India vs South Africa: বুমরা-সিরাজদের সামনে বেসামাল বিশ্বজয়ীরা, পিচের ফাঁদে ভারতও চাপে পড়বে না তো?
Eden Test: যে পিচে বিশ্বজয়ীরা ১৫৯ রান তুলে বেসামাল হয়ে পড়েছিল, সেখানে ভারতও যদি মানরক্ষা করতে না পারে! আসলে ইডেনের ২২ গজে দু'রকম বাউন্স রয়েছে। কে বলতে পারে শনি-সকালে যদি হুড়মুড়িয়ে পড়ে যায় ভারতের একের পর এক উইকেট

কলকাতা: ইডেন টেস্টের (Eden Test) প্রথম দিনের শেষে হাসিমুখে সিএবির প্রধান পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে দেখা গেল হেড কোচ গৌতম গম্ভীরকে। তা হলে কি ইডেনের পিচ পছন্দ হয়েছে গিলদের হেডস্যারের? এই উত্তর এখনই হয়তো দেবেন না গৌতি। কারণ যে পিচে বিশ্বজয়ীরা ১৫৯ রান তুলে বেসামাল হয়ে পড়েছিল, সেখানে ভারতও যদি মানরক্ষা করতে না পারে! আসলে ইডেনের ২২ গজে দু’রকম বাউন্স রয়েছে। কে বলতে পারে শনি-সকালে যদি হুড়মুড়িয়ে পড়ে যায় ভারতের একের পর এক উইকেট! এ কথা শুনলে যে কোনও ভারতীয় ক্রিকেট প্রেমী হয়তো বলবেন, ‘শুভ শুভ বলো।’ সবমিলিয়ে ইডেন টেস্টের প্রথম দিন প্রোটিয়ারা একদিকে ১৫৯ রানে অল আউট। আর ভারত দিনশেষে পিছিয়ে ১২২ রানে।
পিচ যতটা না প্রোটিয়াদের বিপাকে ফেলেছে, তার থেকে বাভুমাদের প্রেশার বেশি দিয়েছেন জসপ্রীত বুমরা। টেস্ট কেরিয়ারে ১৬ বার ফাইফার নেওয়ার নজির গড়ে ফেলেছন। সঙ্গে গড়েছেন এক রেকর্ড। ১৭ বছর পর ভারতের মাটিতে টেস্টে জোরে বোলার হিসেবে এক দিনে ৫ উইকেট নেওয়ার নজির। প্রোটিয়াদের হয়ে সর্বাধিক রান ওপেনার মার্করামের (৩১)। তিনি আর আর দুই অঙ্কের রান করেন উইয়ান মুল্ডার (২৪), টনি ডি জর্জি (২৪), রায়ান রিকলটন (২৩), কাইল ভেরেইন (১৬)। কোনও প্রোটিয়া ক্রিকেটার হাফসেঞ্চুরি করতে পারেননি।
মোট ৫৫ ওভার ব্যাটিং করে বাভুমার দল। তাতে ১৫৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। বুমরার ৫ উইকেটের পাশাপাশি ২টি করে উইকেট সিরাজ, কুলদীপের। আর একটি অক্ষর প্যাটেলের। দিনের শেষবেলায় ভারত নামে প্রথম ইনিংসে। ওপেনিং জুটি জমাট হয়নি। ৬.৬ ওভারে যশস্বী জয়সওয়ালের উইকেট তুলে নেন মার্কো জ্যানসেন। এরপর তিনে নামেন ওয়াশিংটন সুন্দর। ২০ ওভারে ১ উইকেটে ৩৭ রান তোলে ভারত। ১৩ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন লোকেশ রাহুল। আর সুন্দর নট আউট ৬ রানে। দিনশেষে ১২২ রানে পিছিয়ে ভারত। এ বার দেখার শনিবার গিলরা কেমন খেলেন।
