IND vs SA, 3rd T20 Highlights: ভারত অলআউট ১৭৮ রানে, দক্ষিণ আফ্রিকা ৪৯ রানে জয়ী

| Edited By: | Updated on: Oct 04, 2022 | 10:57 PM

India vs South Africa 2022, 3rd T20 LIVE Score Updates in Bengali: দেখুন ভারত (India) বনাম দক্ষিণ আফ্রিকার (South Africa) তৃতীয় টি-২০ (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

IND vs SA, 3rd T20 Highlights: ভারত অলআউট ১৭৮ রানে, দক্ষিণ আফ্রিকা ৪৯ রানে জয়ী
Image Credit source: OWN Photograph

ইন্দোর : বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শেষ হল হার দিয়ে। ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) তিন ম্যাচের টি ২০ সিরিজ আগেই জিতেছিল ভারত। ইন্দোরে শেষ ম্যাচে ৪৯ রানে হার ভারতের। তবে প্রাপ্তির ভাঁড়ার একে বারে শূন্য নয়। লোয়ার অর্ডারে দীপক চাহার অনবদ্য ব্যাটিং করেন। সিরিজ আগেই নিশ্চিত হওয়ায় লোকেশ রাহুল, বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। চোটের কারণে খেলানো হল না অর্শদীপ সিংকেও। এশিয়া কাপ থেকে ভারতীয় ব্যাটিং ধারাবাহিক ভালো পারফর্ম করছিল। ইন্দোরে ব্যর্থ টপ অর্ডার। চারে নেমে ক্যামিও ইনিংস দীনেশ কার্তিকের। শেষ দিকে দীপক চাহারের ১৭ বলে ৩১ রান। তবে বোলিং নিয়ে চিন্তা কাটল না। টসে হেরে প্রথমে ব্য়াট করে ২২৮ রানের বড় লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা। অতি আগ্রাসী ব্য়াটিংয়ে দ্রুত উইকেট হারায় ভারত। শেষ অবধি ৪৯ রানে হার। ফিল্ডিংও খুব খারাপ হল ভারতের।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 04 Oct 2022 10:49 PM (IST)

    এক নজরে

    • সিরিজ আগেই জিতেছিল ভারত। শেষ ম্যাচে হার।
    • ২২৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৭৮ রানে অলআউট ভারত।
    • দীনেশ কার্তিকের ক্যামিও ইনিংসের পাশাপাশি প্রাপ্তি লোয়ার অর্ডার ব্যাটিং।
    • দীপক চাহার ১৭ বলে ৩১ রান করেন।
    • দক্ষিণ আফ্রিকা জিতল ৪৯ রানে।
    • ভারত সিরিজ জিতল ২-১
  • 04 Oct 2022 09:43 PM (IST)

    নাটকীয় মুহূর্ত

    ক্যাচ মিস, রান আউটও মিস। ক্রিজে হর্ষল ও অক্ষর প্যাটেল

  • 04 Oct 2022 09:09 PM (IST)

    চারে কার্তিক

    ব্যাটিং অর্ডারে পরিবর্তন। রোহিত-ঋষভ ওপেন করেন। দু-ওভারেই মধ্যেই ফেরেন রোহিত ও তিনে নামা শ্রেয়স। চারে নামানো হয় দীনেশ কার্তিককে। তাঁকে কিছুটা সময় দেওয়ার লক্ষ্যেই এমন পরিকল্পনা। বাউন্ডারিতে রানের খাতা খুললেন কার্তিক।

  • 04 Oct 2022 09:03 PM (IST)

    দ্বিতীয় বলে ধাক্কা

    ২২৮ রানের লক্ষ্যে নেমে দ্বিতীয় বলেই রোহিতের উইকেট হারাল ভারত। ওভারের শেষ বলে অল্পের জন্য বাঁচলেন তিনে নামা শ্রেয়স আইয়ারও।

  • 04 Oct 2022 08:49 PM (IST)

    এক নজরে

    • টসে জিতে ফিল্ডিং নেয় ভারত
    • বাভুমা দ্রুত ফেরেন।
    • কুইন্টন ডি'কক, রিলি রোসো বিধ্বংসী ইনিংস। কুইন্টন অর্ধশতরান করেন।
    • কেরিয়ারের প্রথম শতরান করলেন রোসো।
    • ভারতের জন্য লক্ষ্য ২২৮।
    • ক্যাচ মিস, খারাপ ফিল্ডিংও দায়ী।
    • মাত্র ৫ ওভার স্পিন বোলিং ব্যবহার করলেন রোহিত।
  • 04 Oct 2022 08:40 PM (IST)

    রোসোর শতরান

    গত ম্যাচে ডেভিড মিলার। ইন্দোরে রিলি রোসো। মাত্র ৪৮ বলে ৭টি বাউন্ডারি এবং ৮টি ছয়ে শতরানে রোসো। তাঁর কেরিয়ারের সর্বাধিক স্কোর।

  • 04 Oct 2022 08:17 PM (IST)

    নন স্ট্রাইকার রান আউট সতর্কবার্তা

    নন স্ট্রাইকারে ত্রিস্তান স্টাবস, ক্রিজ ছেড়ে এগিয়ে ছিলেন। দীপক চাহার বোলিং থামিয়ে তাঁকে আউট করার সতর্কবার্তা দেন। চাইলে আউট করতেই পারতেন। যদিও করেননি।

  • 04 Oct 2022 08:01 PM (IST)

    অবশেষে উইকেট

    শ্রেয়স আইয়ারের অনবদ্য থ্রো। রানআউট কুইন্টন ডি'কক। ১২০ রানে দ্বিতীয় উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার। ৪৩ বলে ৬৮ রানের অনবদ্য ইনিংস। পরের বলেই ক্যাচ ফসকালেন দীনেশ কার্তিক। ম্যাচের দ্বিতীয় ক্যাচ মিস।

  • 04 Oct 2022 07:29 PM (IST)

    পাওয়ার প্লে

    পাওয়ার প্লে-তে ১ উইকেটে ৪৮। স্পেলের প্রথম ওভারে ১৩ রান দিয়েছিলেন সিরাজ। পাওয়ার প্লে-র পর দারুণ শুরু...

  • 04 Oct 2022 07:22 PM (IST)

    উমেশ-উইকেট

    তেম্বা বাভুমার উইকেট নিয়ে স্পেল শুরু উমেশ যাদবের। প্রতিপক্ষ অধিনায়কের ক্যাচ নেন ভারত অধিনায়ক রোহিত।

  • 04 Oct 2022 07:18 PM (IST)

    শেষ থেকে শুরু...

    গত ম্যাচে অনবদ্য ইনিংসে অপরাজিত ছিলেন কুইন্টন ডি'কক। সেখান থেকেই যেন শুরু করলেন। বিধ্বংসী ব্যাটিং কুইন্টনের।

  • 04 Oct 2022 06:34 PM (IST)

    একাদশ আপডেট

    ভারত : রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, উমেশ যাদব, হর্ষল প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, দীপক চাহার

    দক্ষিণ আফ্রিকা একাদশে একটিই পরিবর্তন

    দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি'কক, তেম্বা বাভুমা, রিলি রোসো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ত্রিস্তান স্টাবস, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, ডোয়েন প্রিটোরিয়াস, লুনগি এনগিডি

  • 04 Oct 2022 06:32 PM (IST)

    টস আপডেট

    টসে জিতলেন রোহিত শর্মা। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রোহিতের। ভারতীয় একাদশে তিনটি পরিবর্তন। শ্রেয়স, সিরাজ, উমেশ খেলছেন। বিরাট, রাহুল, অর্শদীপ বিশ্রামে।

  • 04 Oct 2022 06:31 PM (IST)

    বার্থ ডে বয়

    রোহিত শর্মার ওপেনিং সঙ্গী হয়তো বার্থ ডে বয় ঋষভ পন্থ। কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে চিত্রটা।

  • 04 Oct 2022 06:29 PM (IST)

    পিচ রিপোর্ট

    ছোট মাঠ। উইকেটের পিছনে ৫৬ মিটার বাউন্ডারি। ব্যাটিং সহায়ক পিচ। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই মাঠে ২৬০-৫ করেছিল ভারত। আন্তর্জাতিক টি ২০ তে ভারতের সর্বাধিক স্কোর। ৪৩ বলে ১১৮ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা।

  • 04 Oct 2022 06:12 PM (IST)

    ছক্কায় ছয়লাপ

    গত বিশ্বকাপের পর থেকে খেলা টি ২০ তে ভারত ছয় মেরেছে ২৫০টি। ইন্দোরেও ব্যাটিং পিচ। গত দুই ভেনুর তুলনায় মাঠও ছোট।

  • 04 Oct 2022 06:10 PM (IST)

    মিশন বিশ্বকাপ

    টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ফরম্যাটে শেষ আন্তর্জাতিক ম্যাচ। পাঁচ বছর আগে ইন্দোরে ইতিহাস গড়েছিল ভারত। শতরান করেছিলেন রোহিত শর্মা। হিটম্যানের নামার অপেক্ষায় ইন্দোর...।

Published On - Oct 04,2022 6:00 PM

Follow Us: