সেঞ্চুরিয়ন: বক্সিং ডে টেস্টের জন্য উত্তেজনায় ফুটছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। দীর্ঘ সময় পর সাদা জার্সিতে দেখা যাবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের। বেশ কিছু তরুণ মুখও রয়েছে স্কোয়াডে। তেমনই টেস্ট ক্রিকেটে ফিরছেন জসপ্রীত বুমরা। চোটের জন্য দীর্ঘ সময় বাইরে ছিলেন বুমরা। টেস্ট খেলা হয়নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্বে এখনও অবধি মাত্র দুটি টেস্ট খেলেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ সফরে সেই সিরিজে পাওয়া যায়নি জসপ্রীত বুমরাকে। এ বার নজরে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট জয়ের ইতিহাস গড়া। গত সফরে অনেকটা কাছে গিয়েও ফিরেছিল ভারত। এ বার প্রথম টেস্টের ভেনু সেঞ্চুরিয়ন। এই মাঠের পরিসংখ্যান কী বলছে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দক্ষিণ আফ্রিকায় কখনও টেস্ট সিরিজ জেতেনি ভারত। এ বার প্রত্যাশা বাড়ছে নানা কারণে। বুমরা অনেক পরিণত। ভারতের সার্বিক বোলিং লাইন আপ খুবই ভালো। ব্যাটিংয়ের ক্ষেত্রেও অনেক এগিয়ে। ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু প্রথম টেস্ট। এই মাঠে তিনটি টেস্ট খেলেছে ভারত। যার দুটি হার, একটি জয়। এই মাঠে দক্ষিণ আফ্রিকার গড় স্কোর ৩১৫ রান। ভারতের ২৫৯।
সেঞ্চুরিয়নে সর্বাধিক ও সর্বনিম্ন স্কোরের পরিসংখ্য়ানটা একটু দেখে নেওয়া যাক। সেঞ্চুরিয়নে সর্বাধিক ৬২১ করেছিল দক্ষিণ আফ্রিকা। ২০২০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই স্কোর তাদের। ইনিংস এবং ৪৫ রানে জিতেছিল প্রোটিয়ারা। এই মাঠে ভারতের সর্বাধিক স্কোর ২০১০ সালে ৪৫৯। তাতেও ইনিংস এবং ২৫ রানে হার ভারতের।
এই মাঠে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর ১১৬। এ বছরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই স্কোর গড়েছিল দক্ষিণ আফ্রিকা। দুরন্ত প্রত্যাবর্তনে শেষ অবধি ৮৭ রানে জিতেওছিল দক্ষিণ আফ্রিকা। আর ভারতের সর্বনিম্ন স্কোর ১৩৬। সেটা ২০১০ সালেই।
সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট রেকর্ড দেখে নেওয়া যাক। তিন বার মুখোমুখি হয়েছে দু-দল। দক্ষিণ আফ্রিকার জয় দুটিতে। ভারত জিতেছে একটি। এ বার স্কোর লাইন সমান করার পালা ভারতের।