India vs South Africa Highlights, 1st ODI 2022: ৩১ রানে টিম ইন্ডিয়াকে হারিয়ে ১-০ এগিয়ে গেল প্রোটিয়ারা

| Edited By: | Updated on: Jan 19, 2022 | 10:18 PM

India vs South Africa Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম দক্ষিণ আফ্রিকার (South Africa) প্রথম ওয়ান ডে (ODI) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs South Africa Highlights, 1st ODI 2022: ৩১ রানে টিম ইন্ডিয়াকে হারিয়ে ১-০ এগিয়ে গেল প্রোটিয়ারা
পার্লে প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি লোকেশ রাহুলের ভারত ও তেম্বা বাভুমার দক্ষিণ অফ্রিকা

পার্ল: আজ পার্লে শুরু হল ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) ওয়ান ডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ান ডে-তে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯৬ রান তোলে প্রোটিয়ারা। ভারতের ম্যাচ জিততে প্রয়োজন ছিল ২৯৭ রান। রান তাড়া করতে নেমে ওপেনিং জুটি ততটা জমাট না হলেও, ধাওয়ানের সঙ্গে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন বিরাট। তবে, নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান তুলেছে টিম ইন্ডিয়া। যার ফলে ৩১ রানে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হল ভারতকে। সিরিজে ১-০ এগিয়ে গেল বাভুমার দক্ষিণ আফ্রিকা।

আইসিসির ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে ৪ নম্বরে রয়েছে ভারত এবং ৫ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৩৪বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে ২২ বার জিতেছে প্রোটিয়ারা এবং ১০ বার জিতেছে ভারত। ২ বার কোনও ফলাফল পাওয়া যায়নি।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 19 Jan 2022 10:03 PM (IST)

    ৩১ রানে প্রোটিয়াদের কাছে হারল টিম ইন্ডিয়া

    নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান তুলেছে টিম ইন্ডিয়া। যার ফলে ৩১ রানে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হল ভারতকে। সিরিজে ১-০ এগিয়ে গেল বাভুমার দক্ষিণ আফ্রিকা।

  • 19 Jan 2022 09:39 PM (IST)

    ৪৫ ওভারে ভারত ২২৪/৮

    খেলা বাকি ৫ ওভারের। ৪৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৪ রান তুলেছে ভারত। এখনও ম্যাচ জিততে টিম ইন্ডিয়ার চাই ৩০ বলে ৭৩ রান।

  • 19 Jan 2022 09:29 PM (IST)

    ভুবনেশ্বর আউট

    ভুবনেশ্বর কুমারের উইকেট হারাল টিম ইন্ডিয়া।

  • 19 Jan 2022 09:12 PM (IST)

    ভারতের দুশো রান

    ৩৮.৬ ওভারে ভারত দলগত ২০০ রান পূর্ণ করল।

  • 19 Jan 2022 09:10 PM (IST)

    অশ্বিন আউট

    রবিচন্দ্রন অশ্বিনের উইকেট হারাল টিম ইন্ডিয়া। ম্যাচ জিততে ভারতের এখনও প্রয়োজন ৬৯ বলে ৯৮ রান

  • 19 Jan 2022 08:56 PM (IST)

    ভেঙ্কটেশ আইয়ার আউট

    অভিষেক ওয়ান ডে-তে নজর কাড়তে ব্যর্থ ভেঙ্কটেশ আইয়ার। মাত্র ২ন রান করে সাজঘরে ফিরলেন ভেঙ্কি। ছ’নম্বর উইকেট হারাল ভারত। পর পর তিন উইকেট হারিয়ে ফেলল মেন ইন ব্লু।

  • 19 Jan 2022 08:50 PM (IST)

    ৩৫ ওভারে ভারত ১৮৪/৫

    ক্রিজে ভেঙ্কটেশ আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিন। ৩৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান তুলেছে ভারত।

  • 19 Jan 2022 08:47 PM (IST)

    পন্থ আউট

    ঋষভ পন্থের উইকেট হারাল ভারত। ১৬ রান করে সাজঘরে ফিরলেন পন্থ।

  • 19 Jan 2022 08:41 PM (IST)

    শ্রেয়স আউট

    শ্রেয়স আইয়ারের উইকেট হারিয়ে ফেলল ভারত। ১৭ রান করে সাজঘরে ফিরলেন শ্রেয়স।

  • 19 Jan 2022 08:23 PM (IST)

    ৩০ ওভারে ভারত ১৫৬/৩

    ক্রিজে ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ার।

  • 19 Jan 2022 08:15 PM (IST)

    বিরাট আউট

    তাবরাইজ শামসি ফেরালেন বিরাট কোহলিকে। হাফসেঞ্চুরির পর কোহলির উইকেট হারাল ভারত।

  • 19 Jan 2022 08:13 PM (IST)

    বিরাটের হাফসেঞ্চুরি

    পার্লে সিরিজের প্রথম ওয়ান ডে-তে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি।

  • 19 Jan 2022 08:03 PM (IST)

    শিখর ধাওয়ান আউট

    ওপেনার শিখর ধাওয়ানের গুরুত্বপূর্ণ উইকেট হারাল টিম ইন্ডিয়া। ৭৯ রান করে সাজঘরে ফিরলেন ধাওয়ান। কোহলির সঙ্গে ৯২ রানের পার্টনারশিপ গড়েছিলেন গব্বর।

  • 19 Jan 2022 08:00 PM (IST)

    ২৫ ওভারে ভারত ১৩৭/১

    ক্রিজে কোহলি-ধাওয়ান। এক উইকেট হারিয়ে এগিয়ে চলেছে ভারত। ম্যাচ জিততে ভারতের এখনও চাই ১৬০ রান

  • 19 Jan 2022 07:43 PM (IST)

    ২০ ওভারে ভারত ১০৪/১

    প্রথম ২০ ওভারের খেলা শেষ। ক্যাপ্টেন রাহুলের উইকেট হারিয়ে এগিয়ে চলেছে ভারত। ২০ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ১০৪।

  • 19 Jan 2022 07:34 PM (IST)

    ভারতের শতরান

    ১৮.২ ওভারে ভারতের দলগত শতরান পূর্ণ হল। ক্রিজে বিরাট কোহলি ও শিখর ধাওয়ান।

  • 19 Jan 2022 07:21 PM (IST)

    ১৫ ওভারে ভারত ৮০/১

    ক্রিজে কোহলি-ধাওয়ান। ১৫ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৮০।

  • 19 Jan 2022 07:19 PM (IST)

    হাফসেঞ্চুরি ধাওয়ানের

    পার্লে সিরিজের প্রথম ওয়ান ডে-তে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান।

  • 19 Jan 2022 07:03 PM (IST)

    ১০ ওভারে ভারত ৫৫/১

    প্রথম ১০ ওভারের খেলা শেষ। ১ উইকেট হারিয়ে ৫৫ রান তুলেছে ভারত। ম্যাচ জিততে ভারতের ৪০ ওভারে প্রয়োজন ২৪২ রান।

  • 19 Jan 2022 07:00 PM (IST)

    ভারতের ৫০ রান পূর্ণ

    ৮.৫ ওভারে ভারতের দলগত ৫০ রান পূর্ণ হল।

  • 19 Jan 2022 06:58 PM (IST)

    অধিনায়কের উইকেট হারাল ভারত

    ক্যাপ্টেন কেএল রাহুলের গুরুত্বপূর্ণ উইকেট হারাল ভারত। ১২ রান করে সাজঘরে ফিরলেন রাহুল

  • 19 Jan 2022 06:43 PM (IST)

    ৫ ওভারে ভারত ২৪/০

    প্রথম ৫ ওভারের খেলা শেষ। ভারতের ওপেনিং জুটিতে তুলেছে ২৪ রান। ম্যাচ জিততে ভারতের এখনও প্রয়োজন ২৭৩ রান।

  • 19 Jan 2022 06:27 PM (IST)

    রান তাড়া করতে নামল ভারত

    টার্গেট ২৯৭। টিম ইন্ডিয়ার হয়ে ওপেনিংয়ে নামলেন কেএল রাহুল ও শিখর ধাওয়ান।

  • 19 Jan 2022 05:57 PM (IST)

    ৫০ ওভারের খেলা শেষ

    তেম্বা বাভুমা ও রাসি ভ্যান দার দুসেনের সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৯৬ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের ম্যাচ জিততে চাই ২৯৭ রান।

  • 19 Jan 2022 05:46 PM (IST)

    তেম্বা বাভুমা আউট

    তেম্বা বাভুমাকে ফেরালেন জশপ্রীত বুমরা। ১১০ রান করে প্যাভিলিয়নে ফিরলেন  তেম্বা বাভুমা।

  • 19 Jan 2022 05:44 PM (IST)

    দুসেনের সেঞ্চুরি

    ক্যাপ্টেন বাভুমার পর, রাসি ভ্যান দার দুসেনও পার্লে সিরিজের প্রথম ওয়ান ডে-তে সেঞ্চুরি পূর্ণ করলেন।

  • 19 Jan 2022 05:24 PM (IST)

    ৪৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ২৪৫/৩

    সেঞ্চুরি পূর্ণ করে ফেললেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। আর ৫ ওভারের খেলা বাকি। ৪৫ ওভারে ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তুলেছে ২৪৫ রান

  • 19 Jan 2022 05:21 PM (IST)

    তেম্বা বাভুমার সেঞ্চুরি

    পার্লে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি পূর্ণ করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। ১৩৩ বলে শতরান পূর্ণ করলেন বাভুমা।

  • 19 Jan 2022 05:02 PM (IST)

    ৪০ ওভারে দক্ষিণ আফ্রিকা ২১০/৩

    ৪০ ওভারের খেলা শেষ। ৩ উইকেট হারিয়ে ৪০ ওভারে দক্ষিণ আফ্রিকা তুলেছে ২১০।

  • 19 Jan 2022 04:40 PM (IST)

    দুসেনের হাফসেঞ্চুরি

    প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমার পর রাসি ভ্যান দার দুসেন পার্লে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন।

  • 19 Jan 2022 04:16 PM (IST)

    ৩০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৪৮/৩

    ৩ উইকেট হারিয়ে এগিয়ে চলেছে প্রোটিয়ারা। ৩০ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৪৮

  • 19 Jan 2022 04:05 PM (IST)

    বাভুমার হাফসেঞ্চুরি

    পার্লে প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমার হাফসেঞ্চুরি পূর্ণ।

  • 19 Jan 2022 04:02 PM (IST)

    দুসেন-বাভুমার ৫০ রানের পার্টনারশিপ

    রাসি ভ্যান দার দুসেন ও তেম্বা বাভুমা জুটির ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ।

  • 19 Jan 2022 03:43 PM (IST)

    প্রোটিয়াদের শতরান

    ২২.৬ ওভারে দক্ষিণ আফ্রিকা দলগত শতরান পূর্ণ করল

  • 19 Jan 2022 03:32 PM (IST)

    ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৮০/৩

    ক্রিজে তেম্বা বাভুমা ও রাসি ভ্যান দার দুসেন। ২০ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ৮০

  • 19 Jan 2022 03:24 PM (IST)

    রান আউট মার্করাম

    অভিষেক ওয়ান ডে ম্যাচে প্রথম ডিরেক্ট হিট করে এইডেন মার্করামকে ফেরালেন ভেঙ্কটেশ আইয়ার। তৃতীয় উইকেট হারাল প্রোটিয়ারা।

  • 19 Jan 2022 03:14 PM (IST)

    ডি’কক আউট

    কুইন্টন ডি’ককের উইকেট তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ২৭ রান করে সাজঘরে ফিরলেন ডি’কক।

  • 19 Jan 2022 03:12 PM (IST)

    ১৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ৫৮/১

    এক উইকেট হারিয়ে এগিয়ে চলেছে প্রোটিয়ারা। ১৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫৮/১।

    কুইন্টন ডি’কক ব্যাট করছেন ২৭ রানে এবং তেম্বা বাভুমা রয়েছেন ১৭ রানে।

  • 19 Jan 2022 02:51 PM (IST)

    ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৩৯/১

    ক্রিজে কুইন্টন ডি’কক ও তেম্বা বাভুমা। ১০ ওভারে প্রোটিয়াদের স্কোর ১ উইকেটে ৩৯

  • 19 Jan 2022 02:25 PM (IST)

    ৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ২৩/১

    পার্লে চলছে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ান ডে। ৫ ওভারে এক উইকেট হারিয়ে প্রোটিয়ারা তুলেছে ২৩ রান।

  • 19 Jan 2022 02:23 PM (IST)

    জানেমন মালান আউট

    প্রথম উইকেট হারাল প্রোটিয়ারা। জানেমন মালানকে ফেরালেন জশপ্রীত বুমরা।

  • 19 Jan 2022 02:02 PM (IST)

    ব্যাটিংয়ে নেমে পড়ল দক্ষিণ আফ্রিকা

    বোল্যান্ড পার্কের পার্লে শুরু হল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ান ডে। ওপেনিংয়ে নামলেন কুইন্টন ডি’কক ও জানেমন মালান।

  • 19 Jan 2022 01:52 PM (IST)

    মার্কো জেনসেনের অভিষেক

    আজ ভারতের বিরুদ্ধে পার্লে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হল প্রোটিয়াদের মার্কো জেনসেনের।

  • 19 Jan 2022 01:50 PM (IST)

    প্রোটিয়াদের প্রথম একাদশ

    এক নজরে দেখুন দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ

  • 19 Jan 2022 01:45 PM (IST)

    ওয়ান ডে ক্রিকেটে ভেঙ্কটেশ আইয়ারের অভিষেক

    দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে ভেঙ্কটেশ আইয়ারের অভিষেক হল।

  • 19 Jan 2022 01:40 PM (IST)

    ভারতের প্রথম একাদশ

    দেখুন ভারতের প্রথম একাদশ: কেএল রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন,  শার্দূল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরা এবং যুজবেন্দ্র চাহাল।

  • 19 Jan 2022 01:33 PM (IST)

    টস আপডেট

    টসে জিতলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা।

    টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন প্রোটিয়া অধিনায়ক।

  • 19 Jan 2022 01:18 PM (IST)

    এক নজরে দেখুন ভারত-দক্ষিণ আফ্রিকার হেড টু হেড রেকর্ড

    হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৩৪বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে ২২ বার জিতেছে প্রোটিয়ারা এবং ১০ বার জিতেছে ভারত। ২ বার কোনও ফলাফল পাওয়া যায়নি।

  • 19 Jan 2022 01:15 PM (IST)

    বোল্যান্ড পার্কে আজ শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ

  • 19 Jan 2022 01:08 PM (IST)

    অপেক্ষার আর মাত্র ১ ঘণ্টা

    আর কিছুক্ষণ পর শুরু হতে চলেছে ভারত -দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ।

Published On - Jan 19,2022 1:00 PM

Follow Us: