IND vs SL 3rd ODI Highlights: ২-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতল টিম ইন্ডিয়া

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 24, 2021 | 3:48 PM

India vs Sri Lanka 3rd ODI Live Score: কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) মুখোমুখি শিখর ধাওয়ানের ভারত (India) ও দাসুন শানাকার শ্রীলঙ্কা (Sri Lanka)।

IND vs SL 3rd ODI Highlights: ২-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতল টিম ইন্ডিয়া
২-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতল টিম ইন্ডিয়া (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

Follow Us

কলম্বোর (Colombo) প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) আজ একদিনের সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি শিখর ধাওয়ানের ভারত (India) ও দাসুন শানাকার শ্রীলঙ্কা (Sri Lanka)। ২-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া।

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে অভিষেক হয়েছে নীতিশ রানা, কৃষ্ণাপ্পা গৌতম, রাহুল চাহার, সঞ্জু স্যামসন ও চেতন সাকারিয়ার। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান। বৃষ্টির কারণে খেলা ৫০ ওভারের বদলে, কমে গিয়ে দাঁড়ায় ৪৭ ওভারে। ৪ ওভার বাকি থাকতেই ২২৫ রানে অল আউট হয়ে যায় ভারত।

ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন পৃথ্বী শ (৪৯)। অভিষেক ম্যাচে সঞ্জু স্যামসন ৪৬ রানের ইনিংস উপহার দেন। সূর্যকুমার যাদব ৪০ রান করেন। শ্রীলঙ্কার স্পিনাররা আজ ভীষণভাবে চাপে ফেলেছে ভারতকে। শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন আকিলা ধনঞ্জয় ও প্রবীণ জয়াবিক্রমা। ২ টি উইকেট পেয়েছেন দুশমন্ত চামিরা। ১টি করে উইকেট পেয়েছেন চামিকা করুণারত্নে ও অধিনায়ক দাসুন শানাকা।

৪ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় দাসুন শানাকারা। যার ফলে হোয়াইটওয়াশ আটকে দিতে পারলেন অভিস্কারা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেন অভিস্কা ফার্নান্ডো (৭৬)। ভানুকা রাজাপক্ষর ব্যাট থেকে এসেছে ৬৫ রান। ভারতের হয়ে ওয়ান ডে অভিষেকে তিনটি উইকেট নিয়েছেন রাহুল চাহার। অভিষেকে ২ টি উইকেট পেয়েছেন চেতন সাকারিয়া। ১টি করে উইকেট পেয়েছেন কৃষ্ণাপ্পা গৌতম ও হার্দিক পান্ডিয়া।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 23 Jul 2021 11:51 PM (IST)

    ওয়ান ডে সিরিজের ট্রফি ভারতীয় শিবিরে

    ২-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতল ভারতের তরুণব্রিগেড।

     

  • 23 Jul 2021 11:46 PM (IST)

    ম্যান অব দ্য সিরিজ

    সূর্যকুমার যাদব পেলেন ম্যান অব দ্য সিরিজ পুরস্কার।


  • 23 Jul 2021 11:41 PM (IST)

    ম্যাচের সেরার পুরস্কার শ্রীলঙ্কা শিবিরে

    অভিস্কা ফার্নান্ডোর ঝুলিতে গেল ম্যাচের সেরার পুরস্কার। লঙ্কান ওপেনার অভিস্কার ৭৬ রানের ইনিংস সাজানো ছিল ৪টি চার ও একটি ছয় দিয়ে।

  • 23 Jul 2021 11:31 PM (IST)

    ৩ উইকেটে ম্যাচ জিতল শ্রীলঙ্কা

    হোয়াইটওয়াশ আটকে দিল দাসুন শানাকাদের দল। ৪ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নিল দাসুন শানাকার শ্রীলঙ্কা। ২-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতল টিম ইন্ডিয়া।

  • 23 Jul 2021 11:25 PM (IST)

    সপ্তম উইকেট হারাল শ্রীলঙ্কা

    ৩ রান করে মাঠ ছাড়লেন চামিকা করুণারত্নে। রাহুল চাহারের হ্যাটট্রিক পূর্ণ হল।

  • 23 Jul 2021 11:12 PM (IST)

    অভিস্কা ফিরলেন সাজঘরে

    ৭৬ রান করে মাঠ ছাড়লেন অভিস্কা ফার্নান্ডো।

  • 23 Jul 2021 11:11 PM (IST)

    ৩৫ ওভারে শ্রীলঙ্কা ২১১/৫

    জয়ের জন্য দাসুন শানাকাদের প্রয়োজন ১৫ রান

  • 23 Jul 2021 11:00 PM (IST)

    ৩৩ ওভারে শ্রীলঙ্কা ১৯৫/৫

    ১০ ওভারের খেলা বাকি। শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ৩১ রান

  • 23 Jul 2021 10:57 PM (IST)

    চাহারের খাতায় শানাকার উইকেট

    কোনও রান না করেই মাঠ ছাড়লেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা

  • 23 Jul 2021 10:51 PM (IST)

    আসালঙ্কার উইকেট হারাল শ্রীলঙ্কা

    ২৪ রান করে আউট হলেন চরিথ আসালঙ্কা

  • 23 Jul 2021 10:42 PM (IST)

    ৩০ ওভারে শ্রীলঙ্কা ১৭৫/৩

    জয়ের জন্য দাসুন শানাকাদের প্রয়োজন ৫২ রান।

  • 23 Jul 2021 10:14 PM (IST)

    ধনঞ্জয়ের উইকেট সাকারিয়ার খাতায়

    তৃতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা। ২ রান করে মাঠ ছাড়লেন ধনঞ্জয় দি সিলভা।

  • 23 Jul 2021 10:03 PM (IST)

    অভিস্কা-ভানুকা জুটি ভাঙলেন সাকারিয়া

    ৬৫ রান করে মাঠ ছাড়লেন ভানুকা রাজাপক্ষ। ওয়ান ডে কেরিয়ারের অভিষেক ম্যাচে প্রথম উইকেট পেলেন চেতন সাকারিয়া

  • 23 Jul 2021 09:51 PM (IST)

    ২০ ওভারে শ্রীলঙ্কা ১২৭/১

    শ্রীলঙ্কাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অভিস্কা ফার্নান্ডো ও ভানুকা রাজাপক্ষ

  • 23 Jul 2021 09:49 PM (IST)

    ভানুকা রাজাপক্ষর হাফ সেঞ্চুরি

    ওয়ান ডে কেরিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন ভানুকা রাজাপক্ষ।

  • 23 Jul 2021 09:38 PM (IST)

    শ্রীলঙ্কার ওপেনার অভিস্কার হাফ সেঞ্চুরি

    ওয়ান ডে কেরিয়ারের পঞ্চম হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন অভিস্কা ফার্নান্ডো

  • 23 Jul 2021 09:32 PM (IST)

    শ্রীলঙ্কার শতরান

    ১৫.৬ ওভারে শ্রীলঙ্কা দলগত শতরান পূর্ণ করল

  • 23 Jul 2021 09:26 PM (IST)

    ১৫ ওভারে শ্রীলঙ্কা ৯২/১

    প্রথম ১৫ ওভারে ১ উইকেট হারিয় শ্রীলঙ্কা তুলেছে ৯২ রান

  • 23 Jul 2021 09:05 PM (IST)

    ১০ ওভারে শ্রীলঙ্কা ৫৫/১

    প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয় শ্রীলঙ্কা তুলেছে ৫৫ রান

  • 23 Jul 2021 08:47 PM (IST)

    শ্রীলঙ্কার ওপেনার ভানুকা আউট

    কৃষ্ণাপ্পা গৌতম ওয়ান ডে অভিষেক ম্যাচে প্রথম উইকেট পেলেন। মিনোড ভানুকাকে তিনি ফেরালেন ৭ রানে

  • 23 Jul 2021 08:45 PM (IST)

    ৫ ওভারে শ্রীলঙ্কা ২৫/০

    প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ২৫ রান।

  • 23 Jul 2021 08:38 PM (IST)

    ৩ ওভারে শ্রীলঙ্কা ২০/০

    প্রথম ৩ ওভারে বিনা উইকেটে দাসুন শানাকারা তুলেছে ২০ রান

  • 23 Jul 2021 08:20 PM (IST)

    রান তাড়া করতে নামল শানাকারা

    ওপেনিংয়ে নামলেন অভিস্কা ফার্নান্ডো ও মিনোড ভানুকা

  • 23 Jul 2021 07:58 PM (IST)

    ২২৫ রানে অল আউট ভারত

    ৪ ওভার বাকি থাকতেই অল আউট টিম ইন্ডিয়া।

  • 23 Jul 2021 07:55 PM (IST)

    রাহুল চাহার ফিরলেন সাজঘরে

    ১৩ রান করে মাঠ ছাড়লেন রাহুল চাহার।

  • 23 Jul 2021 07:42 PM (IST)

    ৪০ ওভারে ২১৮/৮

    খেলা বাকি ৭ ওভারের। ৪০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারত তুলেছে ২১৮ রান

  • 23 Jul 2021 07:29 PM (IST)

    ৩৬ ওভারে ভারত ২০২/৮

    খেলা বাকি ১১ ওভারের। ৮ উইকেট হারিয়ে ৩৬ ওভারে ভারত তুলেছে ২০২ রান।

  • 23 Jul 2021 07:27 PM (IST)

    দু’শো রানের গণ্ডি টপকালো ভারত

    ৩৫.১ ওভারে ভারতের দলগত দ্বিশতরান পূর্ণ হল।

  • 23 Jul 2021 07:17 PM (IST)

    রানার উইকেট হারাল ভারত

    অভিষেক ম্যাচে ৭ রান করে আউট হলেন নীতিশ রানা

  • 23 Jul 2021 07:15 PM (IST)

    সপ্তম উইকেট হারাল ভারত

    কৃষ্ণাপ্পা গৌতমকে ফেরালেন আকিলা ধনঞ্জয়। ২ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 23 Jul 2021 07:14 PM (IST)

    ফের উইকেট হারাল ভারত

    ৪০ রান করে মাঠ ছাড়লেন সূর্যকুমার যাদব।

  • 23 Jul 2021 07:02 PM (IST)

    ৩০ ওভারে ভারত ১৮৭/৫

    ৫ উইকেট হারিয়ে ভারত ৩০ ওভারে তুলেছে ১৮৭ রান

  • 23 Jul 2021 06:56 PM (IST)

    ফের উইকেট হারাল ভারত

    হার্দিক পান্ডিয়াকে ফেরালেন প্রবীণ জয়াবিক্রম। ১৯ রান করে মাঠ ছাড়লেন হার্দিক

  • 23 Jul 2021 06:41 PM (IST)

    ২৫ ওভারে ভারত ১৫৮/৪

    ৫০ খেলা কমে দাঁড়িয়েছে ৪৭ ওভারে। ২৫ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ১৫৮

  • 23 Jul 2021 06:39 PM (IST)

    মনীশ পাণ্ডেকে ফেরালেন প্রবীণ

    ১১ রান করে মাঠ ছাড়লেন মনীশ পাণ্ডে। চতুর্থ উইকেট পড়ল ভারতের

  • 23 Jul 2021 06:31 PM (IST)

    পুনরায় খেলা শুরু

    বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর, পুনরায় শুরু হল। ক্রিজে মনীশ পাণ্ডে ও সূর্যকুমার যাদব

  • 23 Jul 2021 06:11 PM (IST)

    বৃষ্টি থেমেছে কলম্বোয়

    ৬.৩০ মিনিটে পুনরায় খেলা শুরু হবে। জানাল বিসিসিআই। ৫০ ওভারের জায়গায় ওভার কমে দাঁড়াল ৪৭।

  • 23 Jul 2021 04:54 PM (IST)

    বৃষ্টি শুরু কলম্বোয়

    বৃষ্টির কারণে ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচ আপাতত বন্ধ। ২৩ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ১৪৭।

  • 23 Jul 2021 04:53 PM (IST)

    সূর্যকুমারের উইকেট নিয়ে দীর্ঘ আলোচনা

    শ্রীলঙ্কার তরফে সূর্যকুমার যাদবের সুইপে এলবিডব্লিউয়ের আবেদন করা হলে, ফিল্ড আম্পায়ার আউট দেন। সূর্যকুমার যাদব ডিআরএস নেন। বেশ কিছুক্ষণ পরীক্ষা-নিরীক্ষার পর নট আউট ঘোষণা করা হয় সূর্যকুমার যাদবকে

  • 23 Jul 2021 04:32 PM (IST)

    ২০ ওভারে ভারত ১২৭/৩

    ক্রিজে মনীশ পাণ্ডে ও সূর্যকুমার যাদব

  • 23 Jul 2021 04:25 PM (IST)

    সঞ্জু স্যামসনের উইকেট হারাল ভারত

    অভিষেক ওয়ান ডে-তে ৪৬ রান করে সাজঘরে ফিরলেন সঞ্জু স্যামসন।

  • 23 Jul 2021 04:12 PM (IST)

    পৃথ্বীর উইকেট হারাল ভারত

    হাফসেঞ্চুরি হাতছাড়া করে ফিরলেন পৃথ্বী শ। ৪৯ রান করে শ্রীলঙ্কার অধিনায়কের বলে এলবিডব্লিউ হলেন পৃথ্বী

  • 23 Jul 2021 04:08 PM (IST)

    ১৫ ওভারে ভারত ১০১/১

    প্রথম ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ভারত তুলেছে ১০১ রান

  • 23 Jul 2021 04:06 PM (IST)

    ভারতের শতরান

    ১৪.৫ ওভারে ভারত দলগত শতরান পূর্ণ করল

  • 23 Jul 2021 03:55 PM (IST)

    ১০ ওভারে ভারত ৬৬/১

    ক্রিজে সঞ্জু স্যামসন ও পৃথ্বী শ।

  • 23 Jul 2021 03:35 PM (IST)

    ভারতের ৫০ রান

    ৬.৪ ওভারে ভারত দলগত ৫০ রান পূর্ণ করল

     

  • 23 Jul 2021 03:27 PM (IST)

    ৫ ওভারে ভারত ৪০/২

    প্রথম ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ভারত তুলেছে ৪০ রান। ক্রিজে সঞ্জু স্যামসন ও পৃথ্বী শ।

  • 23 Jul 2021 03:20 PM (IST)

    ৩ ওভারে ভারত ২৯/১

    শুরুতেই দুশমন্ত চামিরা তুলে নিলেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ানের উইকেট।

  • 23 Jul 2021 03:17 PM (IST)

    অধিনায়কের উইকেট হারাল ভারত

    ১৩ রান করে আউট হলেন শিখর ধাওয়ান।

  • 23 Jul 2021 03:04 PM (IST)

    ভারতের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন শিখর ধাওয়ান ও পৃথ্বী শ

  • 23 Jul 2021 03:01 PM (IST)

    শ্রীলঙ্কার প্রথম একাদশ

    শ্রীলঙ্কার প্রথম একাদশ: অভিস্কা ফার্নান্ডো, মিনোড ভানুকা (উইকেটকিপার), ধনঞ্জয় দি সিলভা, ভানুকা রাজাপক্ষ, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, চরিথ আসালঙ্কা, দুশমন্ত চামিরা, রমেশ মেন্ডিস, আকিলা ধনঞ্জয়, প্রবীণ জয়াবিক্রম।

  • 23 Jul 2021 02:51 PM (IST)

    ভারতের প্রথম একাদশ

    ভারতীয় দলে আজ ৫ ক্রিকেটারের অভিষেক হল।

    ভারতের প্রথম একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), পৃথ্বী শ, মনীশ পাণ্ডে, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), নীতিশ রানা, কৃষ্ণাপ্পা গৌতম, রাহুল চাহার, নবদীপ সাইনি ও চেতন সাকারিয়া।

  • 23 Jul 2021 02:48 PM (IST)

    টিম ইন্ডিয়ায় ৫ ক্রিকেটারের অভিষেক

    শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে ভারতীয় দলে ৫ ক্রিকেটারের (নীতিশ রানা, কৃষ্ণাপ্পা গৌতম, রাহুল চাহার, সঞ্জু স্যামসন ও চেতন সাকারিয়া) অভিষেক।

  • 23 Jul 2021 02:44 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান।

  • 23 Jul 2021 02:18 PM (IST)

    আজ ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ

    কলম্বোয় বিকেল ৩টে থেকে শুরু হবে ভারত-শ্রীলঙ্কার তৃতীয় ও শেষ ওয়ান ডে ম্যাচ