AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Sri Lanka, 1st ODI Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম ওডিআই ম্যাচ

IND vs SL: ২-১ ব্যবধানে টি২০ সিরিজ জিতেছে মেন ইন ব্লু। এ বার ওডিআই সিরিজে পালা। আগামীকাল, মঙ্গলবার থেকে গুয়াহাটিতে শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচ।

India vs Sri Lanka, 1st ODI Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম ওডিআই ম্যাচ
জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম ওডিআই ম্যাচ
| Edited By: | Updated on: Jan 09, 2023 | 3:03 PM
Share

গুয়াহাটি: দাসুন শানাকার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে জয় দিয়ে নতুন বছর শুরু করেছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারত। ২-১ ব্যবধানে টি২০ সিরিজ জিতেছে মেন ইন ব্লু। এ বার ওডিআই সিরিজে পালা। আগামীকাল, মঙ্গলবার থেকে গুয়াহাটিতে শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজে ফের টিম ইন্ডিয়ার ব্যাটন হাতে তুলে নেবেন রোহিত শর্মা (Rohit Sharma)। সঙ্গে ফিরছেন বিরাট কোহলি, লোকেশ রাহুলরাও। টি২০ সিরিজের পর, এ বার ওডিআই সিরিজেও জয়ের লক্ষ্য নিয়েই নামবে মেন ইন ব্লু। চলতি বছরে দেশের মাঠে ওডিআই বিশ্বকাপ। যে কারণে, দুই দলের কাছেই এই তিন ম্যাচের ওডিআই সিরিজ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কখন কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম ওডিআই ম্যাচ জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এখনও পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কা ১৬২ টি ওডিআই ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত জিতেছে ৯৩ বার। শ্রীলঙ্কা জিতেছে ৫৭ বার এবং ম্যাচ ড্র হয়েছে ১ বার। ১১টি ম্যাচ অমীমাংসিত। এ ছাড়া ভারতের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়া জিতেছে ৩৬ বার। অন্যদিকে শ্রীলঙ্কায় গিয়ে ভারত জিতেছে ৩০ বার।

ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম ওডিআই ম্যাচটি কবে হবে?

ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম ওডিআই ম্যাচটি আগামীকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) হবে।

ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম ওডিআই ম্যাচটি কোথায় হবে?

ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম ওডিআই ম্যাচটি গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে হবে।

ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম ওডিআই ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম ওডিআই ম্যাচটি শুরু হবে দুপুর ১.৩০ মিনিটে। ম্যাচের আগে ১টা নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম ওডিআই ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম ওডিআই ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম ওডিআই ম্যাচের লাইভ আপডেট পাওয়া যাবে TV9 Bangla ওয়েবসাইটে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক এবং অর্শদীপ সিং।