কলকাতা: হার্দিক পান্ডিয়া কবে মাঠে ফিরবেন? এ যেন লাখ টাকার প্রশ্ন। এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলা যায় না। যা পরিস্থিতি, আরও কয়েক মাস লাগতে পারে। এ ক্ষেত্রে নানা প্রশ্ন উঠছে। প্রথম দুটি বিষয় সামনে আনা যাক। প্রথমত, হার্দিক পান্ডিয়া কি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে পারবেন? যদি খেলেন, বিশ্বকাপে তাঁকে পাওয়া যাবে? এমন অনেক প্রশ্নই উঠছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই শুধু নয়, দেশের জন্যও এই প্রশ্ন জোরালো হচ্ছে। এখনও অবধি যা খবর, ২২ মার্চ শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক দিকে, মুম্বই ইন্ডিয়ান্সে ক্যাপ্টেন্সি ক্রাইসিস, তেমনই ভারতীয় দলে পেস বোলিং অলরাউন্ডার। কোনটার সুরাহা হবে, বলা কঠিন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে ভারতের চতুর্থ ম্যাচেই চোট পান হার্দিক পান্ডিয়া। মনে করা হয়েছিল, চোট তেমন গুরুতর নয় এবং দ্রুতই ফিরবেন। পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয় তাঁকে। অপেক্ষা বাড়ে। বোর্ডের এক সূত্র জানায়, সেমিফাইনালে পাওয়া যাবে হার্দিককে। তবে সেই সূত্র আর মেলেনি। বিশ্বকাপ থেকেই ছিটকে যান হার্দিক পান্ডিয়া। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ কিংবা দক্ষিণ আফ্রিকা সফরে সাদা বলের ক্রিকেটেও পাওয়া যায়নি হার্দিককে।
দক্ষিণ আফ্রিকা সফর শেষে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সেই সিরিজেও যে হার্দিক খেলবেন না, এ কথা বলাই যায়। এর মাঝেই আইপিএলে দলবদল অবশ্য সেরে নিয়েছেন হার্দিক পান্ডিয়া। ট্রেডিংয়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন হার্দিক। রোহিত শর্মাকে সরিয়ে দ্রুতই হার্দিককে অধিনায়কও ঘোষণা করে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিকের ফিটনেসের যা পরিস্থিতি, তাঁকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও পাওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে। হার্দিক না হলে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন কে?
মুম্বই ইন্ডিয়ান্স যখন রিটেনশন লিস্ট জমা দেয়, সে সময় ক্যাপ্টেন ছিলেন রোহিতই। ট্রেডিংয়ে হার্দিককে নেওয়ার পর ক্যাপ্টেন করা হয়। একান্তই যদি হার্দিক পান্ডিয়া আইপিএল খেলতে না পারেন, তা হলে মুম্বইয়ের ক্যাপ্টেন কে! রোহিতকে ফের দায়িত্ব দেওয়া হবে? দায়িত্ব দিলেই রোহিত নেবেন এরও নিশ্চয়তা নেই। বিকল্প হতে পারেন জসপ্রীত বুমরা কিংবা সূর্যকুমার যাদব। তবে রোহিতকে ক্যাপ্টেন্সি থেকে সরানো নিয়ে যে ভাবে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন স্কাই ও বুমরা, তাঁরাও কি নেতৃত্ব নেবেন? সন্দেহ থাকেই।
সমস্যা তৈরি হতে পারে জাতীয় দলের জন্যও। হার্দিককে একান্তই যদি আইপিএলে পাওয়া যায়, তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া যাবে তো! সে সময় ওয়ার্কলোড ম্যানেজের প্রসঙ্গও উঠবে। হার্দিকের মতো অলরাউন্ডার না থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপে কম্বিনেশন বাছাইয়ের ক্ষেত্রে সমস্যায় পড়বে ভারতীয় টিম ম্যানেজমেন্টও। শুধু তাই নয়, তাঁকে ভবিষ্যতের ক্যাপ্টেনও মনে করা হচ্ছিল!