India vs West Indies 2nd T20 Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 31, 2022 | 6:00 PM

সপ্তাহের প্রথম দিন রোহিতরা নামতে চলেছেন পুরানদের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয়ের পথে আরও একধাপ এগোতে।

India vs West Indies 2nd T20 Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ
জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ

Follow Us

সেইন্ট কিটস: শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারত (India) ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) হোয়াইটওয়াশ করেছিল। তারপর রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া জয় দিয়েই ৫ ম্যাচের টি-২০ সিরিজের শুরুটা করেছে। নিকোলাস পুরানদের বিরুদ্ধে টরবায় প্রথম টি-২০ ম্যাচে ১৯১ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল মেন ইন ব্লু। যা পূর্ণ করতে ব্যর্থ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ৬৮ রানের বড় ব্যবধানে সেই ম্যাচে জিতেছিল ভারত। এ বার দ্বিতীয় ম্যাচেও সেই দাপট বজায় রাখতে চাইবেন রোহিতরা। অন্যদিকে পুরানদের সিরিজে সমতা ফেরানোর সুযোগ থাকবে। আগামীকাল ওয়ার্নার পার্কে কোন দল করবে বাজিমাত সেদিকে বিশেষ নজর থাকবে।

হেড টু হেডে নজর দিলে দেখা যায় টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত ২১ টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ১৪টি ম্যাচে জিতেছে ভারত ও ৬টি ম্যাচে জিতেছে ক্যারিবিয়ানরা। অমীমাংসিত ১টি ম্যাচ। পাশাপাশি শেষ ৫ বারের সাক্ষাতে নজর রাখলে দেখা যায়, সবকটি ম্যাচেই জিতেছে ভারত।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি কবে হবে?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি আগামীকাল সোমবার (১ অগস্ট) হবে।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি কোথায় হবে?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে হবে।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৮টা নাগাদ। ম্যাচের আগে ৭ টা ৩০ নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্প্রচার স্বত্ত কিনেছে ফ্যানকোড। ফলে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে ফ্যানকোড নামের ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনে। তবে ফ্যানকোডে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দেখার জন্য সাবস্ক্রিপশন নিতে হবে দর্শকদের। এ ছাড়াও টিভিতে ডিডি স্পোর্টস ১.০-তে লাইভ দেখা যাবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ : রোহিত শর্মা, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাডেজা, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, অর্শদীপ সিং

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য প্রথম একাদশ : শেমার ব্রুকস, শিমরন হেটমায়ার, ওডিন স্মিথ, কাইল মেয়ার্স, কিমো পল, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ওবেদ ম্যাকয়, আকিল হোসেন, আলজারি জোসেফ

Next Article