T20 World Cup 2024: বিশ্বকাপ ফাইনাল, ‘প্রার্থনা শুরু…’, ধোনির বায়োপিকের সেই মুহূর্তই দেশজুড়ে

IND vs SA, T20 WC 2024 Final: এ বারের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি টুর্নামেন্টের দুই অপরাজিত দল। ভারত ও দক্ষিণ আফ্রিকা। চব্বিশের কুড়ি-বিশের বিশ্বকাপে ফিরবে প্রথম চ্যাম্পিয়নরা নাকি ইতিহাস গড়বে দক্ষিণ আফ্রিকা? তা জানার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

T20 World Cup 2024: বিশ্বকাপ ফাইনাল, 'প্রার্থনা শুরু...', ধোনির বায়োপিকের সেই মুহূর্তই দেশজুড়ে
Follow Us:
| Updated on: Jun 29, 2024 | 1:21 PM

কলকাতা: অপেক্ষার আর মাত্র কয়েকটা ঘণ্টা। ভারতীয় সময় অনুযায়ী শনিবার রাত ৮টা থেকে বিশ্বকাপ (T20 World Cup 2024) ফাইনাল। ভারতীয় ক্রিকেট প্রেমীরা প্রবল ভাবে চাইছেন বিশ্বকাপ ট্রফি উঠুক বিরাট-রোহিতদের হাতে। এ বারের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি টুর্নামেন্টের দুই অপরাজিত দল। ভারত ও দক্ষিণ আফ্রিকা। চব্বিশের কুড়ি-বিশের বিশ্বকাপে ফিরবে প্রথম চ্যাম্পিয়নরা নাকি ইতিহাস গড়বে দক্ষিণ আফ্রিকা? তা জানার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। আপাতত ভারতের বিভিন্ন স্থানে টিম ইন্ডিয়ার অনুরাগীরা ঢাক, ঢোল, খোল-কর্তাল বাজিয়ে পুজো দিচ্ছেন। হোম যজ্ঞ করছেন। যাতে ভারতীয় শিবিরেই আসে বিশ্বকাপ ট্রফি।

শনিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই দেখা যাচ্ছে ভারতীয় অনুরাগীদের পুজো-প্রাথর্নার ছবি-ভিডিয়ো। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে রোহিত, বিরাটদের পোস্টার নিয়ে আরতি করতে দেখা যায় একাধিক ভক্তদের।

এক ভারতীয় ভক্ত রোহিত শর্মার ছবি নিয়ে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেই ছবিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

খোল, কর্তাল, ঢাক, ঢোল বাজিয়ে রীতিমতো আচার মেনে ভারতীয় টিমের জন্য পুজোতে মেতে উঠেছেন রোহিত-বিরাটদের ভক্তরা। এমন ছবি অবশ্য নতুন নয়। অতীতেও বিভিন্ন টুর্নামেন্টের ফাইনালে রোহিত-বিরাটরা উঠলে তা করা হয়েছে। এই পরিস্থিতিতে বলতে হয়, মহেন্দ্র সিং ধোনির বায়োপিকের সেই বিশেষ মুহূর্তই এখন চলছে দেশজুড়ে। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে ভারত রান তাড়া করার সময় সচিন-বিরাট-সেওয়াগ-গম্ভীরের উইকেট পড়ে যাওয়ার পর ধোনি দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ধোনির বায়োপিকে দেখানো হয়েছিল ওই সময় তাঁর কোচের বাড়িতে পুজো হচ্ছিল। ঠিক এ বারও সেই রকম ভাবেই ভারতীয় ভক্তরা দেশের বিভিন্ন জায়গায় ভারতের জয় চেয়ে পুজো দিচ্ছেন।