IND vs SA, 2nd ODI Highlights: রবিরাতে ধোনির শহরে সিরিজে সমতা ফেরাল ভারত
India vs South Africa 2022, 2nd ODI LIVE Score Updates in Bengali: দেখুন ভারত (India) বনাম দক্ষিণ আফ্রিকার (South Africa) দ্বিতীয় ওয়ান ডে (ODI) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
রাঁচি: দেশের মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে সমতা ফেরাল ভারত (India)। লখনউতে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে হেরেছিল টিম ইন্ডিয়া। সঞ্জু স্যামসন শেষ অবধি লড়াই চালিয়ে গেলেও দলকে জেতাতে পারেননি। ৯ রানে প্রথম ওয়ান ডে ম্যাচে হেরেছিল ভারত। সিরিজে টিকে থাকতে হলে ভারতকে আজ জিততেই হত। আর সেটাই করে দেখাল টিম ইন্ডিয়া। সিরাজ-শাহবাজ-কুলদীপরা ৩০০ রান অবধি পৌঁছতে দেয়নি দক্ষিণ আফ্রিকাকে (South Africa)। ২৭৯ রানের টার্গেট ছিল ভারতের সামনে। দুরন্ত ছন্দে ছিলেন ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার। মাত্র ৭ রানের জন্য শতরান হাতছাড়া হয় ঈশানের। শিখর ধাওয়ানের ডেপুটি শ্রেয়স আইয়ার দায়িত্ব পালন করলেন যথাযথ। ১১৩ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়ে দলকে জিতিয়ে, সিরিজে সমতা ফিরিয়ে মাঠ ছাড়লেন।
LIVE Cricket Score & Updates
-
সিরিজে সমতা ফেরাল ভারত
- প্রোটিয়াদের ৭ উইকেটে হারাল টিম ইন্ডিয়া।
- রবিরাতে ধোনির শহরে সিরিজে সমতা ফেরাল ভারত।
- টিম ইন্ডিয়ার টার্গেট ছিল ২৭৯।
- তৃতীয় উইকেটে ঈশান-শ্রেয়স জুটিতে ওঠে ১৬১ রান।
- মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় ঈশানের।
- ১১৩ রানের অপরাজিত ইনিংস খেলে, দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শ্রেয়স।
- শ্রেয়সকে শেষ বেলায় সঙ্গ দেন সঞ্জু স্যামসন (৩০*)।
- চতুর্থ উইকেটে শ্রেয়স-সঞ্জু জুটিতে ওঠে ৭৩ রান।
-
শ্রেয়সের সেঞ্চুরি
৪৩তম ওভারে কাগিসো রাবাডার দ্বিতীয় বলে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করলেন শ্রেয়স আইয়ার। আন্তর্জাতিক ওয়ান ডে কেরিয়ারে এটি শ্রেয়স আইয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।
-
-
৪০ ওভারে ভারত ২৩৬/৩
- শেষের ১০ ওভারে মেন ইন ব্লু-কে তুলতে হবে ৪৩ রান।
- শ্রেয়স আইয়ার ব্যাট করছেন ৯৫ বলে ৮৯ রানে।
- সঞ্জু স্যামসন রয়েছেন ১৬ বলে ৯ রানে।
-
৩৫ ওভারে ভারত ২১০/৩
- ৩৫ ওভারের খেলা শেষ।
- শেষের ১৫ ওভারে ভারতকে তুলতে ৬৯ রান।
- ক্রিজে শ্রেয়স আইয়ার ও সঞ্জু স্যামসন।
-
অল্পের জন্য ঈশানের প্রথম ওয়ান ডে সেঞ্চুরি হাতছাড়া
আন্তর্জাতিক কেরিয়ারে ওয়ান ডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরির কাছ থেকে ফিরে যেতে হল ভারতের তরুণ তুর্কি ঈশান কিষাণে। ৯৩ রানের মাথায় উইকেট দিয়ে বসলেন ঈশান। ৯৩ রানের দুরন্ত ইনিংস গড়ার পথে ৪টি চার ও ৭টি ছয় এসেছে ঈশানের ব্যাটে।
-
-
৩০ ওভারে ভারত ১৭৭/২
- খেলা বাকি আর ২০ ওভারের।
- ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে ঈশান-শ্রেয়স জুটি।
- দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে জয়ের জন্য ভারতের আর প্রয়োজন ১০২ রান।
-
শ্রেয়স-ঈশানের ১০০ রানের পার্টনারশিপ
২ উইকেট হারিয়ে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া। শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণের ১০০ রানের পার্টনারশিপ পূর্ণ হল।
-
সহ অধিনায়ক শ্রেয়সের হাফসেঞ্চুরি
আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেট কেরিয়ারের ১৩তম হাফসেঞ্চুরি শ্রেয়স আইয়ারের।
-
ঈশানের হাফসেঞ্চুরি
রাঁচিতে দ্বিতীয় ওয়ান ডে-তে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ঈশান কিষাণ। আন্তর্জাতিক ওয়ান ডে কেরিয়ারে ঈশানের এটি তৃতীয় হাফসেঞ্চুরি।
-
১৫ ওভারে ভারত ৭৫/২
- ১৫ ওভারের খেলা শেষ।
- প্রথম ১৫ ওভারে ২ উইকেট খুইয়ে মেন ইন ব্লু তুলেছে ৭৫ রান।
- ক্রিজে শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ।
- সিরিজে সমতা ফেরাতে হলে টিম ইন্ডিয়াকে এর পরের ৩৫ ওভারে তুলতে হবে ২০৪ রান।
-
১০ ওভারে ভারত ৫৫/২
- খেলা বাকি ৪০ ওভারের।
- প্রথম ১০ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া।
- স্কোরবোর্ডে ভারত তুলেছে ৫৫ রান।
- সিরিজে সমতা ফেরাতে হলে ভারতকে এখনও তুলতে হবে ২২৪ রান।
-
গিল আউট
শুভমন গিলের উইকেট তুলে নিলেন কাগিসো রাবাডা। নবম ওভারের পঞ্চম বলে রাবাডার হাতেই ক্যাচ আউট হলেন গিল। ২৬ বলের মোকাবিলা করে ২৮ রান করে গেলেন তিনি।
-
পার্নেল ফেরালেন ভারত অধিনায়ককে
ষষ্ঠ ওভারের শেষ বলে ভারত অধিনায়ক শিখর ধাওয়ানের উইকেট তুলে নিলেন ওয়েন পার্নেল। ২০ বলে ১৩ রান করে মাঠ ছাড়লেন শিখর।
-
৫ ওভারে ভারত ২৬/০
- প্রথম ৫ ওভারের খেলা শেষ।
- কোনও উইকেট না হারিয়ে টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি শুরুতে তুলেছে ২৬ রান।
- অধিনায়ক শিখর ধাওয়ান ব্যাট করছেন ১৬ বলে ১২ রানে।
- অপর ওপেনার শুভমন গিল ব্যাট করছেন ১৪ বলে ১২ রানে।
-
ভারতের ইনিংস শুরু
টিম ইন্ডিয়ার টার্গেট ২৭৯। রান তাড়া করতে নামলেন শিখর ধাওয়ান ও শুভমন গিল।
-
দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ
- রাঁচিতে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক কেশব মহারাজ।
- প্রথমে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ২৭৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
- তৃতীয় উইকেটে রিজা হেন্ড্রিক্স ও এইডেন মার্করাম জুটিতে তোলেন ১২৯ রান।
- দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক রান করেছেন এইডেন মার্করাম (৭৯)। দ্বিতীয় সর্বাধিক রান এসেছে (৭৪) রিজা হেন্ড্রিক্সের ব্যাটে।
- ভারতের হয়ে ৩টি উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। ১টি করে উইকেট পেয়েছেন শাহবাজ আহমেদ, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব ও শার্দূল ঠাকুর। ৭ ওভার বোলিং করেও কোনও উইকেট পাননি আবেশ খান।
- ভারতের টার্গেট ২৭৯।
-
পার্নেল আউট
ওয়েন পার্নেলের উইকেট তুলে নিলেন শার্দূল ঠাকুর। ২২ বলে ১৬ রান করে মাঠ ছাড়লেন পার্নেল।
-
প্রোটিয়াদের ইনিংস বাকি আর ১০ ওভারের
৪০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেটে ২২১। ক্রিজে ওয়েন পার্নেল ও ডেভিড মিলার। পার্নেল ব্যাট করছেন ৩ বলে ৩ রানে। ৭ বল খেলে মিলার তুলেছেন ৩ রান।
-
অবশেষে মার্করাম ফিরলেন সাজঘরে
৩৯তম ওভারের দ্বিতীয় বলে এইডেন মার্করামের উইকেট তুলে নিলেন ওয়াশিংটন সুন্দর। ৮৯ বলের মোকাবিলা করে ৭৯ রান করে মাঠ ছাড়লেন মার্করাম। ৭৯ রানের ইনিংস গড়ার পথে মার্করামের ব্যাট থেকে এসেছে ৭টি চার ও ১টি ছয়।
-
ক্লাসেন আউট
ভারতকে চতুর্থ সাফল্য এনে দিলেন কুলদীপ যাদব। ২৬ বলে ৩০ রান করে মাঠ ছাড়লেন হেনরিখ ক্লাসেন। তাঁর ব্যাট থেকে এসেছে ২টি চার ও ২টি ছয়।
-
দক্ষিণ আফ্রিকার দলগত ২০০
৩৭তম ওভারে আবেশ খানের দ্বিতীয় বলে চার মেরে দক্ষিণ আফ্রিকার দু’শোর গণ্ডি পূরণ করলেন হেনরিখ ক্লাসেন।
-
খেলা বাকি আর ১৫ ওভারের
৩৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ১৯২। ক্রিজে এইডেন মার্করাম ও হেনরিখ ক্লাসেন। মার্করাম ব্যাট করছেন ৮২ বলে ৭৪ রানে। ক্লাসেন রয়েছেন ১৩ বলে ১২ রানে।
-
রিজা ফিরলেন প্যাভিলিয়নে
অবশেষে ভারতকে তৃতীয় উইকেট এনে দিলেন মহম্মদ সিরাজ। বিধ্বংসী এইডেন-রিজা জুটিকে ভাঙলেন সিরাজ। ৭৪ রান করে মাঠ ছাড়লেন রিজা। ৯টি চার ও ১টি ছয় দিয়ে সাজানো ছিল রিজার এই দুরন্ত ইনিংস।
-
৩০ ওভারে প্রোটিয়ারা তুলেছে ১৫৭ রান
দক্ষিণ আফ্রিকার ইনিংস বাকি এখনও ২০ ওভারের। ৩০ ওভার শেষে স্কোরবোর্ডে নজর রাখলে দেখা যাবে মাত্র ২টি উইকেট পেয়েছেন সিরাজ-শাহবাজরা। তারপর থেকে চলছে এইডেন-রিজা শো। ৩০ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৫৭/২
-
এইডেন-রিজার ১০০ রানের পার্টনারশিপ
রীতিমতো দাপট দেখিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে এইডেন-রিজা জুটি। ১৮ ওভার একসঙ্গে মাঠে কাটিয়ে ১০০ রানের পার্টনারশিপ গড়ল এইডেন-রিজা জুটি।
-
মার্করামের হাফসেঞ্চুরি
টিম ইন্ডিয়ার বিরুদ্ধে রাঁচিতে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন প্রোটিয়া তারকা এইডেন মার্করাম। তাঁর আন্তর্জাতিক ওয়ান ডে কেরিয়ারের পঞ্চম হাফসেঞ্চুরি এটি।
LOOKING GOOD AIDEN ?
A fifth ODI half-century for Aiden Markram as he starts to increase his scoring rate#INDvSA #BePartOfIt pic.twitter.com/uTiLWuMdZw
— Proteas Men (@ProteasMenCSA) October 9, 2022
-
রিজার হাফসেঞ্চুরি
ভারতের বিরুদ্ধে রাঁচিতে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে হাফসেঞ্চুরি রিজা হেন্ড্রিক্সের। রিজার আন্তর্জাতিক ওয়ান ডে কেরিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি এটি। ২৬তম ওভারে সিঙ্গলস নিয়ে অর্ধশতরান পূর্ণ করলেন রিজা।
BAT ON REEZA ?
Reeza Hendricks had knocked the ball around at will and raises his bat for a fourth ODI half-century#INDvSA #BePartOfIt pic.twitter.com/KIruaA3ynd
— Proteas Men (@ProteasMenCSA) October 9, 2022
-
২৫ ওভারের খেলা শেষ
দ্বিতীয় একদিনের ম্যাচে প্রোটিয়াদের ইনিংসের ২৫ ওভারের খেলা শেষ। এইডেন-রিজা জুটিকে ক্রিজ থেকে টলাতে পারছেন না কুলদীপরা। ২৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ১২২।
-
দঃআফ্রিকার দলগত ১০০ রান পূর্ণ
এইডেন-রিজা জুটিকে ভাঙতে পারছেন না ভারতীয় বোলাররা। এই জুটিতে ভর করে ১০০ রানের গণ্ডি টপকে গেল দক্ষিণ আফ্রিকা
-
এইডেন-রিজার ৫০ রানের পার্টনারশিপ
এইডেন মার্করাম ও রিজা হেন্ড্রিক্স এগিয়ে নিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। মার্করাম-হেন্ড্রিক্সের ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ
-
১৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ৬০/২
এইডেন মার্করাম ও রিজা হেন্ড্রিক্স জুটিতে এগোচ্ছে প্রোটিয়ারা। প্রথম ১৫ ওভারের খেলা শেষ। এই মুহূর্তে ২ উইকেট খুইয়ে স্কোরবোর্ডে ৬০ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।
-
১০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৪০/২
রাঁচিতে চলছে দ্বিতীয় একদিনের ম্যাচ। প্রোটিয়াদের ইনিংসের প্রথম ১০ ওভারের খেলা শেষ। ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে দক্ষিণ আফ্রিকা তুলেছে ৪০ রান।
-
শাহবাজের প্রথম আন্তর্জাতিক ওয়ান ডে উইকেট
১০তম ওভারের পঞ্চম বলে জানেমন মালানের উইকেট তুলে নিলেন শাহবাজ আহমেদ। আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয়েছে শাহবাজ আহমেদের।
পড়ুন বিস্তারিত: India vs South Africa: অপেক্ষার ইতি, আন্তর্জাতিক অভিষেক বাংলার শাহবাজের
-
ডি’কক আউট
শুরুতেই দক্ষিণ আফ্রিকাকে ধাক্কা দিলেন মহম্মদ সিরাজ। তৃতীয় ওভারের প্রথম বলেই কুইন্টন ডি’ককের উইকেট তুলে নিলেন সিরাজ। ৫ রান করে মাঠ ছাড়লেন প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটার।
-
প্রোটিয়াদের ইনিংস শুরু
রাঁচিতে শুরু হল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ। দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেনিংয়ে নামলেন জানেমন মালান ও কুইন্টন ডি’কক।
-
ভারতের একাদশ
ভারতীয় দলে আজ দুই পরিবর্তন।
এক নজরে দেখে নিন ভারতের একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও আবেশ খান।
-
প্রোটিয়াদের একাদশ
তেম্বা বাভুমা ও তাবরাইজ শামসি অসুস্থ থাকার জন্য প্রোটিয়া দলে দুটি পরিবর্তন হয়েছে।
এক নজরে দেখে নিন দক্ষিণ আফ্রিকার একাদশ: জানেমন মালান, কুইন্টন ডি’কক, রিজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, ওয়েন পার্নেল, কেশব মহারাজ (অধিনায়ক), কাগিসো রাবাডা, লুনগি এনগিডি ও বিয়ন ফরচুন।
-
টস আপডেট
তেম্বা বাভুমার জায়গায় শিখর ধাওয়ানের সঙ্গে টস করতে এলেন কেশব মহারাজ। টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন কেশব।
Keshav Maharaj has won the toss and opted to bat in the second #INDvSA ODI ? pic.twitter.com/6c9TpUreVS
— ICC (@ICC) October 9, 2022
-
ডেবিউ হল শাহবাজ আহমেদের
আজ প্রোটিয়াদের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হল শাহবাজ আহমেদের।
-
লখনউয়ের মতো রাঁচিতেও তাড়া করছে বৃষ্টি
সিরিজে ইতিমধ্যেই পিছিয়ে। সিরিজ বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে। প্রথম ম্যাচ হারলেও শ্রেয়স-সঞ্জু স্যামসন, শার্দূলদের লড়াই ইতিবাচক দিক।
পড়ুন বিস্তারিত: India vs South Africa: সিরিজ বাঁচানোর ম্যাচ ভারতের, তাড়া করছে বৃষ্টিও
-
মেন ইন ব্লুর প্রস্তুতি পূর্ণ
আজ রাঁচিতে প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া। তার প্রস্তুতি পূর্ণ ধাওয়ানদের।
Preps ✅#TeamIndia geared up for the 2️⃣nd ODI against South Africa. ?#INDvSA pic.twitter.com/6sR45OvKsp
— BCCI (@BCCI) October 9, 2022
Published On - Oct 09,2022 12:30 PM