিয়াদের হয়ে ওপেনিংয়ে নামলেন অধিনায়ক তেম্বা বাভুমা ও কুইন্টন ডি'কক।

  • 28 Sep 2022 07:02 PM (IST)

    অশ্বিনকে একাদশে নেওয়ার কারণ...

    আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের একাদশে জায়গা পেয়েছেন টিম ইন্ডিয়ার তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

    পড়ুন বিস্তারিত - India vs South Africa: প্রোটিয়া শিবিরে বাঁ-হাতি ব্যাটার আধিক্য, তাহলে কি অশ্বিন?

  • 28 Sep 2022 06:56 PM (IST)

    এক নজরে প্রোটিয়াদের একাদশ

    দক্ষিণ আফ্রিকার একাদশ: তেম্বা বাভুমা, কুইন্টন ডি'কক, রিলি রোসো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ত্রিস্তান স্টাবস, ওয়েন পার্নেল, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, অনরিখ নর্টজে, তাবরাইজ শামসি।

  • 28 Sep 2022 06:53 PM (IST)

    আজ কি ফের বল হাতে দেখা যেতে পারে কোহলিকে?

    তেম্বা বাভুমাদের বিরুদ্ধে পাঁচ বোলার খেলাচ্ছে ভারত। একজন ব্যর্থ হলে ষষ্ঠ বোলার কে! বিরাট কোহলি কি প্রয়োজনে ১-২ ওভার হাত ঘোরাবেন? মোহালিতে অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে নেটে বল করেছেন বিরাট। এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে এক ওভার বোলিং করেছিলেন।

  • 28 Sep 2022 06:42 PM (IST)

    প্রথম টি-২০-তে নেই বুমরা

    মঙ্গলবার অনুশীলনের সময় পিঠে ব্যথা অনুভব করছিলেন ভারতীয় তারকা ক্রিকেটার জসপ্রীত বুমরা। বিসিসিআইয়ের মেডিকেল টিমের তত্ত্ববধানে রয়েছেন বুমরা। তাই তিনি আজকের ম্যাচে খেলছেন না।

  • 28 Sep 2022 06:39 PM (IST)

    এক নজরে মেন ইন ব্লুর একাদশ

    ভারতের একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, দীপক চাহার ও অর্শদীপ সিং।

  • 28 Sep 2022 06:33 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পিচে ঘাস রয়েছে। শুরুতে পেসাররা সাহায্য পাবেন। মাঠকর্মীরা জানিয়েছেন, রাতের দিকে শিশিরও পড়ে। ফলে টস জিতে ফিল্ডিং নিতে ভাবতে হয়নি রোহিতকে।

  • 28 Sep 2022 06:05 PM (IST)

    দুই দলের নজরে কোন প্লেয়াররা

    আজ ভারতীয় টিমে নজরে থাকবেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল ও অর্শদীপ সিং। প্রোটিয়াদের দলে নজরে থাকবেন রিজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, লুনগি এনগিডি ও তাবরাইজ শামসি।

  • 28 Sep 2022 06:05 PM (IST)

    এক নজরে হেড টু হেড

    হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে, ভারত ও দক্ষিণ আফ্রিকা এর আগে টি-২০ ক্রিকেটে মোট ২০ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১১ বার জিতেছে ভারত। আর প্রোটিয়ারা জিতেছে ৮ বার। ১টি ম্যাচ অমীমাংসিত। ভারতের মাটিতে মোট ৯ বার সাক্ষাৎ হয়েছে দুই দলের। যার মধ্যে ৩টি ম্যাচে জিতেছে ভারত এবং ৫টি ম্যাচে জিতেছে প্রোটিয়ারা।

Published On - Sep 28,2022 6:00 PM

Follow Us: