Sourav Ganguly Birthday: পুরা লন্ডন ঠুমকদা…জন্মদিনে কন্যা সানার সঙ্গে জমিয়ে নাচ সৌরভের

Sourav Ganguly-Indian Cricket: বাবার কাছে কন্যা যেমন প্রিন্সেস, তেমনই কন্যার কাছে তাঁর বাবাই প্রথম এবং একমাত্র হিরো। ক্রিকেট মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গিয়েছে অন্য মেজাজে। ভারতীয় ক্রিকেটে আগ্রাসনের আগমন সৌরভের সৌজন্যেই। একটা সময় অবধি ভারতীয় ক্রিকেটে প্রচলিত কথা ছিল, দেশে বাঘ-বিদেশে বেড়াল।

Sourav Ganguly Birthday: পুরা লন্ডন ঠুমকদা...জন্মদিনে কন্যা সানার সঙ্গে জমিয়ে নাচ সৌরভের
Image Credit source: X, ScreenGrab
Follow Us:
| Updated on: Jul 08, 2024 | 10:09 AM

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন আজ। গত কাল ছিল ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির জন্মদিন। আজ ভারতীয় ক্রিকেটকে অন্ধকার থেকে আলোয় ফেরানো সৌরভের। বছরের অনেকটা সময় ছুটি কাটাতে লন্ডনে থাকেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এ বারও জন্মদিন কাটছে লন্ডনেই। বাবার কাছে কন্যা যেমন প্রিন্সেস, তেমনই কন্যার কাছে তাঁর বাবাই প্রথম এবং একমাত্র হিরো। ক্রিকেট মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গিয়েছে অন্য মেজাজে। ভারতীয় ক্রিকেটে আগ্রাসনের আগমন সৌরভের সৌজন্যেই। একটা সময় অবধি ভারতীয় ক্রিকেটে প্রচলিত কথা ছিল, দেশে বাঘ-বিদেশে বেড়াল। সৌরভের নেতৃত্বে সেই প্রবাদ ঘুচিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। পরবর্তীতে সেই ব্যাটন বয়ে নিয়ে যান মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মারা। আজ ভারতীয় ক্রিকেটের দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন।

সৌরভ গঙ্গোপাধ্যায়কে সিরিয়াস মুডেই বেশি দেখা যায়। অন্তত খেলার মাঠে তাই। ভারতীয় ক্রিকেটকে যেমন মাঠে নেতৃত্ব দিয়েছেন তেমনই প্রশাসক হিসেবেও। দীর্ঘ সময় বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। পর্দার আড়ালে এর কৃতিত্ব রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। তিনি বোর্ড সভাপতি থাকাকালীনই রোহিত শর্মাকে পাকাপাকি ভাবে সব ফরম্যাটে অধিনায়ক করা হয়। আর কোচ হিসেবে ভারতীয় দলের দায়িত্ব নিতে রাহুল দ্রাবিড়কে রাজী করিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ই।

ক্রিকেটার এবং প্রশাসক সৌরভ এখন ‘প্রাক্তন’। হয়তো ক্রিকেট প্রশাসনে পরবর্তীতে ফিরতে দেখা যাবে। সৌরভ এখন পরিবারকে সময় দিচ্ছেন। মাঝ রাতে জন্মদিনের কেক কেটে সেলিব্রেশন। কন্যা সানা গঙ্গোপাধ্যায়ও কম যান না। ‘গম্ভীর’ বাবাকেও লন্ডনের রাস্তায় ডান্স করালেন। বাবা-মেয়ে জুটিতে পুরা লন্ডন ঠুমকদা গানে জমিয়ে নাচলেন। ভারতীয় ক্রিকেটে আজ ‘দাদা’ ডে। ৫২ বছরে পা রাখলেন প্রিন্স অব কলকাতা।