India vs South Africa, Live Streaming: ট্রফি জয়ের শেষ লড়াই, রবিবাসরীয় ভারত-দক্ষিণ আফ্রিকার মহারণ কখন, কোথায়, কীভাবে দেখবেন?
IND W vs SA W, Women's World Cup 2025 Live Streaming: ক্রিকেট বিশ্ব পেতে চলেছে নতুন চ্যাম্পিয়ন। রবিবার আইসিসি মেয়েদের ওডিআই বিশ্বকাপ ফাইনালে হরমনপ্রীত কৌরের ভারত নামতে চলেছে লরা উলভার্টের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

কলকাতা: আর একটা রাতের অপেক্ষা। রবিবার বিশ্বকাপের শেষ লড়াইয়ে নামবে হরমনপ্রীত কৌরের ভারত (India)। সামনে শক্তিশালী প্রতিপক্ষ লরা উলভার্টের দক্ষিণ আফ্রিকা (South Africa)। টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট তারা। আর ভারত রেকর্ড রান তাড়া করে অস্ট্রেলিয়ার মতো আর এক শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে। গ্রুপ পর্বে টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি। তবে ফাইনালে নামার আগে আত্মবিশ্বাসী হ্যারির দল। ওডিআইতে এর আগে ভারত ও দক্ষিণ আফ্রিকার মেয়েরা ৩৪ বার মুখোমুখি হয়েছে। তাতে ভারতের মেয়েরা জিতেছে ২০ বার। আর প্রোটিয়াদের জয় ১৩ বার। এক ম্যাচ অমীমাংসিত। এ বার দেখার রবি-রাতে কোন দল করে বাজিমাত। বিশ্বকাপে যে টিমই জিতবে, সেটি তাদের প্রথম খেতাব।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কবে হবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি আগামিকাল রবিবার (২ নভেম্বর) হবে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে হবে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি শুরু হবে বিকেল ৩টে নাগাদ। ম্যাচের আগে ২.৩০মিনিটে টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটির লাইভ টেলিকাস্ট দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিওহটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি জিওহটস্টার ওয়েবসাইটে। একইসঙ্গে ভারত-দক্ষিণ আফ্রিকার মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটেও।
