IPL 2024: ‘আমি আছি তো’, কাকে বলেছিলেন ধোনি? ‘রাঁচির গেইল’কে চেনেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 21, 2023 | 11:28 PM

MS Dhoni on Robin Minz: 'রাঁচির গেইল'কে চেনেন? তৈরি হয়ে নিন, তাঁকে চেনার জন্য। মহেন্দ্র সিং ধোনির শহরের ছেলের ওপর দুবাইতে হওয়া আইপিএলের মিনি নিলামে টাকার বৃষ্টি হয়েছে। বয়স তাঁর ২১। নিলামে তাঁর দিকে একাধিক ফ্র্যাঞ্চাইজির নজর ছিল। শেষমেশ ধোনিপ্রেমী রবিন মিঞ্জকে নিলামের ধুন্ধুমার লড়াইয়ে কিনে নিয়েছে গুজরাট টাইটান্স।

IPL 2024: আমি আছি তো, কাকে বলেছিলেন ধোনি? রাঁচির গেইলকে চেনেন?
IPL 2024: 'আমি আছি তো', কাকে বলেছিলেন ধোনি? 'রাঁচির গেইল'কে চেনেন?

Follow Us

রাঁচি: ‘রাঁচির গেইল’কে চেনেন? না চিনলে তৈরি হয়ে নিন, তাঁকে চেনার জন্য। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) শহরের ছেলের ওপর দুবাইতে হওয়া আইপিএলের মিনি নিলামে (IPL 2024 Auction) টাকার বৃষ্টি হয়েছে। বয়স তাঁর মাত্র ২১। এ বারের আইপিএল নিলামে তাঁর দিকে একাধিক ফ্র্যাঞ্চাইজির নজর ছিল। শেষমেশ ধোনিপ্রেমী রবিন মিঞ্জকে (Robin Minz) নিলামের ধুন্ধুমার লড়াইয়ে কিনে নিয়েছে গুজরাট টাইটান্স। মহেন্দ্র সিং ধোনির হাত তাঁর মাথায় এমনিতেই ছিল। তাই মাহি কয়েকদিন আগে রবিনের বাবাকে কথা দিয়েছিলেন, তিনি পাশে রয়েছেন, চিন্তা নেই।

আসলে দিনকয়েক আগে বিমানবন্দরে ধোনির সঙ্গে রবিন মিঞ্জের বাবা ফ্রান্সিস জেভিয়ার দেখা হয়েছিল। রবিনের বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মী। তিনি রাঁচি বিমানবন্দরে নিরাপত্তারক্ষীর কাজের সঙ্গে যুক্ত। ধোনি কয়েকদিন আগে রাঁচির বিমানবন্দরে রবিনের বাবাকে বলেছিলেন, ‘যদি কোনও টিম রবিনকে নিলামে না কেনে, তা হলে সিএসকে ওকে কিনে নেবে।’ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে রবিনের বাবা জানিয়েছেন যে দিন আইপিএলের নিলাম হল, সেই সময় ডিউটিতে ছিলেন তিনি। রবিন দল পেতেই ফ্রান্সিসের এক সহকর্মী তাঁকে এসে বলেন, ‘আরে ফ্রান্সিস স্যার আপনি তো কোটিপতি হয়ে গিয়েছেন।’

ঝাড়খণ্ডের গুমলা জেলার ছেলে রবিন রাঁচির সনেট ক্রিকেট ক্লাবে তিনজন কোচের অধীনে অনুশীলন করেন। রবিনের ব্যাটিং কোচ আসিফ হক। তিনি ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলের সঙ্গে তুলনা করেছেন। তাঁর কথায়, ‘আমরা রবিনকে রাঁচির গেইল বলে ডাকি। ও বাঁ-হাতি লম্বা লম্বা ছক্কা মারে। নতুন যুগের ক্রিকেটার। প্রথম বল থেকেই বোলারদের চাপে ফেলতে ভালোবাসে।’

মহেন্দ্র সিং ধোনির ছেলেবেলার কোচ চঞ্চল ভট্টাচার্য তুলে এনেছেন রবিনকে। তিনি বলেন, ‘ধোনির যখন ভারতীয় দলে অভিষেক হয়েছিল, তখন রাঁচিতে একটা মাত্র ক্রিকেট অ্যাকাডেমি ছিল। এখন এখানে ১৫টা ক্রিকেট অ্যাকাডেমি রয়েছে। রাঁচিতে উইকেটকিপিং গ্লাভসের চাহিদা বেড়েছে। তরুণ ক্রিকেটাররা লম্বা লম্বা চুল রাখা পছন্দ করছে।’

রবিনের বাবা ফ্রান্সিসও খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন। এবং অ্যাথলেটিক্সের প্রতি তাঁর ভালোবাসার ফলে সেনাবাহিনীতে চাকরি পেয়েছিলেন তিনি। সশস্ত্র বাহিনীতে যোগদানের পর রবিনের পরিবার রাঁচিতে চলে আসে। সেখানেই রবিন ক্রিকেট খেলা শুরু করেছিলেন ২০০০ সালের সময় বেশিরভাগ বাচ্চাদের মতোই রবিনও ধোনির মতোই হতে চেয়েছিলেন।

রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে এক ক্যাম্পের সময় রবিনের খেলা দেখেছিলেন ধোনি। সেই সময় মাহি তাঁকে বলেছিলেন, ‘ভালো খেলো তুমি। একটু সময় নিয়ে ক্রিজে টিকে থাকবে। উইকেট ছুড়ে আসবে না। একটা ছক্কা মারার পর চেষ্টা করবে সিঙ্গল নেওয়ার। ওই ওভারেই আরও একটা ছয় মারার চেষ্টা করবে না।’ ধোনির এই পরামর্শ বরাবর মনে রাখেন রবিন। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে নজর কেড়েছেন। এ বার দেখার ধোনির শহরের ছেলে আইপিএলে গুজরাটের একাদশে সুযোগ পেলে কেমন খেলেন।

Next Article