INDW vs WIW, T20I Live Score: রিচা-হরমনপ্রীতের ব্যাটে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জিতল ভারত

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Feb 18, 2023 | 5:29 PM

India vs West Indies, T20 World Cup Live Score: কেপটাউনে আজ টি-২০ বিশ্বকাপে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ। দেখুন এই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

INDW vs WIW, T20I Live Score: রিচা-হরমনপ্রীতের ব্যাটে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জিতল ভারত
Image Credit source: গ্রাফিক্স: টিভি৯ বাংলা

Follow Us

উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামের ঘোর কাটিয়ে মাঠে নামছেন দেশের মেয়েরা। টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করেছে ভারত। আজ হরমনপ্রীত কৌরদের ক্যারিবিয়ান চ্যালেঞ্জ। পাকিস্তানের বিরুদ্ধে দলের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা খেলতে পারেননি আঙুলের চোটের কারণে। তাঁর অনুপস্থিতিতে ভারতকে জেতানোর দায়িত্ব তুলে নিয়েছিলেন জেমাইমা রডরিগজ, রিচা ঘোষরা। আঠেরোতম ওভারে পরপর তিনটি চার মেরে জয় পাকা করে নেন রিচা ঘোষ। জেমাইমার দুরন্ত অর্ধশতরান ছিল ভারতের জয়ের আর এক অন্যতম চালিকাশক্তি। ৩৮ বলে ৫৩ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ক্যাপ্টেন হরমনপ্রীতের চিন্তা দূর হতে চলেছে। কারণ আশঙ্কা দূর করে ফিরছেন স্মৃতি। এতে টপ অর্ডারও অনেকটা নির্ভরতা পাবে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 15 Feb 2023 09:49 PM (IST)

    এক নজরে

    ১. ৬ উইকেটে ম্যাচ জিতল ভারত।

    ২. সর্বোচ্চ ৪৪ রান রিচা ঘোষের।

    ৩. ৪২ বলে ৩৩ রান ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের।

    ৪. ২৩ বলে ২৮ রান শেফালি ভার্মার।

    ৫. পরপর দুটি ম্যাচে জয় ভারতের।

  • 15 Feb 2023 09:44 PM (IST)

    জিতল ভারত

    ৬ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ম্যাচ জিতল ভারত।


  • 15 Feb 2023 09:15 PM (IST)

    হরমনপ্রীত কৌর এবং রিচা ঘোষ জুটি

    ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন হরমনপ্রীত কৌর এবং রিচা ঘোষ জুটি। দ্বিতীয় ম্যাচ জয়ের দোরগোড়ায় ভারত।

  • 15 Feb 2023 08:41 PM (IST)

    আউট শেফালি

    ২৩ বলে ২৮ রান করে ফিরলেন শেফালি ভার্মা। ৭.১ ওভারে ৪৩ রানে তিন উইকেট হারাল ভারত।

  • 15 Feb 2023 08:29 PM (IST)

    কট অ্যান্ড বোল্ড জেমাইমা

    ১ রানে ফিরলেন জেমাইমা। ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫ রান ভারতের।

  • 15 Feb 2023 08:25 PM (IST)

    আউট স্মৃতি

    প্রথম উইকেট হারাল ভারত। ১০ রান করে ফিরলেন স্মৃতি মান্ধানা। ৩.৩ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৩২ রান ভারতের।

  • 15 Feb 2023 08:16 PM (IST)

    স্মৃতি শেফালির ব্যাটে ঝড়

    ওপেনিংয়ে নেমে ঝড় তুলেছেন শেফালি-স্মৃতি। চার, ছক্কায় দিশেহারা ক্যারিবিয়ান বোলাররা।

  • 15 Feb 2023 08:07 PM (IST)

    রান তাড়ায় নামল ভারত

    ওপেনিংয়ে শেফালি-স্মৃতি। রান তাড়ায় নামল ভারত।

  • 15 Feb 2023 08:02 PM (IST)

    এক নজরে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস

    ১. ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৮ রান ওয়েস্ট ইন্ডিজের।

    ২. দীপ্তি শর্মা ৩টি উইকেট নিলেন।

    ৩. টি-২০তে ১০০ উইকেট পূর্ণ করলেন দীপ্তি।

    ৪. প্রথম ভারতীয় হিসেবে এই মাইলস্টোন গড়লেন দীপ্তি।

    ৫. ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪২ রান স্টেফানি টেলরের।

     

  • 15 Feb 2023 08:00 PM (IST)

    দীপ্তির ইতিহাস

    প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-২০তে ১০০ উইকেট পূর্ণ করলেন দীপ্তি শর্মা। ১৫ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন তিনি। দীপ্তিকে শুভেচ্ছা জানালেন ক্যাপ্টেন হরমনপ্রীত।

  • 15 Feb 2023 07:58 PM (IST)

    ইনিংসের সমাপ্তি

    ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৮ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ।

  • 15 Feb 2023 07:56 PM (IST)

    তৃতীয় উইকেট দীপ্তির

    ম্যাচে দীপ্তির তৃতীয় উইকেট। ১৯.২ ওভারে অ্যাফি ফ্লেচারকে বোল্ড আউট করলেন। ওয়েস্ট ইন্ডিজ ১১৫/৬।

  • 15 Feb 2023 07:55 PM (IST)

    পঞ্চম উইকেট হারাল ক্যারিবিয়ানরা

    ১৮.৬ ওভারে সাবিকা গজনবির উইকেট নিলেন রেণুকা সিং ঠাকুর। ৫ উইকেট হারিয়ে ১১৪ রান। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫তম উইকেট রেণুকার।

  • 15 Feb 2023 07:35 PM (IST)

    ফের উইকেট

    রান আউট হয়ে ফিরতে হল চিনেলি হেনরিকে (২)। ১৪.২ ওভারে ৭৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলল ক্যারিবিয়ানরা।

  • 15 Feb 2023 07:30 PM (IST)

    জোড়া উইকেট দীপ্তির

    ১৩তম ওভারের শেষ বলে ওপেনার স্টেফানি টেলরকে এলবিডব্লিউ দীপ্তির। ১৩.৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৮ রান।

  • 15 Feb 2023 07:25 PM (IST)

    দীপ্তির ঝটকা

    স্টেফানি ক্যাম্পবেলকে ফেরালেন দীপ্তি শর্মা। ১৩.৩ ওভারে দ্বিতীয় উইকেট খোয়াল ওয়েস্ট ইন্ডিজ। স্কোর ৭৭/২।

  • 15 Feb 2023 07:15 PM (IST)

    ১০ ওভারে ৫৩ রান

    প্রাথমিক ধাক্কা কাটিয়ে ম্যাচের রাশ ধরে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৩ রান তাদের। ক্রিজে স্টেফানি টেলর এবং সিমেন ক্যাম্পবেল।

  • 15 Feb 2023 07:01 PM (IST)

    ৬ ওভারে ২৯/১

    পাওয়ার প্লে ওভারে ১ উইকেট হারিয়ে ২৯ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।

  • 15 Feb 2023 06:48 PM (IST)

    প্রথমেই ঝটকা

    ক্যাপ্টেন হ্যালে ম্যাথিউজকে ফেরালেন পূজা বস্ত্রকার। দ্বিতীয় ওভারের প্রথম বলে দলীয় ৪ রানে আউট হন ক্যারিবিয়ান ক্যাপ্টেন।

  • 15 Feb 2023 06:34 PM (IST)

    শুরু ম্যাচ

    ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেনিংয়ে হ্যালে ম্যাথিউজ ও স্টেফানি টেলর। বল হাতে রেণুকা সিং ঠাকুর।

  • 15 Feb 2023 06:21 PM (IST)

    ওয়েস্ট ইন্ডিজের একাদশ

    হ্যালে ম্যাথিউজ, স্টেফানি টেলর, সিমেন ক্যাম্পবেল, সাবিকা গজনবি, চিনেলে হেনরি, চেডিয়ান নেশন, অ্যাফি ফ্লেচার, শমিলা কনেল, রাশদা উইলিয়ামস, শাকেরা সেলমান, কারিশ্মা রামহারাক।

  • 15 Feb 2023 06:18 PM (IST)

    ফিরলেন স্মৃতি

    ভারতের একাদশ: শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, জেমিমা রডরিগজ, হরমনপ্রীত কৌর, রিচা ঘোষ, দেবিকা বৈদ্য, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়, রেণুকা ঠাকুর।

  • 15 Feb 2023 06:15 PM (IST)

    টস আপডেট

    টস জিতে প্রথমে ব্যাটিং করবে ওয়েস্ট ইন্ডিজ। দলে ফিরলেন স্মৃতি মান্ধানা।

  • 15 Feb 2023 05:41 PM (IST)

    নিলামের পর প্রথম ম্যাচ

    মুম্বই উইমেন্স প্রিমিয়র লিগের মেগা নিলামের পর প্রথম ম্যাচ হরমনপ্রীত কৌরদের।