কলকাতা: ক্রিকেটের কিং তিনি… ফিটনেসেরও রাজা… সেই তিনিই কিনা ইয়ো ইয়ো টেস্টে সেরা নন। যে কোনও ক্রিকেট প্রেমীরই অবাক হওয়ার কথা। বিরাট কোহলি (Virat Kohli) বরাবরই নিজের ফিটনেস নিয়ে প্রচণ্ড সচেতন। তবুও তিনি ইয়ো ইয়ো টেস্টে (Yo Yo test) সেরা নন। এমনটা কোহলি ভক্তদের কাছে মানা কঠিন হলেও সত্যি। বিরাট টিম ইন্ডিয়ার (Team India) ক্যাপ্টেন থাকাকালীন ভারতীয় দলে এসেছিল ইয়ো ইয়ো টেস্ট। সেখানে পাস মার্কস পেলে তবে ক্রিকেটারদের জন্য জাতীয় দলে খেলার দরজা খুলত। টিম ইন্ডিয়ার কোনও সদস্যই ফিটনেসের দিক থেকে কোহলির ধারেকাছে নেই। কিন্তু তারপরও ইয়ো ইয়ো টেস্টে অতীতে কোহলিকে ছাপিয়ে গিয়েছিলেন ২ ভারতীয় ক্রিকেটার। কারা তাঁরা? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
২০১৭ সাল থেকে ইয়ো ইয়ো টেস্ট দিয়ে ভারতীয় ক্রিকেটে ক্রিকেটারদের ফিটনেসের মান পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় একজন ক্রিকেটারের ১৭.১ স্কোর হলে তবে তাঁকে ভারতীয় দলে নেওয়া হয়। এই ইয়ো ইয়ো টেস্ট আসলে কী? ইয়ো ইয়ো টেস্ট হল, ক্রিকেটারদের গতি এবং সহনশীলতা পরীক্ষা করার জন্য ২ কিমি সময়ের সার্কিট ট্রায়াল। নির্বাচনের জন্য উপলব্ধ সকল ক্রিকেটারকে সময়ে সময়ে এই বাধ্যতামূলক পরীক্ষার মুখোমুখি হতে হয়।
বিরাট কোহলি অতীতে ইয়ো ইয়ো টেস্টে ১৯ স্কোর করেছিলেন। যা এই টেস্টের অন্যতম সর্বাধিক স্কোর। ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও অতীতে ইয়ো ইয়ো টেস্টে ১৯ স্কোর করেছিলেন। তাঁকেও ভারতীয় টিমের অন্যতম ফিট ক্রিকেটার বলে ধরা হয়। অতীতে ২০১৮ সালের ইয়ো ইয়ো টেস্ট দেখলে বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিয়েছিলেন মনীশ পান্ডে। তিনি এই টেস্টে ১৯.২ স্কোর করেছিলেন। সে বছরই মায়াঙ্ক ডাগরও ইয়ো ইয়ো টেস্টে কোহলির স্কোর ছাপিয়ে গিয়েছিলেন। ২০১৮ সালে মায়াঙ্ক ডাগার ইয়ো ইয়ো টেস্টে ১৯.৩ স্কোর করেছিলেন। আহমেদ বান্দে নামের জম্মু ও কাশ্মীরের এক ক্রিকেটার ২০১৮ সালে মনীশ ও মায়াঙ্কের ইয়ো ইয়ো টেস্টে স্কোরের রেকর্ডও টপকে গিয়েছিলেন। তিনি সে বার ১৯.৪ স্কোর করেছিলেন।