প্রথম টেস্টে একপেশে জয় ভারতের। ইনিংস ও ১৪১ রানের বিশাল ব্যবধানে জিতেছিলেন রোহিতরা। পোর্ট অব স্পেনে চলছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। ঐতিহাসিক ম্যাচ। ভারত-ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্ট খেলছে। এই টেস্টের আগে ভারতীয় শিবিরেও প্রত্যাশা ছিল, একপেশে ম্যাচ যেন না হয়। অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড় বারবার বলেছেন, দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ চ্যালেঞ্জ করবে। দ্বিতীয় দিনের শেষে যেন তেমনটাই মনে হচ্ছে। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
শততম টেস্টের প্রথম দিনের শেষে ৪ উইকেটে ২৮৮ রান করেছিল ভারত। দ্বিতীয় দিন বিরাট কোহলির সেঞ্চুরি এবং অশ্বিন-জাডেজার হাফসেঞ্চুরি। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৪৩৮ রানে। ওয়েস্ট ইন্ডিজের কাছে যে প্রতিরোধ প্রত্যাশা ছিল, সেটাই দেখা গেল। অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট এবং তেজনারায়ণ চন্দ্রপলের ওপেনিং জুটি দারুণ শুরু করে। টেস্ট ক্রিকেটের মতোই ব্যাট করেন। প্রয়োজনে বল ছেড়েছেন, তেমনই রানও করেছেন। গত ম্যাচের মতো তাড়াহুড়ো করতে দেখা যায়নি। ওপেনিং জুটিতে ৭১ রান যোগ করে তারা।
দেশের জার্সিতে এই টেস্টে অভিষেক হয়েছে মুকেশ কুমারের। দ্বিতীয় পরিবর্ত বোলার হিসেবে তাঁকে আক্রমণে আনেন রোহিত শর্মা। প্রথম স্পেলে ৪ ওভারে ১টি মেডেন সহ মাত্র ১০ রান দেন মুকেশ। তবে ব্রেক থ্রু এল অভিজ্ঞ রবীন্দ্র জাডেজার সৌজন্যেই। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ৩৫ তম ওভারে জাডেজার বলে অশ্বিনের ক্যাচ। ৯৫ বলে ৩৩ রানে ফেরেন তেজনারায়ণ চন্দ্রপল। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েটের সঙ্গে বড় জুটি গড়ার চেষ্টায় ওয়েস্ট ইন্ডিজের অভিষেককারী ব্যাটার কার্ক ম্যাকেঞ্জি। দিনের শেষ বলে স্টাম্পিংয়ের সুযোগ ছিল। যদিও সময়মতো বল সংগ্রহ করতে পারেননি ঈশান কিষাণ। ক্রেগ ব্রেথওয়েট জীবন পান। তাহলে হয়তো ২টি উইকেট নিয়ে দিন শেষ করতে পারত ভারত।
দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে ৮৬ রান তুলে নিয়েছে। অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট ৩৭ রানে ক্রিজে রয়েছেন। তরুণ ব্যাটার কার্ক ম্যাকেঞ্জি ১৪ রানে ক্রিজে। শেষ সেশনে ভারতের ঝুলিতে মাত্র এক উইকেট। ওয়েস্ট ইন্ডিজ এখনও পিছিয়ে ৩৫২ রানে। তৃতীয় দিনের প্রথম সেশনে ভারতীয় বোলারদের যে আরও পরিশ্রম করতে হবে, বলাই যায়।