নয়াদিল্লি: ৫ ম্যাচের টি-২০ সিরিজ (T20) শেষ হলে ভারতের ক্যারিবিয়ান সফরও শেষ হবে। টেস্ট এবং ওডিআই সিরিজে জয় দিয়ে যাত্রা শুরু করেছিল ভারত। ওই দু’টি সিরিজও শেষ অবধি জিতেছিল টিম ইন্ডিয়া। এ দিকে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই হেরেছে হার্দিক পান্ডিয়ার ভারত। যেহেতু, ৫ ম্যাচের টি-২০ সিরিজ, তাই এখনও মেন ইন ব্লুর সিরিজে সমতা ফেরানোর সুযোগ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০তে মাত্র ৪ রানে হেরে গিয়েছিল ভারত। আগামী কাল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ। সিরিজে সমতা ফেরানোর সুযোগ পাবে টিম ইন্ডিয়া। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ।
হেড টু হেডে নজর দিলে দেখা যায় টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ২৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ১৭টি ম্যাচে জিতেছে ভারত ও ৮টি ম্যাচে জিতেছে ক্যারিবিয়ানরা। অমীমাংসিত ১টি ম্যাচ।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি কবে হবে?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি আগামী কাল রবিবার (৬ অগস্ট) হবে।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হবে।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি শুরু হবে রাত ৮টা নাগাদ। ম্যাচের আগে ৭.৩০ মিনিটে টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টেলিভিশনে দূরদর্শনের ছয়টি চ্যানেলে। সেগুলি হল – ডিডি স্পোর্টস, ডিডি পোডিগাই, ডিডি সপ্তগিরি, ডিডি ইয়াদাগিরি, ডিডি বাংলা এবং ডিডি চন্দনা। এ ছাড়া মোবাইলে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-২০ ম্যাচ এবং সিরিজের বাকি ম্যাচগুলি দেখা যাবে ফ্যানকোড অ্যাপ্লিকেশনে। একইসঙ্গে বিনামূল্যে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে দেখা যাবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজ।