Harmanpreet Kaur: বিরাট মাইলস্টোন ছুঁয়ে কোহলিদের সঙ্গে এক আসনে হরমনপ্রীত

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jan 31, 2023 | 5:59 PM

Virat Kohli: হরমনপ্রীতের ভিডিয়ো প্রকাশ করেছে সেই জুতো প্রস্তুতকারক সংস্থা। যা আবার টুইট করেছেন বিরাট কোহলিও। ধোনি, রোহিত শর্মা, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, শুভমন গিলরাও এই সংস্থার অন্যতম মুখ।

Harmanpreet Kaur: বিরাট মাইলস্টোন ছুঁয়ে কোহলিদের সঙ্গে এক আসনে হরমনপ্রীত
Image Credit source: twitter, Instagram

Follow Us

নয়াদিল্লি: বিরাট কোহলিকে ছুঁলেন হরমনপ্রীত কৌর। তবে মাঠে নয়, মাঠের বাইরে বিরাট মাইলস্টোন স্পর্শ ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কের। এক জনপ্রিয় জুতো প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন হরমনপ্রীত কৌর। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও সেই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এ বার সেই আসনে ভাগ বসালেন হরমনপ্রীত। মেয়েদের টি-টোয়েন্টিতে চতুর্থ ব্যাটার হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড রয়েছে হ্যারির ঝুলিতে। একমাত্র ভারতীয় ব্যাটার, যিনি কুড়ি ওভারের ফরম্যাটে শতরান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৬টা সেঞ্চুরি আছে হরমনপ্রীত কৌরের দখলে। তার মধ্যে ৫টাই একদিনের ক্রিকেটে। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তাঁর ঝুলিতে। বিস্তারিত TV9Bangla-য়।

জনপ্রিয় জুতো প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে বেশ আপ্লুত হরমনপ্রীত। ভিডিয়ো বার্তায় ভারত অধিনায়ক বলেন, ‘এত তারকার মাঝেও এরকম একটি জনপ্রিয় সংস্থার মুখ হয়ে উঠতে বেশ ভালো লাগছে। ভারতীয় মহিলা ক্রিকেটের উন্নতিতেও কাজে লাগতে পারব। এটা সবে শুরু। আমি নিশ্চিত, এর দ্বারা অনেক মেয়েদের ক্রিকেটে আসার স্বপ্ন পূরণ হবে। নতুন যাত্রা শুরুর জন্য আমি মুখিয়ে রয়েছি।’

হরমনপ্রীতের ভিডিয়ো প্রকাশ করেছে সেই জুতো প্রস্তুতকারক সংস্থা। যা আবার টুইট করেছেন বিরাট কোহলিও। ধোনি, রোহিত শর্মা, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, শুভমন গিলরাও এই সংস্থার অন্যতম মুখ। সেখানে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে জুড়লেন হরমনপ্রীত। তাঁর নেতৃত্বে মেয়েদের ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারান হরমনপ্রীতরা। ২ তারিখ ফাইনালে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। পরের মাসে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের অনূর্ধ্ব ১৯ মেয়েদের ক্রিকেট দল উদ্বোধনী বিশ্বকাপ জিতেছে। এ বার হরমনপ্রীতদের উপর প্রত্য়াশা থাকবে, সিনিয়র দলও যাতে সেই দক্ষিণ আফ্রিকা থেকে বিশ্বকাপ নিয়ে ফিরতে পারে।

Next Article
Sourav Ganguly: দিল্লির সাপ্লাই লাইন তৈরিতে ইডেনে বাংলার ম্যাচে নজর সৌরভের!
India vs New Zealand, 3rd T20I Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচ