সিডনিতে বদলা নিতে নামছেন বিরাটরা

sushovan mukherjee |

Dec 05, 2020 | 3:45 PM

একদিনের সিরিজ হারের পর রবিবার ভারতের সামনে টি-২০ সিরিজ জয়ের হাতছানি। সিডনিতে দ্বিতীয় ম্যাচে অজিদের মুখোমুখি টিম ইন্ডিয়া। জাদেজার বিকল্প খোঁজাটাই চ্যালেঞ্জ বিরাটের সামেন।

সিডনিতে বদলা নিতে নামছেন বিরাটরা
টি-২০ সিরিজ জিততে মরিয়া টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ছবি সৌজন্যে - টুইটার (বিসিসিআই)

Follow Us

TV9 বাংলা ডিজিটাল –   ওয়ান ডে সিরিজ হারের বদলা নিতে পারবে বিরাট কোহলির টিম? সিডনিতে (Sydney) পর পর দুটো ওয়ান ডে ম্যাচ হেরে প্রবল সমালোচনার মুখে পড়েছিল ভারত (India)। সেখান থেকে ক্যানবেরাতে পর পর দুটো জয় আবার ছন্দে ফিরিয়েছে বিরাটদের। বিশেষ করে প্রথম টি-টোয়েন্টি (t20) ম্যাচে অস্ট্রেলিয়ার(Australia) বিরুদ্ধে রীতিমতো দাপট নিয়ে জিতেছে ভারত। সিডনিতে এই ছন্দটাই ধরে রাখতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

কনকাশনের জন্য রবীন্দ্র জাডেজা টি-টোয়েন্টি সিরিজে আর নেই। তাঁর বদলি হিসেবে টিমে এসেছেন শার্দূল ঠাকুর। জাডেজার মতো অলরাউন্ডার না থাকাটা যদি চাপে ফেলে দেয়, তা হলে ভারতের বোলিং ইউনিটের পারফরম্যান্সও স্বস্তিতে রাখছে বিরাটকে।

আরও পড়ুন – বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন পূজারা: বিতর্ক তুঙ্গে

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত শুরুতেই বড় রান তুলতে চাইছে। লোকেশ রাহুল-শিখর ধাওয়ানরা যেমন আছেন, বিরাট নিজেও রান চাইছেন। টপ অর্ডার যদি রান এনে দিতে পারে, তা হলে শুরু থেকেই চাপ তৈরি করা যাবে অজিদের উপর।

ভারত এক দিকে যদি প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে আত্মবিশ্বাসী থাকে, তবে হারের পর কিছুটা হলেও চাপে অস্ট্রেলিয়া। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি টিমে নেওয়া হল স্পিনার নাথান লিয়ঁকে। ২০১৮ সালে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। তরুণ অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের বদলে টিমে এলেন তিনি। তবে মিচেল সোয়েপসনের বদলে তাঁকে খেলানো হবে কিনা, তা নিয়ে প্রশ্ন থাকছে। তার পরও চাপ থেকে যাচ্ছে অস্ট্রেলিয়ান টিমে। কারণ, ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চের চোট। প্রথম ম্যাচে কোমরে চোট পেয়েছেন তিনি। ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন অ্যাগরের চোটের পর কিছুটা হলেও চাপে অজি টিম। দ্বিতীয় ম্যাচে যদি খেলতে না পারেন ফর্মে থাকা ফিঞ্চ, তা হলে বিরাটের টিমই বাড়তি সুবিধা পেয়ে যাবে।

আরও পড়ুন – বিতর্ক মেটাতে অফসাইড নিয়মে বদল আনছে ফিফা

একই সঙ্গে ভারত তাকিয়ে রয়েছে মিডল ও লোয়ার অর্ডারের দিকেও। প্রথম ম্যাচে ব্যর্থতার পর মণীশ পাণ্ডে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সুযোগ পাবেন কিনা, তা নিয়ে প্রশ্ন আছে। ব্যাটে রান নেই সঞ্জু স্যামসনেরও। তাঁকেও এই ম্যাচে কিছু করে দেখাতে হবে। হার্দিক পান্ডিয়া ছন্দে আছেন। লোয়ার অর্ডার যদি শেষ দিকে বাড়তি রান দিতে পারে টিমকে, তা হলে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া যাবে অস্ট্রেলিয়াকে।

টেস্ট সিরিজ শুরুর আগে বিরাটের ভারত মানসিক ভাবে তুঙ্গে থাকতে চাইছে। সেই সঙ্গে বিপক্ষ শিবিরে পাল্টা লড়াইটাও পৌঁছে দিতে চাইছেন ভারতীয় ক্রিকেটাররা। সিডনিতে ওয়ান ডে সিরিজের বদলা নিয়ে সেই শুরু করে ফেলতে চাইছে বিরাট অ্যান্ড কোং।

Next Article