কলকাতা: এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup 2024) জন্য ঘোষণা হল ভারতীয় দল। প্রাথমিক ভাবে ৫০ জন ফুটবলারের নাম ঘোষণা করলেন ইগর স্টিমাচ। ডিফেন্ডার আনোয়ার আলিকে ছাড়াই দল ঘোষণা করা হয়েছে। চোটের জন্য মাঠের বাইরে আনোয়ার। এশিয়ান কাপের দলেও তাই রাখা হয়নি মোহনবাগানের তারকা ডিফেন্ডারকে। স্বাভাবিক ভাবেই বড় টুর্নামেন্টে ভারতীয় ফুটবল দলের জন্য নেতিবাচক দিক। দীর্ঘ সময় ধরেই চোট রয়েছে আনোয়ারেরর। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আপাতত ৫০ জনের টিম ঘোষণা হলেও শিবির শেষের পর চূড়ান্ত দল বেছে নেবেন স্টিমাচ। ১৩ জানুয়ারি এএফসি এশিয়ান কাপে যাত্রা শুরু করছে ভারতীয় দল। সুনীল ছেত্রী (Sunil Chhetri), সন্দেশ ঝিঙ্গানদের ঘিরে এ বার প্রত্যাশা কয়েকগুণ বেশি। এশিয়ান কাপে ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপর উজবেকিস্তানের বিরুদ্ধে ১৮ তারিখ আর ২৩ তারিখ সিরিয়ার বিরুদ্ধে খেলবেন সুনীলরা।
এশিয়ান কাপে কঠিন গ্রুপে পড়েছে ভারত। চমৎকার পরিকল্পনা ছাড়া ভালো কিছু করা মুশকিল। তাই দোহাতেই প্রস্তুতি শিবির সারবেন সুনীলরা। ভারতীয় দলের শিবিরে রয়েছেন মোহনবাগানের ১০ জন ফুটবলার। রয়েছেন ইস্টবেঙ্গলের তিন জন ফুটবলারও। মোহনবাগানের কিয়ান নাসিরিকেও রাখা হয়েছে প্রাথমিক তালিকায়। আইএসএলে সবুজ-মেরুন জার্সিতে নজর কেড়েছেন জামশিদপুত্র। এএফসি কাপেও কিয়ানের খেলা মনে ধরে স্টিমাচের। এরপরই তাঁকে এশিয়ান কাপের স্কোয়াডে রাখার সিদ্ধান্ত নেন ক্রোয়েশিয়ান কোচ। ইস্টবেঙ্গল লালচুংনুঙ্গা আর নাওরেম মহেশ সিং ছাড়া নন্দকুমারকে রাখা হয়েছে ৫০ জনের দলে।
এএফসি কাপের জন্য ভারতের প্রাথমিক স্কোয়াড:
গোলকিপার: গুরপ্রীত, অমরিন্দর, বিশাল, ধীরজ, গুরমিত।
ডিফেন্ডার: সন্দেশ, রোশন সিং, বিকাশ ইয়ুমনাম, লালচুংনুঙ্গা, প্রীতম কোটাল, শুভাশিস বসু, চিংলেনসানা, নিখিল পুজারি, রুইভা, আশিস রাই, আকাশ মিশ্র, মেহতাব সিং, রাহুল ভেকে, নরেন্দর গেহলট, আমে রানাওয়াড়ে।
মিডফিল্ডার: সুরেশ সিং, রোহিত কুমার, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, উদান্তা সিং, ব্রেন্ডন ফার্নান্ডেজ, ইয়াসির মহম্মদ, নিনথোইংবা মিতেই, জিকসন সিং, গ্ল্যান মার্টিন্স, লিস্টন কোলাসো, দীপক টাঙরি, লালেংমাউইয়া রালতে, বিনীত রাই, নাওরেম মহেশ সিং।
ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, রহিম আলি, নন্দকুমার, ফারুখ চৌধুরি, শিবশক্তি, রাহুল কেপি, মনবীর, ঈশান পন্ডিতা, কিয়ান নাসিরি, ছাংতে, গুরকিরাত, বিক্রম প্রতাপ সিং, বিপিন সিং, পার্থিব গগৈ, জেরি।