ক্যান্টারবেরি : ইংল্যান্ডে (INDWvsENGW) ইতিহাস গড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিল ভারত। ১৯৯৯ সালে শেষ বার ইংল্যান্ডের মাটিতে ওয়ান ডে সিরিজ জিতেছিল ভারতীয় মহিলা দল। ২৩ বছরের ব্যবধানে ফের সিরিজ জয়। কিংবদন্তি ঝুলন গোস্বামী (Jhulan Goswami) এই সিরিজের পর অবসর নেবেন। তাঁকে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে সতীর্থদের! প্রথম ওয়ান ডে জিতে, সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা বলেছিলেন, ‘এই সিরিজ ঝুলুদির জন্য। আমরা সর্বস্ব দিয়ে খেলব।’ কথা রাখলেন সতীর্থরা। দ্বিতীয় ওয়ান ডে-তে ইংল্যান্ডকে ৮৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ নিশ্চিত করল ভারত। লর্ডসে ঝুলনের বিদায়ী ম্যাচে অনেক চাপমুক্ত খেলতে পারবে ভারতীয় দল। এ দিনের জয়ে বাড়তি কৃতিত্ব প্রাপ্য অধিনায় হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) ও পেসার রেনুকা সিং ঠাকুরের।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক অ্যামি জোন্স। দ্বিতীয় ওভারেই শেফালি ভার্মার উইকেট নিয়ে ভারতকে বড় ধাক্কা দেন অভিজ্ঞ পেসার ক্যাথরিন ক্রস। দলীয় ৯৯ রানে তৃতীয় উইকেট হিসেবে আউট সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা (৪০)। তখনও আন্দাজ করা যায়নি, এরপর ঝড় আসতে চলেছে। অধিনায়ক হরমনপ্রীত ব্যাটে এল সেই ঝড়। শুরুতে কিছুটা সময় নিলেন। হরলীন দেওলের সঙ্গে ১২৫ বলে ১১৩ রানের জুটি। হরলীন আউট হলেও রানের গতি থামেনি। পূজা বস্ত্রকারের সঙ্গে ৩৬ বলে ৫০ রান যোগ করেন হরমনপ্রীত। ততক্ষণে ঝড় তুলেছেন হরমন। এরপর দীপ্তি শর্মার সঙ্গে মাত্র ২৪ বলে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটি। এর মধ্যে ১৫ বলে ৪৯ হরমনের। অধিনায়ক হরমনপ্রীত কৌরের ১১১ বলে অপরাজিত ১৪৩ রানের চোখ ধাঁধানো ইনিংস। ৩৩৩-৫ এর বিশাল স্কোর ভারতের। জবাবে ইংল্যান্ড ২৪৫ রানেই অলআউট।
কমনওয়েলথ গেমসের মতো অনবদ্য পারফর্ম করেন রেনুকা সিং ঠাকুর। ১০ ওভারে ৫৭ রান দিয়ে নিলেন ৪ উইকেট। ঝুলন উইকেট না পেলেও রান আটকান। ৭ ওভারে দিয়েছেন মাত্র ৩১ রান। ড্যানি ওয়্যাট সর্বাধিক ৬৫ রান করেন। শেষ দিকে ভারতকে অস্বস্তিতে ফেলেন চার্লি ডিন। ৪৪ বলে ৩৭ রানের ইনিংস। তবে ভারতের রানের পাহাড়ের সামনে যথেষ্ট ছিল না।
শনিবার লর্ডসে সিরিজের শেষ ওয়ান ডে। ঝুল গোস্বামীর বিদায়ি ম্যাচ। অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, ‘আমাদের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। যারাই সুযোগ পেয়েছে, প্রত্যেকে অবদান রেখেছে। ঝুলনও বলছিল, লর্ডসে ওর শেষ ম্যাচ। লর্ডসের ম্যাচটা আমাদের কাছেও স্পেশাল। ঝুলন অবসর নিতে চলেছে।’