IND vs SA 3rd Test Day 2 Highlights: মায়াঙ্ক-রাহুলের উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়া ৫৭/২

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 12, 2022 | 9:40 PM

India vs South Africa 3rd Test Day 2 Live Score: কেপ টাউনে তৃতীয় টেস্টে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা।

IND vs SA 3rd Test Day 2 Highlights: মায়াঙ্ক-রাহুলের উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়া ৫৭/২
কেপ টাউনে মুখেমুখি বিরাট-ডিন

Follow Us

কেপ টাউন: আজ ছিল ভারত-দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) তিন ম্যাচের টেস্ট (Test) সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন। টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম দিনের প্রথম ইনিংস শেষ হয়ে যায় কোহলিদের। তৃতীয় সেশনের পুরোটা খেলতে পারেনি টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ২২৩ রানে গুটিয়ে গেল ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ রান করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৭৯। ভিকে সেঞ্চুরি পেলেন না ঠিকই, কিন্তু ৭৯ রানের ইনিংসটা দলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ভারতের প্রথম ইনিংসে ৫ প্রোটিয়া বোলারই উইকেট পেয়েছেন। ৫০তম টেস্ট ম্যাচ খেলতে নামা কাগিসো রাবাডা পেয়েছেন ৪টি উইকেট। ৩টি উইকেট পেয়েছন মার্কো জেনসেন। ১টি করে উইকেট পেয়েছেন কেশব মহারাজ, লুনগি এনগিডি এবং ডুয়ান অলিভিয়ের।

দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় দিন ২১০ রানে আটকে দিল টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ রান করেছেন কেগান পিটারসেন (৭২)। ৫টি উইকেট নিয়েছেন জশপ্রীত বুমরা। ২টি করে উইকেট পেয়েছেন মহম্মদ সামি ও উমেশ যাদব। কোনও উইকেট পাননি রবিচন্দ্রন অশ্বিন।

দ্বিতীয় দিন ভারত দ্বিতীয় ইনিংসের ১৭ ওভার ব্যাট করেছে। মায়াঙ্ক আগরওয়াল ও কেএল রাহুলের উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে ভারত। ক্রিজে বিরাট কোহলি (১৪*) ও চেতেশ্বর পূজারা (৯*)।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 12 Jan 2022 09:33 PM (IST)

    দ্বিতীয় দিনের খেলা শেষ

    কেপ টাউন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ। ক্রিজে বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা। দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ১৭ ওভারে খেলেছে টিম ইন্ডিয়া। ২ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে ভারত।

  • 12 Jan 2022 09:25 PM (IST)

    ১৫ ওভারে ভারত ৫৭/২

    ক্রিজে কোহলি-পূজারা। ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে ভারত।


  • 12 Jan 2022 09:02 PM (IST)

    ১০ ওভারে ভারত ৩৬/২

    ক্রিজ বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা। ১০ ওভারের খেলা হয়ে গিয়েছে। ২ উইকেট হারিয়ে ভারত তুলেছে ৩৬ রান

  • 12 Jan 2022 08:46 PM (IST)

    কেএল রাহুল আউট

    মায়াঙ্ক আগরওয়ালের পর কেএল রাহুলের উইকেট হারাল টিম ইন্ডিয়া। মার্কো জেনসেন প্রোটিয়াদের এনে দিলেন দ্বিতীয় উইকেট। ১০ রান করে মাঠ ছাড়লেন রাহুল।

  • 12 Jan 2022 08:41 PM (IST)

    ৫ ওভারে ভারত ২০/১

    কেপ টাউন টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশন চলছে। দ্বিতীয় ইনিংসে ৫ ওভার খেলেছে টিম ইন্ডিয়া। তবে ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের উইকেট হারিয়ে ফেলেছে ভারত।

  • 12 Jan 2022 08:39 PM (IST)

    মায়াঙ্ক আউট

    কাগিসো রাবাডার বলে আউট হলেন মায়াঙ্ক আগরওয়াল। ৭ রান করে সাজঘরে ফিরলেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক।

  • 12 Jan 2022 08:16 PM (IST)

    ভারতের দ্বিতীয় ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল।

  • 12 Jan 2022 08:06 PM (IST)

    দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ

    ভারত প্রথম ইনিংসে ২২৩ রান তুলেছিল। দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় দিন ২১০ রানে আটকে দিল টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ রান করেছেন কেগান পিটারসেন (৭২)। ৫টি উইকেট নিয়েছেন জশপ্রীত বুমরা। ২টি করে উইকেট পেয়েছেন মহম্মদ সামি ও উমেশ যাদব। কোনও উইকেট পাননি রবিচন্দ্রন অশ্বিন।

  • 12 Jan 2022 07:45 PM (IST)

    রাবাডা আউট

    কাগিসো রাবাডা ১৫ রান করে সাজঘরে ফিরলেন। নবম উইকেট হারাল প্রোটিয়ারা।

  • 12 Jan 2022 07:39 PM (IST)

