India vs South Africa: ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ নির্ণায়ক ম্যাচে নতুন প্রজন্মের পরীক্ষা

Dec 21, 2023 | 10:00 AM

IND vs SA 3rd ODI Preview: এখনও অবধি ওয়ান ডে সিরিজে ভারতের প্রাপ্তি সাই সুদর্শন। গত আইপিএলে গুজরাট টাইটান্সে খেলেছেন। এ বারও তাঁকে রিটেন করেছে টাইটান্স। প্রথম ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সুযোগ। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ধারাবাহিক পারফরম্যান্সে নিয়মিত হয়ে উঠেছেন। তামিলনাডু প্রিমিয়ার লিগ, আইপিএল, এমার্জিং এশিয়া কাপে ভারত এ দল। যা সুযোগ এসেছে, কাজে লাগিয়েছেন বাঁ হাতি তরুণ ব্যাটার সাই।

India vs South Africa: ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ নির্ণায়ক ম্যাচে নতুন প্রজন্মের পরীক্ষা
Image Credit source: X

Follow Us

পার্ল: বৃষ্টি না হলে! হয়তো টি-টোয়েন্টি সিরিজেরও ফয়সালা হত। দক্ষিণ আফ্রিকা সফরে বৃষ্টিতে প্রথম টি-টোয়েন্টি ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির ছায়া। হেরেছিল ভারত। ফলে টি-টোয়েন্টি সিরিজ কার্যত হয়ে দাঁড়ায় দু-ম্যাচের। শেষ ম্যাচে অনবদ্য জয়ে যুগ্মবিজয়ী ভারত। ওয়ান ডে সিরিজে পরিস্থিতি অন্য। অর্শদীপ সিং ও আবেশ খানের বোলিং দাপটে প্রথম ওয়ান ডে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে মিডল ও লোয়ার অর্ডার ব্যাটিং ভরসা দিতে পারেননি। অর্শদীপ, আবেশ ভালো বোলিং করলেও উইকেট আসেনি। সব মিলিয়ে কঠিন পরীক্ষায় পড়েছিল ভারতের নতুন প্রজন্ম। আজ সিরিজ নির্ণায়ক ম্যাচে আরও বড় পরীক্ষার সামনে তাঁরা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এখনও অবধি ওয়ান ডে সিরিজে ভারতের প্রাপ্তি সাই সুদর্শন। গত আইপিএলে গুজরাট টাইটান্সে খেলেছেন। এ বারও তাঁকে রিটেন করেছে টাইটান্স। প্রথম ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সুযোগ। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ধারাবাহিক পারফরম্যান্সে নিয়মিত হয়ে উঠেছেন। তামিলনাডু প্রিমিয়ার লিগ, আইপিএল, এমার্জিং এশিয়া কাপে ভারত এ দল। যা সুযোগ এসেছে, কাজে লাগিয়েছেন বাঁ হাতি তরুণ ব্যাটার সাই। দক্ষিণ আফ্রিকা সফরেই প্রথম বার ভারতীয় দলে সুযোগ। অভিষেক সিরিজে টানা দু-ম্যাচেই হাফসেঞ্চুরি।

বেরহায় দ্বিতীয় ওয়ান ডে-তে অভিষেক হয়েছে রিঙ্কু সিংয়ের। টি-টোয়েন্টি ফরম্যাটে দক্ষতা প্রমাণ করেছেন। সেই ফর্ম জারি রয়েছে জাতীয় দলেও। গত ম্যাচেই ওয়ান ডে অভিষেক হয় রিঙ্কুর। ব্যাটিংয়ে শুরুটা ভালো হলেও বড় ইনিংস আসেনি। পরীক্ষামূলক ভাবে এক ওভার বোলিংয়ের সুযোগ পান এবং উইকেটও নেন রিঙ্কু। তাঁর মূল ভূমিকা মিডল অর্ডার ব্যাটিং। সিরিজ নির্ণায়ক ম্যাচে ভারতীয় শিবিরে নজর থাকবে রিঙ্কুর দিকেই। তিনি যে শুধুমাত্র ফিনিশার নন, প্রয়োজনে ইনিংস হোল্ড করতে ও বড় ইনিংস খেলতে পারেন, ওয়ান ডে-তে সেটাও প্রমাণ করার সুযোগ।

সামনেই টেস্ট সিরিজ। দক্ষিণ আফ্রিকাও একঝাঁক তরুণ ক্রিকেটারকে খেলাচ্ছে। বাঁ হাতি পেসার নান্দ্রে বার্গার গত ম্যাচে নজর কেড়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে শেষ মুহূর্তে দলও পেয়েছেন। তেমনই ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করে চর্চায় টোনি ডি জর্জিও। সিরিজ এখন ১-১। আজ শেষ ম্যাচে দু-দলের নতুন প্রজন্মের কাছে অনেক কিছু প্রমাণের সুযোগ।

Next Article