Women’s T20 World Cup 2023: তেইশের প্রত্যাশা : স্মৃতিদের হাতে উঠুক বিশ্বকাপ

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 30, 2022 | 3:39 PM

Year Ender 2022: বাইশ শেষের সুর বেজে গিয়েছে। বাকি হাতে গোনা দিন। তারপরই নতুন বছরকে বরণ করে নেবে বিশ্ববাসী। সেই সঙ্গেই তেইশ নিয়ে থাকবে অনেক প্রত্যাশা। ভারতীয় মহিলা ক্রিকেট দলের হাতে উঠুক বিশ্বকাপের শিরোপা। প্রত্যাশা থাকবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের।

1 / 6
২০১৭ সাল থেকে আরও বেশি চর্চায় ভারতীয় মহিলা ক্রিকেট দল। ২০১৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে মাত্র ৯ রানে হার। ইংল্য়ান্ডের বিরুদ্ধে তীরে এসে তরী ডুবেছিল ভারতের। ছবি: টুইটার

২০১৭ সাল থেকে আরও বেশি চর্চায় ভারতীয় মহিলা ক্রিকেট দল। ২০১৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে মাত্র ৯ রানে হার। ইংল্য়ান্ডের বিরুদ্ধে তীরে এসে তরী ডুবেছিল ভারতের। ছবি: টুইটার

2 / 6
ভারতীয় মহিলা ক্রিকেটে সোনালি দিন আসব আসব করেও যেন আসছে না। শেষ ধাপে পৌঁছেও খালি হাতেই ফিরতে হয়েছে। ফর্ম্য়াট যাই হোক, গত টি২০ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে হরমনপ্রীতদের। ছবি: টুইটার

ভারতীয় মহিলা ক্রিকেটে সোনালি দিন আসব আসব করেও যেন আসছে না। শেষ ধাপে পৌঁছেও খালি হাতেই ফিরতে হয়েছে। ফর্ম্য়াট যাই হোক, গত টি২০ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে হরমনপ্রীতদের। ছবি: টুইটার

3 / 6
এ বছর এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সুদূর অতীতে এটাই তাদের সেরার ট্রফি। ছবি: টুইটার

এ বছর এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সুদূর অতীতে এটাই তাদের সেরার ট্রফি। ছবি: টুইটার

4 / 6
২০২৩ সালে, নতুন বছরেি মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়। এতদিন সেমিফাইনাল এবং ফাইনাল অবধিই সীমাবদ্ধ থেকেছে ভারতের সাফল্। ছবি: টুইটার

২০২৩ সালে, নতুন বছরেি মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়। এতদিন সেমিফাইনাল এবং ফাইনাল অবধিই সীমাবদ্ধ থেকেছে ভারতের সাফল্। ছবি: টুইটার

5 / 6
ভারতের সামনে বড় পরীক্ষা। ২০২৩ টি-টোয়েন্টিতে গ্রুপ বি'তে ভারতের সঙ্গে আছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ছবি: টুইটার

ভারতের সামনে বড় পরীক্ষা। ২০২৩ টি-টোয়েন্টিতে গ্রুপ বি'তে ভারতের সঙ্গে আছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ছবি: টুইটার

6 / 6
ভারতীয় মহিলা ক্রিকেট দলের হাতে এখনও পর্যন্ত ওঠেনি আইসিসির কোনও শিরোপা। হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানাদের হাতে বিশ্বকাপ দেখার প্রত্যাশা থাকবে ক্রিকেট প্রেমীদের কাছে। ছবি: টুইটার

ভারতীয় মহিলা ক্রিকেট দলের হাতে এখনও পর্যন্ত ওঠেনি আইসিসির কোনও শিরোপা। হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানাদের হাতে বিশ্বকাপ দেখার প্রত্যাশা থাকবে ক্রিকেট প্রেমীদের কাছে। ছবি: টুইটার

Next Photo Gallery