India vs South Africa 3rd T20 Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-২০ ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 03, 2022 | 6:00 PM

আগামীকাল, মঙ্গলবার তেম্বা বাভুমাদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ ক্লিন সুইপের লক্ষ্য নিয়ে নামবেন রোহিতরা।

India vs South Africa 3rd T20 Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-২০ ম্যাচ
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ

Follow Us

ইন্দোর: রবিরাতে সিরিজ পকেটে পুরে ফেলেছে রোহিত শর্মার ভারত (India)। ফলে আগামীকালের ম্যাচটা নিয়মরক্ষার। তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে পাহাড় প্রমাণ রান তাড়া করার শেষ চেষ্টা করেও, হতাশ হতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে (South Africa)। আগামীকাল, মঙ্গলবার ক্লিন সুইপের লক্ষ্য নিয়ে নামবেন রোহিতরা। রবিবাসরীয় ম্যাচে, বিরাটদের প্রথমে ব্যাট করতে পাঠান প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারত তোলে ২৩৭ রান। বর্ষাপাড়া স্টেডিয়ামে ভারতের টপ অর্ডার দারুণ পারফর্ম করেছে। ২২ বলে সূর্যকুমার যাদব করেন ৬১ রান। ২৮ বলে লোকেশ রাহুল করে যান ৫৭ রান। অধিনায়ক রোহিত শর্মা ৩৭ বলে ২৮ বলে ৪৩ করেন। ৪৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বিরাট এবং ১৭ রানে নট আউট ছিলেন দীনেশ কার্তিক। টি-২০ বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার এমন শক্তিশালী ব্য়াটিং পারফরম্যান্স ভারতকে খানিকটা আশা দেবে। রোহিত না স্বীকার করলেও টিম ইন্ডিয়ার বোলিং বিভাগ নিয়ে একটা চিন্তা থাকবেই। দুই ম্যাচে হেরে গিয়ে, সিরিজ খুইয়ে বসেছেন মিলাররা। গত ম্যাচে সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি মিলার। এ বার ইন্দোরে প্রোটিয়াদের লক্ষ্য থাকবে হোয়াইটওয়াশ এড়ানো।

হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে, ভারত ও দক্ষিণ আফ্রিকা এর আগে টি-২০ ক্রিকেটে মোট ২২ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১৩ বার জিতেছে ভারত। আর প্রোটিয়ারা জিতেছে ৮ বার। ১টি ম্যাচ অমীমাংসিত। ভারতের মাটিতে মোট ১১ বার সাক্ষাৎ হয়েছে দুই দলের। যার মধ্যে ৫টি ম্যাচে জিতেছে ভারত এবং ৫টি ম্যাচে জিতেছে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকা সিরিজের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্য়াটেল, অর্শদীপ সিং, মহম্মদ সামি, হর্ষল প্য়াটেল, দীপক চাহার, মহম্মদ সিরাজ, শাহবাজ আহমেদ।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-২০ ম্যাচটি কবে হবে?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-২০ ম্যাচটি আগামীকাল মঙ্গলবার (৪ অক্টোবর) হবে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-২০ ম্যাচটি কোথায় হবে?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-২০ ম্যাচটি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে হবে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-২০ ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-২০ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা নাগাদ। ম্যাচের আগে ৬.৩০ মিনিটে টস হবে।

কোথায় দেখা যাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের প্রতিটি লাইভ স্ট্রিমিং। এ ছাড়াও ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

Next Article