শিখর নন, রাহুলেই এখন আস্থা বিরাটের

Mar 11, 2021 | 7:44 PM

ভারতের ওপেনিং জুটি নিয়ে সকলের মনেই প্রশ্ন উঠছিল। সেই প্রশ্নের উত্তর দিলেন খোদ ভারত অধিনায়ক (Virat Kohli)।

শিখর নন, রাহুলেই এখন আস্থা বিরাটের
শিখর নন, রাহুলেই এখন আস্থা বিরাটের

Follow Us

আমদাবাদ: মোতেরায় কাল শুরু ভারত-ইংল্যান্ডের (India vs England) প্রথম টি-২০ ম্যাচ। নতুন মোতেরায় জো রুটের ইংল্যান্ডকে টেস্টের ২টো ম্যাচে হারিয়েছিল বিরাট কোহলির (Virat Kohli) ভারত। এ বার কুড়ি-বিশের ক্রিকেটে কোহলির ভারত কেমন পারফর্ম করে সেটা দেখার অপেক্ষায়। প্রথম টি-২০-র আগে ভারত অধিনায়ক জানিয়েছেন, ওপেনিং জুটি হিসেবে রোহিত (Rohit Sharma) ও রাহুলকেই (KL Rahul) বেছে নেওয়া হচ্ছে।

ভারতেই বসবে টি-২০ বিশ্বকাপের আসর। তাই বিশ্বকাপের কথা মাথায় রেখেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট দল নামাবে। ভারতের ওপেনিং জুটি নিয়ে সকলের মনেই প্রশ্ন উঠছিল। সেই প্রশ্নের উত্তর দিলেন খোদ ভারত অধিনায়ক। বিরাট বলেছেন, “রোহিত এবং কেএল রাহুল ভারতের টপ অর্ডারে ধারাবাহিক পারফরম্যান্স বজায় রেখেছে। রোহিত যখন খেলছে ওপেনিং জুটি বাছাই করা খুবই সহজ। রোহিত-রাহুল জুটিই দলের ইনিংস শুরু করবেন।”

আরও পড়ুন: ফেরার লড়াই শুরু জাডেজার

বিরাটের কথায় পরিস্কার বোঝা যাচ্ছে, ভারতের আর এক ওপেনার শিখর ধাওয়ানকে এখন অপেক্ষা করতে হবে। ধাওয়ানের ওপেনিং করার ব্যাপারে বিরাট বলেছেন, “এই পরিস্থিতিতে রোহিত যদি বিশ্রাম নেয় এবং রাহুল যদি কোনও চোট পায়, তাহলে তৃতীয় ওপেনার হিসেবে জায়গা পাবে শিখর। আর তা না হলে রাহুল এবং রোহিতই ভারতের হয়ে ইনিংস শুরু করবেন।”

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের পারফম্যান্সও ছিল বেশ নজরকাড়া। ক্রিকেট মহলের একাংশ তাঁকে টি-২০ দলে ফেরানোর কথাও তুলেছিল। কুড়ি বিশের ক্রিকেটে অশ্বিন দলে ফিরবেন কিনা, এই প্রশ্নের উত্তরে ক্যাপ্টেন কোহলি বলেছেন, “ওয়াশিংটন আমাদের হয়ে দারুণ খেলছে। একই ক্ষমতার দুই ক্রিকেটারকে দলে রাখা সম্ভব নয়। ওয়াশি যদি ভালো পারফর্ম না করত তা হলে আলাদা ব্যাপার হত।”

আরও পড়ুন: পন্থকে ওর মতো খেলতে দিন: রোহিত

Next Article