IND W vs AUS W: ভারতের ‘ঐতিহাসিক’ জয়ের পথে বাধা স্নায়ুর চাপ

Dec 23, 2023 | 5:58 PM

India vs Australia Only Test: ভারতীয় শিবিরে ক্রমশ মাথাব্যাথা হয়ে উঠেছিলেন অভিজ্ঞ এলিস পেরি ও ভাইস ক্যাপ্টেন তাহিলা ম্যাকগ্রা। টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি রয়েছে পেরির। তিনি ক্রিজে জমে গেলে ভারতের চাপ বাড়বে এমনটাই প্রত্যাশিত। হাফসেঞ্চুরির পর তাঁকে ফেরান স্নেহ রানা। ভারতকে ম্যাচে ফেরান অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁর গোল্ডেন আর্ম কাজে দেয়। দুই সেট ব্যাটার তাহিলা ম্যাকগ্রা ও অজি অধিনায়ক অ্যালিসা হিলির উইকেট হরমনপ্রীতের দখলে।

IND W vs AUS W: ভারতের ঐতিহাসিক জয়ের পথে বাধা স্নায়ুর চাপ
Image Credit source: X

Follow Us

মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম বার টেস্ট খেলছে ভারত ও অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। শুধু তাই নয়, ১৯৮৪ সালের পর প্রথম বার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলছে ভারত। মেয়েদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে দশ বার মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। এখনও জয়ের স্বাদ পায়নি ভারত। ওয়াংখেড়ে টেস্টের দ্বিতীয় দিন শেষে অ্যাডভান্টেজ ছিলেন হরমনপ্রীতরা। এমনকি মনে করা হচ্ছিল, ইনিংসেও জয় আসতে পারে। তৃতীয় দিন ম্যাচের পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। ম্যাচের চতুর্থ তথা শেষ দিন যা কিছুই হতে পারে। আসল হল, স্নায়ুর চাপ ধরে রাখা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দ্বিতীয় দিনের শেষে ম্যাচের রাশ পুরোপুরি ভারতের হাতেই ছিল। ৭০ রান করে ক্রিজে ছিলেন দীপ্তি শর্মার মতো ব্যাটার। উল্টোদিক পূজা বস্ত্রকারের মতো অলরাউন্ডার। প্রত্যাশা ছিল, তৃতীয় দিন অন্তত একশো রান যোগ করতে পারবে ভারত। লিড অন্তত ২৫০ হতে পারতো। যদিও সেটা হয়নি। দীপ্তি শর্মা আগের দিনের স্কোরের সঙ্গে ৮ রান যোগ করেই ফেরেন। লোয়ার অর্ডারে তেমন সহযোগিতা মেলেনি। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৪০৬ রানে। লিড ১৮৭ রানের।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ২১৯ রানেই অলআউট করেছিল ভারত। ৪ উইকেট নিয়ে বোলিং আক্রমণকে নেতৃত্ব দিয়েছিলেন পূজা বস্ত্রকার। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে অনেকটাই গুছিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের প্রথম ব্রেক থ্রু রিচার বুদ্ধিতে। শট খেলতে এগিয়েছিলেন বেথ মুনি। শর্ট লেগে বল ধরে উইকেটে মারেন রিচা। বল কোথায় ছিল, এটা বুঝতে অনেক দেরি হয় মুনির। ৪৯ রানে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি ভাঙে।

ভারতীয় শিবিরে ক্রমশ মাথাব্যাথা হয়ে উঠেছিলেন অভিজ্ঞ এলিস পেরি ও ভাইস ক্যাপ্টেন তাহিলা ম্যাকগ্রা। টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি রয়েছে পেরির। তিনি ক্রিজে জমে গেলে ভারতের চাপ বাড়বে এমনটাই প্রত্যাশিত। হাফসেঞ্চুরির পর তাঁকে ফেরান স্নেহ রানা। ভারতকে ম্যাচে ফেরান অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁর গোল্ডেন আর্ম কাজে দেয়। দুই সেট ব্যাটার তাহিলা ম্যাকগ্রা ও অজি অধিনায়ক অ্যালিসা হিলির উইকেট হরমনপ্রীতের দখলে।

তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ২৩৩। সব মিলিয়ে তাদের লিড ৪৬ রান। শেষ দিন প্রথম সেশনে অস্ট্রেলিয়াকে অলআউট করতে পারলে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারবে ভারত। স্নায়ুর চাপ সামলানোটাও প্রয়োজন। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে গভীরতা অনেক। তৃতীয় দিনের শেষে ক্রিজে রয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যাশলে গার্ডনার। নামা বাকি জেস জোনাসনের। এই তিন উইকেট নিলে তবেই অজিদের অলআউট করা সম্ভব। চতুর্থ দিন প্রথম সেশন ভারত কেমন বোলিং করে, তার ওপরই এখন জয় নির্ভর করছে।

Next Article