Indian Cricket: ব্র্যান্ড ভ্যালুর নিরিখে শীর্ষে ভারতের যে পাঁচ ক্রিকেটার…

Cricketer's Brand Value: বয়স কিংবা অন্য কিছু ব্যাপার নয়। পারফরম্যান্স ভালো হলে সমর্থকরা মাথায় তুলে রাখেন। তার ছাপ পড়ে ব্র্যান্ড ভ্যালুতেও। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ব্র্যান্ড ভ্যালুতে কোন পাঁচ ক্রিকেটার এগিয়ে?

Indian Cricket: ব্র্যান্ড ভ্যালুর নিরিখে শীর্ষে ভারতের যে পাঁচ ক্রিকেটার...
Image Credit source: X
Follow Us:
| Updated on: Aug 27, 2024 | 12:18 AM

যব তক বল্লা চলেগা…। ক্রিকেটে খুব কমন কথা। শুধু ক্রিকেটেই কেন, সব খেলার ক্ষেত্রেই যেন এমন। আসলে যতদিন সেই ক্রীড়াবিদ ফর্মে, তাঁর ব্র্যান্ড ভ্যালু হাই। ফর্ম পড়লে, চোখের আড়াল হলে ব্র্যান্ড ভ্যালুও কমতে থাকে। ক্রিকেটের ক্ষেত্রে যেন আরও বেশি। অন্তত ভারতে তাই। এ দেশে ক্রিকেটাররা অনেক বলিউড তারকার চেয়েও বেশি স্পটলাইটে থাকেন। তাঁর বয়স কিংবা অন্য কিছু ব্যাপার নয়। পারফরম্যান্স ভালো হলে সমর্থকরা মাথায় তুলে রাখেন। তার ছাপ পড়ে ব্র্যান্ড ভ্যালুতেও। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ব্র্যান্ড ভ্যালুতে কোন পাঁচ ক্রিকেটার এগিয়ে?

এক নজরে দেখে নেওয়া যাক…

  1. ব্র্যান্ড ভ্যালুর প্রসঙ্গ উঠলে প্রথমেই যাঁর কথা মনে পড়ে, তিনিই এগিয়ে। বিরাট কোহলি। ক্রিকেট বিশ্বের কিং কোহলি ব্র্যান্ড ভ্যালুতেও শীর্ষে। ২০০৮ সালে অনূর্ধ্ব ১৯ জেতে ভারত। বিরাট কোহলির নেতৃত্বে। সে বারই সিনিয়র দলে ডাক পান। অভিষেকও হয়। দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ হোক বা আইপিএল, ধারাবাহিকতা বজায় রেখেছেন বিরাট কোহলি। সঙ্গে বেড়েছে তাঁর ব্র্যান্ড ভ্যালুও। শুধু ব্যাটিংয়ের ক্ষেত্রেই নয়, তাঁর জীবন যাপন, ফিটনেসও তরুণ প্রজন্মের কাছে উদাহরণ। সে কারণে তাঁর ব্র্যান্ড এনডোর্সমেন্টের সীমানাও বেড়েছে।
  2. বিরাট কোহলির পরই রয়েছেন ভারতের ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও খেলেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও তাঁর ব্র্যান্ড ভ্যালু কমেনি। মাঠের পাশাপাশি ব্র্যান্ড এনডোর্সমেন্টের ক্ষেত্রেও যেন ধারাবাহিকতা বজায় রেখেছেন মহেন্দ্র সিং ধোনি। রিয়াল এস্টেট থেকে ক্রীড়াসরঞ্জাম সর্বক্ষেত্রেই মাহি বিরাজমান।
  3. এই খবরটিও পড়ুন

  4. তালিকায় তিনি থাকবেন না এও আবার হয় নাকি! কথা হচ্ছে ভারতীয় ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরের। ভারতীয় ক্রিকেটে সচিন তেন্ডুলকর ছিলেন ভরসার নাম। তেমনই দেশের প্রতিটি ঘরেই এখনও একই রয়ে গিয়েছেন। সচিন তেন্ডুলকর কিছু বলছেন মানে ভরসা করা যায়, এই বিশ্বাস রয়ে গিয়েছে। ব্র্যান্ড এনডোর্সমেন্টেও তাই সচিন তেন্ডুলকর সেই জায়গা ধরে রেখেছেন।
  5. হিটম্যান রয়েছেন চার নম্বরে। একটা সময় অবধি সাদা-বলের ক্রিকেটেই রোহিতের দক্ষতা নজরকাড়া ছিল। ক্রমশ তিন ফরম্যাটেই নিজেকে মেলে ধরেছেন। ক্যাপ্টেন হওয়ার পর থেকে তাঁর ব্র্যান্ড ভ্যালু আরও বেড়েছে। টি-টোয়েন্টিতে বিশ্বকাপ জয় সম্পূর্ণ। এ বার ক্যাপ্টেন হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতেই নজর হিটম্যানের।
  6. তালিকায় শীর্ষ পাঁচে রয়েছেন কুংফু পান্ডিয়াও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং জাতীয় দলের হয়ে একটা সময় ধারাবাহিক ছিলেন। গত মরসুমে অবশ্য আইপিএলে ভালো কাটেনি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন হার্দিক পান্ডিয়া। তবে গত কয়েক বছর ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সৌজন্যে ব্র্যান্ড ভ্যালুতেও অনেক এগিয়ে হার্দিক পান্ডিয়া। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথম পাঁচেই রয়েছেন।