India vs South Africa: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

May 17, 2022 | 5:30 PM

ভারতের বিরুদ্ধে এই সফরে টিমে ফিরলেন অনরিখ নর্টজে। চোটের কারণে যিনি দীর্ঘদিন জাতীয় টিমের বাইরে ছিলেন। দিল্লির হয়ে আইপিএল খেলে নিজেকে ফিট প্রমাণ করেছেন ডানহাতি পেসার।

India vs South Africa: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ছবি: টুইটার

Follow Us

কেপ টাউন: আইপিএলের (IPL 2022) পরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (T20 Series) খেলবে ভারত। ঋষভ পন্থ, লোকেশ রাহুলদের বিরুদ্ধে দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ৯ জুন দিল্লিতে প্রথম ম্যাচ। ভারতের বিরুদ্ধে এই সফরে টিমে ফিরলেন অনরিখ নর্টজে। চোটের কারণে যিনি দীর্ঘদিন জাতীয় টিমের বাইরে ছিলেন। দিল্লির হয়ে আইপিএল খেলে নিজেকে ফিট প্রমাণ করেছেন ডানহাতি পেসার। টিমে ফিরলেন রেজা হেনরিকস ও হেনরিক ক্লাসেন। ট্রিস্ট্যান স্টাবস টিমে নতুন মুখ। গত মরসুমে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি চ্যালেঞ্জে নির্বাচকদের নোটবুকে জায়গা করে নিয়েছিলেন স্টাবস। ২১ বছরের ডানহাতি ব্যাটার। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে জায়গাও করে নিয়েছেন তিনি।

 

চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) রয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে। সব টিমই সে দিকে তাকিয়ে ধীরে ধীরে দল গুছিয়ে নিতে চাইছে। ভারতের বিরুদ্ধে এই সিরিজ সে দিক থেকে দেখলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কথা মাথায় রেখেই ওয়েন পার্নেলকে টিমে ফেরানো হয়েছে। ২০১৮ সালে ইংল্যান্ড সফরের পর এই প্রথম জাতীয় টিমে এলেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর বোলার তাবরেজ সামসি, কেশব মহারাজও রয়েছে টিমে। কুইন্টন ডি’কক, এডিন মার্কব়্যাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ডাউইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, রসি ভান ডান ডুসেন, মার্কোস জেসনরাও রয়েছেন। সব মিলিয়ে আইপিএলে খেলা ৮ ক্রিকেটার জায়গা পেয়েছেন টিমে।

 

নির্বাচক কমিটির চেয়ারম্যান ভিক্টর এমপিটস্যাং বলেছেন, ‘টিমে আইপিএলে খেলা প্লেয়ার বেশি থাকা মানে, ওরা মাঠে নেমে পড়ার জন্য তৈরি। সবচেয়ে বড় কথা হল, ভারতের কন্ডিশনে খেলার মতো অভিজ্ঞতাও তাদের রয়েছে।’

 

 

 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ হলেও তরুণ ক্রিকেটারদেরই দেখে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রোহিত শর্মা, বিরাট কোহলি সহ একঝাঁক ক্রিকেটারকে বিশ্রামে পাঠানো হবে। হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুলদের মতো কাউকে ক্যাপ্টেন হিসেবে দেখা যেতে পারে। তবে, বিশ্বকাপের ভাবনাও চলছে একই সঙ্গে। আর সেই কারণেই তরুণ ক্রিকেটারদের দেখে নেওয়ার ভাবনা রয়েছে টিমের।

 

দক্ষিণ আফ্রিকা টিম: তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), কুইন্টন ডি’কক, রেজা হেনরিকস, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, এডিন মার্কব়্যাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অনরিখ নর্টজে, ওয়েন পার্নেল, ডাউইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, তাবরেজ সামসি, ট্রিস্ট্যান স্টাবস, রসি ভান ডার ডুসেন, মার্কো জেসন।

 

 

আরও পড়ুন: Andrew Symonds: সাইমন্ডসের মৃত্যু ঘিরে এখনও রহস্য, পরিবারও ধোঁয়াশায়

Next Article