IND-W vs SL-W T20 live Score: সপ্তম এশিয়া কাপ এল ভারতের ঝুলিতে

| Edited By: | Updated on: Oct 15, 2022 | 4:36 PM

India vs Sri Lanka, Women's Asia Cup Final LIVE Score Updates in Bengali: দেখুন মহিলাদের এশিয়া কাপে ভারত (India) বনাম শ্রীলঙ্কার (Sri Lanka) ফাইনাল ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

IND-W vs SL-W T20 live Score: সপ্তম এশিয়া কাপ এল ভারতের ঝুলিতে
IND-W vs SL-W T20 live Score: এশিয়া কাপ দখলের শেষ লড়াইয়ে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা

সিলেট: আজ সিলেটে সপ্তম এশিয়া কাপ ট্রফির লক্ষ্যে নেমেছিল হরমনপ্রীত কৌরের ভারত। সামনে ছিল চামারি আতাপাত্তুর শ্রীলঙ্কা। মহিলাদের এশিয়া কাপে (Asia Cup 2022) শ্রীলঙ্কার বিরুদ্ধেই জয় দিয়ে অভিযান শুরু করেছিল স্মৃতি মান্ধানারা। আর টুর্নামেন্টের শেষটাও ভারত করল শ্রীলঙ্কাকে হারিয়ে। পুরো টুর্নামেন্ট জুড়ে (Women’s Asia Cup) তেমন কোনও চ্য়ালেঞ্জের সামনে পড়তে হয়নি টিম ইন্ডিয়াকে। গ্রুপ পর্বে বিসমা মারুফের পাকিস্তানের কাছে এক মাত্র হেরেছিল ভারত। ২০০৪ সালে মহিলাদের এশিয়া কাপের উদ্বোধনী সংস্করণ থেকে শুরু করে ২০২২ সাল অবধি এই টুর্নামেন্টের ফাইনালে মোট ৫ বার মুখোমুখি হল ভারত এবং শ্রীলঙ্কা। আর পাঁচ বারই চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা। আজ, টসে জিতে প্রথমে ব্যাটিং করে  ৯ উইকেট হারিয়ে ৬৫ রান তোলে শ্রীলঙ্কা। ৮.৩ ওভারে ৭১ রান তুলে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় ভারত।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 15 Oct 2022 03:29 PM (IST)

    কে পেলেন প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার?

    প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেলেন ভারতের রেনুকা সিং।

  • 15 Oct 2022 03:28 PM (IST)

    প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পেলেন দীপ্তি

    প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পেলেন দীপ্তি শর্মা।

  • 15 Oct 2022 03:18 PM (IST)

    এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

    • এই নিয়ে সপ্তম বার এশিয়া কাপ ট্রফি হাতে তুলল ভারত।
    • মহিলাদের এশিয়া কাপ ফাইনালে সিলেটে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা।
    • প্রথমে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ৬৫ রান তোলে চামারি আতাপাত্তুরা।
    • রান তাড়া করতে নেমে ৮.৩ ওভারে ৭১ রান তুলে ফেলে ভারত।

  • 15 Oct 2022 02:58 PM (IST)

    ৫ ওভারে ভারত ৪০/২

    • খেলা বাকি এখনও ১৫ ওভারের।
    • প্রথম ৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ৪০ রান তুলেছে ভারত।
    • ম্যাচ জিতে এশিয়া কাপ ট্রফি হাতে তুলে নেওয়ার জন্য ভারতকে এখনও তুলতে হবে ২৬ রান।
  • 15 Oct 2022 02:56 PM (IST)

    জেমাইমার স্টাম্প ছিটকে দিলেন কবিশা

    পঞ্চম ওভারের তৃতীয় বলে জেমাইমা রডরিগজের স্টাম্প ছিটকে দিলেন কবিশা দিলহারি। দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলল ভারত।

  • 15 Oct 2022 02:52 PM (IST)

    শেফালি আউট

    চতুর্থ ওভারের চতুর্থ বলে শেফালি ভার্মার উইকেট তুলে নিলেন ইনোকা রনবীরা। ৮ বলে ৫ রান করে মাঠ ছাড়লেন শেফালি।

  • 15 Oct 2022 02:48 PM (IST)

    ৩ ওভারে ভারত ২৫/০

    এখনও ১৭ ওভারের খেলা বাকি। প্রথম ৩ ওভারের মধ্যে ২৫ রান তুলে ফেলেছে ভারতের ওপেনিং জুটি।

  • 15 Oct 2022 02:38 PM (IST)

    ভারতের ইনিংস শুরু

    টার্গেট ৬৬। রান তাড়া করতে নামলেন স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা

  • 15 Oct 2022 02:28 PM (IST)

    শ্রীলঙ্কার ইনিংস শেষ

    • টসে জিতে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ৬৫ রান তোলে শ্রীলঙ্কা।
    • এশিয়া কাপের ফাইনাল ম্যাচে জয়ের জন্য ভারতকে তুলতে হবে ৬৬ রান।
    • ভারতের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন রেনুকা সিং (৩)। চামারিদের বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে অল্পের জন্য হ্যাটট্রিক হাতছাড়া করেছেন রেনুকা। ৩ ওভার বল করে ১টি মেডেনসহ ৫ রান দিয়ে ৩টি উইকেট নেন রেনুকা।
    • ভারতের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন রাজেশ্বরী গায়কোয়াড় ও স্নেহ রানা।
    • শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক রান করেছেন ইনোকা রনবীরা (১৮)।
  • 15 Oct 2022 02:14 PM (IST)

    সুগন্ধিকা কুমারিকে ফেরালেন স্নেহ রানা

    ১৬ ওভারের শেষ বলে সুগন্ধিকা কুমারির স্টাম্প ছিটকে দিলেন স্নেহ রানা। নবম উইকেট হারিয়ে ফেলল শ্রীলঙ্কা।

  • 15 Oct 2022 02:03 PM (IST)

    ওসাদি রনসিংঘে ফিরলেন প্যাভিলিয়নে

    রাজেশ্বরী গায়কোয়াড় ভারতকে এনে দিলেন অষ্টম উইকেট। ওসাদি রনসিংঘে ২০ বল খেলে ১৩ রান করে মাঠ ছাড়লেন।

  • 15 Oct 2022 01:51 PM (IST)

    ১০ ওভারে শ্রীলঙ্কা ২৬/৭

    • প্রথম ১০ ওভারের খেলা শেষ
    • রীতিমতো চাপে শ্রীলঙ্কা
    • শুরুর ১০ ওভারেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে চামারি আতাপাত্তুর দল
    • শ্রীলঙ্কার ইনিংসের মাঝপথে স্কোরবোর্ডে উঠেছে ২৬ রান
  • 15 Oct 2022 01:48 PM (IST)

    লঙ্কানদের সপ্তম উইকেটের পতন

    নবম ওভারের তৃতীয় বলে স্নেহ রানা তুলে নিলেন মালশা শেহানির উইকেট। সপ্তম উইকেট হারিয়ে ফেলল শ্রীলঙ্কা।

  • 15 Oct 2022 01:38 PM (IST)

    নিলাক্ষী আউট

    রাজেশ্বরী গায়কোয়াড় তুলে নিলেন নিলাক্ষী ডি সিলভার উইকেট। ৮ বলে ৪ রান করে মাঠ ছাড়লেন নিলাক্ষী।

  • 15 Oct 2022 01:32 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে শেষ।
    • প্রথম ৬ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে ১৬ রান তুলেছে শ্রীলঙ্কা।
  • 15 Oct 2022 01:31 PM (IST)

    কবিশা আউট

    পরপর উইকেট হারাচ্ছে শ্রীলঙ্কা। ষষ্ঠ ওভারে রেনুকা তুলে নিলেন কবিশা দিলহারির উইকেট।

  • 15 Oct 2022 01:22 PM (IST)

    রান আউট হাসিনি

    রান আউট হয়ে মাঠ ছাড়লেন হাসিনি পেরেরা।

  • 15 Oct 2022 01:21 PM (IST)

    অনুষ্কা রান আউট

    তৃতীয় ওভারে হর্ষিতাকে ফেরানোর পরের বলেই রান আউট হলেন অনুষ্কা

  • 15 Oct 2022 01:19 PM (IST)

    হর্ষিতা আউট

    তৃতীয় ওভারের তৃতীয় বলে রেনুকা ঠাকুর তুলে নিলেন হর্ষিতা সমরবিক্রমার উইকেট।

  • 15 Oct 2022 01:15 PM (IST)

    ৩ ওভারে শ্রীলঙ্কা ৯/১

    প্রথম ৩ ওভারের খেলা শেষ। তৃতীয় ওভারের চতুর্থ বলে অধিনায়ক চামারি আতাপাত্তুর উইকেট হারিয়ে ফেলল লঙ্কানরা।

  • 15 Oct 2022 01:13 PM (IST)

    রান আউট চামারি

    প্রথম ধাক্কা খেল শ্রীলঙ্কা। রান আউট হলেন অধিনায়ক চামারি আতাপাত্তু। ১২ বল খেলে মাত্র ৬ রান করলন চামারি।

  • 15 Oct 2022 01:00 PM (IST)

    শ্রীলঙ্কার ইনিংস শুরু

    শ্রীলঙ্কার ইনিংস শুরু। ওপেনিংয়ে চামারি আতাপাত্তু এবং অনুষ্কা সঞ্জীবনী। বল হাতে এগিয়ে এলেন দীপ্তি শর্মা।

  • 15 Oct 2022 12:43 PM (IST)

    ভারতের একাদশ

    ফাইনাল ম্যাচে ভারতীয় দলে একটি পরিবর্তন। রাধা যাদবের জায়গায় ভারতের একাদশে এসেছেন দয়ালান হেমলতা।

    এক নজরে ভারতের একাদশ: স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, জেমাইমা রডরিগজ, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপার), পূজা বস্ত্রকার, দীপ্তি শর্মা, দয়ালান হেমলতা, স্নেহ রানা, রেনুকা ঠাকুর ও রাজেশ্বরী গায়কোয়াড়।

  • 15 Oct 2022 12:40 PM (IST)

    শ্রীলঙ্কার একাদশ

    এক নজরে দেখে নিন শ্রীলঙ্কার একাদশ: চামারি আতাপাত্তু (অধিনায়ক), অনুষ্কা সঞ্জীবনী (উইকেটকিপার), হর্ষিতা সমরবিক্রমা, নিলাক্ষী ডি সিলভা, হাসিনি পেরেরা, ওসাদি রনসিংঘে, কবিশা দিলহারি, মালশা শেহানি, সুগন্ধিকা কুমারি, ইনোকা রনবীরা ও অচিনি কুলসূর্য।

  • 15 Oct 2022 12:38 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু।

  • 15 Oct 2022 12:22 PM (IST)

    দুই দলের রোড টু ফাইনাল

    ফাইনালের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগে এক নজরে দেখে নিন কোন পথে ফাইনালে উঠল দুই দল —

    পড়ুন বিস্তারিত: Women’s Asia Cup 2022 Final: এশিয়া কাপের শেষ লড়াইয়ে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা, এক নজরে দুই দলের রোড টু ফাইনাল

  • 15 Oct 2022 12:13 PM (IST)

    মহিলাদের এশিয়া কাপের ফাইনালে, ট্রফির ‘চাবি’ স্পিনাররাই

    মেয়েদের এশিয়া কাপে (Asia Cup 2022) শ্রীলঙ্কার বিরুদ্ধেই অভিযান শুরু করেছিল ভারত। আজ, শনিবার ফাইনালে প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কাই।

    পড়ুন বিস্তারিত: Asia Cup 2022: এশিয়া কাপ ফাইনাল, ট্রফির ‘চাবি’ স্পিনাররাই

  • 15 Oct 2022 12:04 PM (IST)

    সেজে উঠেছে ফাইনালের মঞ্চ

    আর এক ঘণ্টা পর সিলেটে মহিলাদের এশিয়া কাপের ফাইনালে নামতে চলেছে ভারত-শ্রীলঙ্কা।

Published On - Oct 15,2022 12:00 PM

Follow Us: