কলকাতা: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) পৌঁছে গেল ভারত। আমেদাবাদ টেস্ট শেষ হওয়ার আগেই WTC ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। আমেদাবাদ টেস্টের পঞ্চমদিনের খেলার মাঝেই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে ভারতের জন্য এসেছে বিরাট সুখবর। ইন্দোর টেস্ট জিতে আগেই ফাইনালে পা রেখেছিল অস্ট্রেলিয়া। প্রতিপক্ষের অপেক্ষায় ছিলেন স্টিভ স্মিথরা। সোমবার ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট শেষ বলের থ্রিলারে জিতে নিয়েছে নিউজিল্যান্ড। তাতেই নিশ্চিত হয়ে যায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ফাইনাল। এই নিয়ে টানা দ্বিতীয়বার WTC ফাইনালে পৌঁছল ভারত (India vs Australia)। সেবার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে খেতাব হাতছাড়া হয় ভারতের। বিরাট যন্ত্রণা দিয়েছিলেন কেন উইলিয়ামসন, রস টেলররা। কাকতালীয়ভাবে সেই নিউজিল্যান্ডের (New Zealand Cricket) কল্যাণেই দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত! বিস্তারিত রইল TV9 Bangla-র এই প্রতিবেদনে।
কোনও অঙ্ক ছাড়াই WTC ফাইনাল নিশ্চিত করতে ভারতকে এই সিরিজ ৩-১ ব্য়বধানে জিততে হত। আমেদাবাদ টেস্টে যা গতিপ্রকৃতি তাতে ম্যাচ ড্র হলে বর্ডার-গাভাসকর সিরিজ ২-১ ব্যবধানে জিতত ভারত। এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কা ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল রোহিতদের। দ্বিতীয় দল হিসেবে ফাইনালে যাওয়ার দৌড়ে ভারতের সঙ্গে ছিল শ্রীলঙ্কাও। তার জন্য় নিউজিল্য়ান্ডের মাটিটে টেস্ট সিরিজ ২-০ ব্য়বধানে জিততে হত শ্রীলঙ্কাকে। কিন্তু প্রথম টেস্টে নিউজিল্য়ান্ডের ২ উইকেটে নাটকীয় জয় শ্রীলঙ্কাকে ছিটকে দিল। শেষ বল থ্রিলারে শ্রীলঙ্কাকে হারাল নিউজিল্যান্ড। ভারতের কাজ সহজ করে দিল ২০১৯/২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন নিউজিল্য়ান্ড। শ্রীলঙ্কা দৌড় থেকে ছিটকে যেতেই ফাইনালে পৌঁছে যায় ভারত।
A thriller in Christchurch. #NZvSL pic.twitter.com/7hv2j4bEjJ
— BLACKCAPS (@BLACKCAPS) March 13, 2023
অস্ট্রেলিয়া টিম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৮ ম্যাচের মধ্যে ১১টি ম্যাচ জিতেছে। তাদের পয়েন্ট পার্সেন্টেজ ৬৮.৫২। পয়েন্ট টেবলের প্রথম স্থানে রয়েছেন প্যাট কামিন্সরা। সেখানে দ্বিতীয় স্থানে থাকা টিম ইন্ডিয়ার পয়েন্ট পার্সেন্টেজ ৬০.২৯। ভারত এখনও পর্যন্ত ১৭ টেস্টের মধ্যে ১০টিতে জয়, ৫টি ম্যাচে হার এবং দুটি ম্যাচ ড্র হয়েছে। গত ২০ বছরে পুরুষদের ক্রিকেটে কোনও আইসিসি ইভেন্টের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। শেষবার ২০০৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনাল খেলেছিল দুটি দল। আগামী ৭ থেকে ১১ জুন লন্ডনের ওভালে চলবে ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।