IND vs SL, ICC World Cup 2023 Highlights: ওয়াংখেড়েতে ‘লঙ্কাকাণ্ড’ ভারতের! ৩০২ রানের বিরাট জয় কোহলিদের

| Edited By: | Updated on: Nov 02, 2023 | 8:50 PM

India vs Sri Lanka, ICC world Cup 2023 Live Score Updates: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কুশল মেন্ডিশের শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল রোহিত শর্মার ভারত। মেন ইন ব্লুর লক্ষ্য ছিল বিশ্বকাপে টানা সপ্তম জয়। সেই লক্ষ্য পূর্ণ করেছে ভারত। সেই সঙ্গে বিশ্বকাপের পয়েন্ট টেবলের শীর্ষস্থান ফিরে পেয়েছেন রোহিত-বিরাটরা।

IND vs SL, ICC World Cup 2023 Highlights: ওয়াংখেড়েতে 'লঙ্কাকাণ্ড' ভারতের! ৩০২ রানের বিরাট জয় কোহলিদের
ভারত বনাম শ্রীলঙ্কা

মুম্বই: সপ্তম জয়ের সন্ধানে মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল টিম ইন্ডিয়া (Team India)। বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে হয় ভারতকে। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫৭ রান তোলে ভারত। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন গিল। ৮৮ রানের দারুণ ইনিংস উপহার দেন বিরাট কোহলি। শ্রেয়স আইয়ারের ব্যাটে আসে অনবদ্য ৮২ রান। ৫ উইকেট নেন লঙ্কান তারকা দিলশান মধুশঙ্কা। ৩৫৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ৫৫ রান তুলে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ৫ উইকেট নেন মহম্মদ সামি। ৩টি উইকেট মহম্মদ সিরাজের। ৩০২ রানের বিরাট ব্যবধানে এই ম্যাচ জেতার ফলে নেট রানরেট অনেকটাই বেড়ে গেল ভারতের। এবং ঝুলিতে হল মোট ১৪ পয়েন্ট। এই ম্যাচের বিস্তারিত হাইলাইটস রইল TV9 Bangla Sports-এর লাইভ ব্লগে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 02 Nov 2023 08:38 PM (IST)

    ICC World Cup: বিরাট জয় ভারতের

    শ্রীলঙ্কার সামনে ৩৫৮ রানের টার্গেট ছিল। মহম্মদ সামি, মহম্মদ সিরাজরা লঙ্কানদের কার্যত নাকানিচোবানি খাওয়ালেন। এই ম্যাচে ৩০২ রানের বিরাট ব্যবধানে জিতল ভারত। একইসঙ্গে বিশ্বকাপের পয়েন্ট টেবলের সিংহাসন ফিরে পেল ভারত।

  • 02 Nov 2023 08:34 PM (IST)

    ICC World Cup: জাডেজা ফেরালেন মধুশঙ্কাকে

    রবীন্দ্র জাডেজা তুলে নিলেন দিলশান মধুশঙ্কার উইকেট। ৫৫ রানে গুটিয়ে গেল লঙ্কানরা। ৩০২ রানে জিতল ভারত।

  • 02 Nov 2023 08:27 PM (IST)

    ICC World Cup: সামির ফাইফার

    কাসুন রজিথার উইকেট তুলে নিয়ে ফাইফার পূর্ণ করলেন মহম্মদ সামি।

  • 02 Nov 2023 08:07 PM (IST)

    ICC World Cup: জাহিরকে স্পর্শ করলেন সামি

    অ্যাঞ্জেলো ম্যাথেউসের উইকেট তুলে নিয়ে জাহির খানকে স্পর্শ করলেন মহম্মদ সামি। ভারতের হয়ে ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় জাহিরকে (৪৪টি উইকেট) ছুঁলেন সামি।

  • 02 Nov 2023 07:56 PM (IST)

    ICC ODI World Cup 2023: তৃতীয় সাফল্য সামির

    ২২ রানে ৭ উইকেট হারাল শ্রীলঙ্কা। দুশমন্তকে ফেরালেন সামি।

  • 02 Nov 2023 07:37 PM (IST)

    ICC ODI World Cup 2023: পর-পর উইকেট নিলেন সামি

    ওয়াংখেড়েতে শুরু দ্য সামি শো। পর-পর উইকেটের দেখা পেলেন সামি।

  • 02 Nov 2023 07:36 PM (IST)

    ICC ODI World Cup 2023: চেনা ছন্দে সামি

    তিন বলেই মাথাতেই উইকেট! চরিথ আশালঙ্কাকে ফেরালেন সামি।

  • 02 Nov 2023 07:02 PM (IST)

    ICC ODI World Cup 2023: সিরাজের তৃতীয় সাফল্য়!

    ফের উইকেট হারাল শ্রীলঙ্কা। ফিরলেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। সিরাজের তৃতীয় সাফল্য়।

  • 02 Nov 2023 06:47 PM (IST)

    ICC ODI World Cup 2023: জোড়া ধাক্কা!

    ফের উইকেট হারাল শ্রীলঙ্কা। এ বার ফিরলেন দিমুথ করুণারত্নে।

  • 02 Nov 2023 06:39 PM (IST)

    ICC ODI World Cup 2023: শুরুতেই সাফল্য বুমরার

    শুরুতেই নিশঙ্কাকে ফেরালেন বুমরা।

  • 02 Nov 2023 06:37 PM (IST)

    ICC ODI World Cup 2023: লঙ্কানদের ইনিংস শুরু

    ওপেনিংয়ে পাথুম নিশঙ্কা ও দিমুথ করুণরত্নে।

  • 02 Nov 2023 06:06 PM (IST)

    ICC ODI World Cup 2023: ভারতের ইনিংস শেষ

    লঙ্কানদের ৩৫৮ রানের লক্ষ্য দিল ভারত।

  • 02 Nov 2023 05:52 PM (IST)

    ICC ODI World Cup 2023: ফিরলেন শ্রেয়স!

    ঘরে মাঠে ম্যাজিক দেখাচ্ছিলেন শ্রেয়স। তবে শেষ রক্ষা হল না! ৮২ রান করেই প্যাভিলিয়নে ফিরলেন আইয়ার।

  • 02 Nov 2023 05:28 PM (IST)

    ICC ODI World Cup 2023: হাফ সেঞ্চুরি শ্রেয়সের

    হাল ধরতে নেমে হাফ সেঞ্চুরি শ্রেয়স আইয়ারের।

  • 02 Nov 2023 05:21 PM (IST)

    ICC ODI World Cup 2023: ফিরলেন সূর্য

    রাহুলের পর এ বার ফিরলেন সূর্যকুমার যাদব।

  • 02 Nov 2023 05:08 PM (IST)

    ICC ODI World Cup 2023: চতুর্থ উইকেট হারিয়ে চাপে ভারত!

    বিরাটের পর ফিরলেন লোকেশ রাহুল।

  • 02 Nov 2023 04:33 PM (IST)

    ICC ODI World Cup 2023: ছোঁয়া হল না সচিনের রেকর্ড!

    ছোঁয়া হল না সচিনের রেকর্ড। সেঞ্চুরি থেকে কয়েক রানের দূরত্বে ছিলেন। অবশেষে ফিকলেন বিরাট।

  • 02 Nov 2023 04:30 PM (IST)

    ICC ODI World Cup 2023: আউট ছন্দে থাকা গিল

    সেঞ্চুরি হল না। ৯২ রান করেই প্যাভেলিয়নে ফিরলেন গিল।

  • 02 Nov 2023 03:35 PM (IST)

    ICC ODI World Cup 2023: চলতি বিশ্বকাপে দ্বিতীয় হাফ সেঞ্চুরি গিলের

    বিরাটের পর হাফ সেঞ্চুরি করলেন গিল।

  • 02 Nov 2023 03:26 PM (IST)

    ICC ODI World Cup 2023: হাফ সেঞ্চুরি এল কোহলির ব্যাটে

    আগের ম্যাচের বদলা নিতে হাজির কোহলি। অর্ধ শতরান এল তাঁর ব্য়াটে।

  • 02 Nov 2023 02:48 PM (IST)

    ICC World Cup: গিল-কোহলির ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ

    রোহিত শর্মা আউট হওয়ার পর হাল ধরেছেন বিরাট কোহলি ও শুভমন গিল। দেখতে দেখতে ৪৯ বলে অর্ধশতরানের পার্টনারশিপ পূর্ণ করলেন শুভমন গিল ও বিরাট কোহলি।

  • 02 Nov 2023 02:04 PM (IST)

    ICC ODI World Cup 2023: শুরুতেই ধাক্কা

    চার দিয়ে শুরু করেছিলেন। কিন্তু ভাগ্য সঙ্গ দিল না। ফিরলেন রোহিত শর্মা।

  • 02 Nov 2023 02:02 PM (IST)

    ICC ODI World Cup 2023: ভারতের ইনিংস শুরু

    ভারতের হয়ে ওপেনিংয়ে চেনা রোহিত ও গিল জুটি।

  • 02 Nov 2023 01:57 PM (IST)

    ICC ODI World Cup 2023: দুই দলের একাদশ

    বিস্তারিত পড়ুন: ভারসাম্য ধরে বাখার লক্ষ্যে ভারত, টসের পর কী বলছেন হিটম্যান?

  • 02 Nov 2023 01:34 PM (IST)

    ICC ODI World Cup 2023: টস আপডেট

    টস জিতে রোহিত শর্মাদের ব্যাটিংয়ে পাঠালেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস।

  • 02 Nov 2023 01:11 PM (IST)

    ICC ODI World Cup 2023: বড় ম্যাচের আগে কী আপডেট দিলেন রোহিত?

    বিস্তারিত পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে বোলিংয়ে পরিবর্তন? বড় আপডেট দিলেন রোহিত

  • 02 Nov 2023 01:01 PM (IST)

    ICC ODI World Cup 2023: কী বলছেন লঙ্কান কোচ?

    বিস্তারিত পড়ুন: ভারতের বোলিং আক্রমণকে ঈর্ষা শ্রীলঙ্কা কোচের!

Published On - Nov 02,2023 1:00 PM

Follow Us: