India vs South Africa 2nd ODI Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 21, 2022 | 9:00 AM

পার্লে আজ ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা।

India vs South Africa 2nd ODI Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ
পার্লে আজ ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা

Follow Us

পার্ল: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত (India)। আজ পার্লে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছেন লোকেশ রাহুল ও তেম্বা বাভুমারা। প্রোটিয়া সফরে ভারত প্রথম টেস্টে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ শুরু করেছিল। তবে দ্বিতীয় ম্যাচেই জো’বার্গে কামব্যাক করেছিল এলগারের দল। পার্লে প্রথম ম্যাচে হারলেও, এ বার ওয়ান ডে সিরিজে ভারতের কামব্যাকের পালা। আজকের ম্যাচটা ভারতের কাছে কার্যত ডু অর ডাই ম্যাচ। আজ জিততে পারলে সিরিজে সমতা ফেরাতে পারবে মেন ইন ব্লু। আইসিসির ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে ৪ নম্বরে রয়েছে ভারত এবং ৫ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৩৫বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে ২৩ বার জিতেছে প্রোটিয়ারা এবং ১০ বার জিতেছে ভারত। ২ বার কোনও ফলাফল পাওয়া যায়নি।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি কবে শুরু হবে?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি আজ শুক্রবার (২১ জানুয়ারি) হবে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি কোথায় হবে?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয়ো ওয়ান ডে ম্যাচটি পার্লের বোল্যান্ড পার্ক স্টেডিয়ামে (Boland Park, Paarl) হবে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি শুরু হবে দুপুর ২.০০ টো নাগাদ। ম্যাচের আগে ১.৩০ মিনিটে টস হবে।

কোথায় দেখা যাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে।

Next Article