    ৭০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৯৭/৮

    ক্রিজে কাগিসো রাবাডা ও ডুয়ান অলিভিয়ের। ৭০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৭ রান তুলেছে প্রোটিয়ারা।

  • 12 Jan 2022 07:13 PM (IST)

    ৬৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৭৯/৮

    তৃতীয় সেশনের খেলা চলছে। ৮ উইকেট হারিয়ে ৬৫ ওভারে দক্ষিণ আফ্রিকা তুলেছে ১৭৯ রান

  • 12 Jan 2022 07:11 PM (IST)

    পিটারসেন আউট

    কেগান পিটারসেনের উইকেট তুলে নিলেন জশপ্রীত বুমরা। আট নম্বর উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ৭২ রান করে মাঠ ছাড়লেন পিটারসেন।

  • 12 Jan 2022 06:55 PM (IST)

    চা বিরতি

    চা বিরতিতে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭ উইকেটে ১৭৬। এই মুহূর্তে ভারতের থেকে ৪৭ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

  • 12 Jan 2022 06:44 PM (IST)

    মার্কো জেনসেন আউট

    জশপ্রীত বুমরা ফেরালেন মার্কো জেনসেনকে। ৭ রান করে সাজঘরে ফিরলেন জেনসেন।

  • 12 Jan 2022 06:19 PM (IST)

    কাইল ভেরেইন আউট

    বাভুমার পর কাইল ভেরেইনের উইকেট হারাল প্রোটিয়ারা। মহম্মদ সামি ভারতকে এনে দিলেন ষষ্ঠ সাফল্য।

  • 12 Jan 2022 06:08 PM (IST)

    বাভুমাকে ফেরালেন সামি

    তেম্বা বাভুমার উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ২৮ রান করে মহম্মদ সামির বলে, বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন বাভুমা।

  • 12 Jan 2022 06:06 PM (IST)

    ৫৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৫৫/৪

    ৪ উইকেট হারিয়ে এগিয়ে চলেছে দক্ষিণ আফ্রিকা।

  • 12 Jan 2022 05:50 PM (IST)

    ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৪৩/৪

    ক্রিজে তেম্বা বাভুমা ও কেগান পিটারসেন। দ্বিতীয় সেশনের খেলা চলছে। ৫০ ওভারে চার উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তুলেছে ১৪৩ রান

  • 12 Jan 2022 05:10 PM (IST)

    পিটারসেনের হাফসেঞ্চুরি

    কেপ টাউন টেস্টের দ্বিতীয় দিন হাফসেঞ্চুরি পূর্ণ করলেন কেগান পিটারসেন

  • 12 Jan 2022 05:02 PM (IST)

    দুসেন আউট

    রাসি ভ্যান দার দুসেনের উইকেট তুলে নিলেন উমেশ যাদব। চতুর্থ উইকেট হারাল প্রোটিয়ারা।

  • 12 Jan 2022 04:43 PM (IST)

    দ্বিতীয় সেশনের খেলা শুরু

    লাঞ্চ বিরতির পর দ্বিতীয় সেশনের খেলা শুরু হল। ক্রিজে কেগান পিটারসেন ও রাসি ভ্যান দার দুসেন।

  • 12 Jan 2022 04:03 PM (IST)

    লাঞ্চ বিরতি

    লাঞ্চ বিরতিতে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ১০০। প্রথম সেশনে ৮৩ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। এবং ২টি উইকেট পেয়েছেন জশপ্রীত বুমরা ও উমেশ যাদব।

  • 12 Jan 2022 03:21 PM (IST)

    ২৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ৬৬/৩

    ক্রিজে কেগান পিটারসেন ও রাসি ভ্যান দার দুসেন। ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে প্রোটিয়ারা তুলেছে ৬৬ রান।

  • 12 Jan 2022 02:59 PM (IST)

    কেশব মহারাজ আউট

    উমেশ যাদব ফেরালেন কেশব মহারাজকে। তৃতীয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ২৫ রান করে সাজঘরে ফিরলেন মহারাজ

  • 12 Jan 2022 02:55 PM (IST)

    ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৪৫/২

    দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা চলছে। ২০ ওভারে প্রোটিয়াদের স্কোর ২ উইকেটে ৪৫

  • 12 Jan 2022 02:05 PM (IST)

    এইডেন মার্করাম আউট

    দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই ধাক্কা খেল প্রোটিয়ারা। জশপ্রীত বুমরার বলে ৮ রানের মাথায় আউট হলেন এইডেন মার্করাম।

  • 12 Jan 2022 02:00 PM (IST)

    দ্বিতীয় দিনের খেলা শুরু

    কেপ টাউন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু।

  • 12 Jan 2022 01:21 PM (IST)

    টিম টকের মুহূর্ত

    দ্বিতীয় দিন তাড়াতাড়ি প্রোটিয়াদের প্যাভিলিয়নে ফেরানোই লক্ষ্য থাকবে বুমরা-সামিদের

  • 12 Jan 2022 01:02 PM (IST)

    আর এক ঘণ্টার অপেক্ষা

    ঠিক এক ঘণ্টা পর শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা